ETV Bharat / sports

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকার

চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ রাশিয়ার কারেন হ্যাচ্চানভকে একপ্রকার উড়িয়ে দিলেন ৷ জকোভিচের পক্ষে ফল 6-4, 6-3, 6-3 ৷ চতুর্থ রাউন্ডের ম্যাচ জিততে জকোভিচ নিলেন 2 ঘণ্টা 23 মিনিট ।

নোভাক জকোভিচ
নোভাক জকোভিচ
author img

By

Published : Oct 5, 2020, 10:12 PM IST

প্যারিস, 5 অক্টোবর : বিশ্বের একনম্বর টেনিস তারকা তিনি ৷ দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন জয়ের লক্ষ্যে নামার আগে একটু অস্বস্তিতে ছিলেন ৷ কোরোনা আক্রান্তও হয়েছিলেন ৷ এছাড়া নতুন বল ও এই সময়ের ক্লে কোর্ট নিয়ে তাঁর মনে দ্বিধা ছিল ৷ কিন্তু তিনি বর্তমান বিশ্বের এক নম্ব টেনিস তারকা ৷ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ফের নিজের করিশ্মা দেখালেন নোভাক জকোভিচ ৷

চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ রাশিয়ার কারেন হ্যাচ্চানভকে একপ্রকার উড়িয়ে দিলেন ৷ জকোভিচের পক্ষে ফল 6-4, 6-3, 6-3 ৷ চতুর্থ রাউন্ডের ম্যাচ জিততে জকোভিচ নিলেন 2 ঘণ্টা 23 মিনিট ।

আজ চতুর্থ রাউন্ডের প্রথম সেটে জকভিচের সামনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কারেন হ্যাচ্চানভ ৷ কিন্তু 6-4 ব্যবধানে প্রথম সেট জিতে নেন বিশ্বের একনম্বর টেনিস তারকা৷ দ্বিতীয় সেটেও লড়াই জারি রাখেন রাশিয়ান টেনিস তারকা ৷ তিনটি গেম জেতেন তিনি ৷ তবে লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি । দ্বিতীয় সেটও 6-3 -এ নিজের দখলে নেন সর্বিয়ান তারকা ৷ পরপর দুটি সেট জেতার পর জকোভিচের ব়্যাকেটে যেন ঝড় ওঠে ৷ আর সেই ঝড়েই অপ্রতিরোধ্য লাগে তাঁকে৷ কারেন হ্যাচ্চানভ লড়াই করলেও দুরন্ত জকোভিচের সামনে তা যথেষ্ট ছিল না ৷ তৃতীয় সেট জোকার জিতলেন 6-3 তে ৷

কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ চতুর্থ রাউন্ডের স্পেনের পাবলো কারেনো বাস্তা ও জার্মানির ড্যানিয়েল অল্টমায়ার ম্যাচের জয়ী ৷ এদিকে, ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছেছেন ক্লে কোর্টের অবিসংবাদিত সম্রাট রাফায়েল নাদাল ৷ তিনি স্ট্রেট সেটে হারালেন অ্যামেরিকান সেবিস্তিয়ান কোরডাকে ৷ স্পেনের তারকা 1 ঘণ্টা 55 মিনিটের লড়াইয়ে কোরডাকে হারালেন 6-1, 6-1, 6-2 সেটে ৷

প্যারিস, 5 অক্টোবর : বিশ্বের একনম্বর টেনিস তারকা তিনি ৷ দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন জয়ের লক্ষ্যে নামার আগে একটু অস্বস্তিতে ছিলেন ৷ কোরোনা আক্রান্তও হয়েছিলেন ৷ এছাড়া নতুন বল ও এই সময়ের ক্লে কোর্ট নিয়ে তাঁর মনে দ্বিধা ছিল ৷ কিন্তু তিনি বর্তমান বিশ্বের এক নম্ব টেনিস তারকা ৷ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ফের নিজের করিশ্মা দেখালেন নোভাক জকোভিচ ৷

চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ রাশিয়ার কারেন হ্যাচ্চানভকে একপ্রকার উড়িয়ে দিলেন ৷ জকোভিচের পক্ষে ফল 6-4, 6-3, 6-3 ৷ চতুর্থ রাউন্ডের ম্যাচ জিততে জকোভিচ নিলেন 2 ঘণ্টা 23 মিনিট ।

আজ চতুর্থ রাউন্ডের প্রথম সেটে জকভিচের সামনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কারেন হ্যাচ্চানভ ৷ কিন্তু 6-4 ব্যবধানে প্রথম সেট জিতে নেন বিশ্বের একনম্বর টেনিস তারকা৷ দ্বিতীয় সেটেও লড়াই জারি রাখেন রাশিয়ান টেনিস তারকা ৷ তিনটি গেম জেতেন তিনি ৷ তবে লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি । দ্বিতীয় সেটও 6-3 -এ নিজের দখলে নেন সর্বিয়ান তারকা ৷ পরপর দুটি সেট জেতার পর জকোভিচের ব়্যাকেটে যেন ঝড় ওঠে ৷ আর সেই ঝড়েই অপ্রতিরোধ্য লাগে তাঁকে৷ কারেন হ্যাচ্চানভ লড়াই করলেও দুরন্ত জকোভিচের সামনে তা যথেষ্ট ছিল না ৷ তৃতীয় সেট জোকার জিতলেন 6-3 তে ৷

কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ চতুর্থ রাউন্ডের স্পেনের পাবলো কারেনো বাস্তা ও জার্মানির ড্যানিয়েল অল্টমায়ার ম্যাচের জয়ী ৷ এদিকে, ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছেছেন ক্লে কোর্টের অবিসংবাদিত সম্রাট রাফায়েল নাদাল ৷ তিনি স্ট্রেট সেটে হারালেন অ্যামেরিকান সেবিস্তিয়ান কোরডাকে ৷ স্পেনের তারকা 1 ঘণ্টা 55 মিনিটের লড়াইয়ে কোরডাকে হারালেন 6-1, 6-1, 6-2 সেটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.