ETV Bharat / sports

US Open 2021 : স্বপ্ন পূরণ হল না জকোভিচের, ইউএস ওপেন জয় মেদভেদেভের - দানিল মেদভেদেভ

ইউএস ওপেনের ফাইনালের প্রথম থেকেই ফর্মে ছিলেন না জকোভিচ ৷ তবে একসময় তৃতীয় সেটে পুরানো ফর্মে ফিরে আসেন ৷ কিন্তু, তারপরেও ইউএস ওপেন ফাইনাল জেতা হল না জকোভিচের ৷ সেইসঙ্গে ক্যালেন্ডার স্ল্যামও হাতছাড়া হয়ে যায় ৷

দানিল মেদভেদেভ
দানিল মেদভেদেভ
author img

By

Published : Sep 13, 2021, 8:03 AM IST

Updated : Sep 13, 2021, 8:57 AM IST

নিউইয়র্ক, 13 সেপ্টেম্বর : চলতি বছর স্বপ্নের ফর্মে ছিলেন নোভাক জকোভিচ ৷ টোকিয়ো অলিম্পিক্সে ব্যর্থতা ছাড়া এবছর তাঁর জয়রথ অব্যাহত ছিল ৷ এবার ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের টাইটেল জেতার স্বপ্ন দেখেছিলেন এই সার্বিয়ান তারকা ৷ ফাইনালে নিজের সবটা দিয়ে খেলার চেষ্টা করবেন বলে নিজেও জানিয়েছিলেন জকোভিচ ৷ কিন্তু, ইউএস ওপেনের ফাইনালে কার্যত জকোভিচকে উড়িয়ে দিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন দানিল মেদভেদেভ ৷

1969 সালে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন রড লেভার ৷ 52 বছর পর ইউ এস ওপেনের ফাইনাল জিতে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম খেতাবের অধিকারী হতে পারতেন জকোভিচ ৷ চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন ট্রফি জিতেছিলেন ৷ তাই ফাইনালের শুরু থেকেই সমর্থকরা জকোভিচের জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন ৷ কিন্তু, সমর্থকরা কিছুটা আশাহত হন প্রথম সেটের পর ৷ দূরন্ত পারফরম্যান্স করে 6-4 ব্যবধানে প্রথম সেটে এগিয়ে যান মেদভেদেভ ৷ দ্বিতীয় সেটেও 6-4 ব্যবধানে নিজের জায়গা ধরে রাখেন মেদভেদেভ ৷ তৃতীয় সেটের প্রথম দিকেও একই ধারা বজায় ছিল ৷ কিন্তু, তৃতীয় সেটের শেষের দিকে ফের ফর্মে ফিরে আসেন জোকার ৷ একসময় স্কোর করে ফেলেন 5-4 ৷

আরও পড়ুন, US Open 2021 : ইউএস ওপেনের রানি এমা, 53 বছর পর ট্রফি ব্রিটেনে

জোকোভিচের সমর্থকরা ধরেই নিয়েছিলেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের খেতাব নিজের পকেটেই পুরতে চলেছেন জকোভিচ ৷ কিন্তু, একেবারে ফাইনাল সেটে মেদভেদেভের দুরন্ত পারফরম্যান্সে জকোভিচের স্বপ্ন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায় ৷ আর জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন রাশিয়ার 25 বছর বয়সী টেনিস তারকা মেদভেদেভ ৷ রজার ফেডরার ও রাফেল নাদালের রেকর্ড পার করার স্বপ্নও পূরণ হল না জকোভিচের ৷

নিউইয়র্ক, 13 সেপ্টেম্বর : চলতি বছর স্বপ্নের ফর্মে ছিলেন নোভাক জকোভিচ ৷ টোকিয়ো অলিম্পিক্সে ব্যর্থতা ছাড়া এবছর তাঁর জয়রথ অব্যাহত ছিল ৷ এবার ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের টাইটেল জেতার স্বপ্ন দেখেছিলেন এই সার্বিয়ান তারকা ৷ ফাইনালে নিজের সবটা দিয়ে খেলার চেষ্টা করবেন বলে নিজেও জানিয়েছিলেন জকোভিচ ৷ কিন্তু, ইউএস ওপেনের ফাইনালে কার্যত জকোভিচকে উড়িয়ে দিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন দানিল মেদভেদেভ ৷

1969 সালে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন রড লেভার ৷ 52 বছর পর ইউ এস ওপেনের ফাইনাল জিতে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম খেতাবের অধিকারী হতে পারতেন জকোভিচ ৷ চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন ট্রফি জিতেছিলেন ৷ তাই ফাইনালের শুরু থেকেই সমর্থকরা জকোভিচের জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন ৷ কিন্তু, সমর্থকরা কিছুটা আশাহত হন প্রথম সেটের পর ৷ দূরন্ত পারফরম্যান্স করে 6-4 ব্যবধানে প্রথম সেটে এগিয়ে যান মেদভেদেভ ৷ দ্বিতীয় সেটেও 6-4 ব্যবধানে নিজের জায়গা ধরে রাখেন মেদভেদেভ ৷ তৃতীয় সেটের প্রথম দিকেও একই ধারা বজায় ছিল ৷ কিন্তু, তৃতীয় সেটের শেষের দিকে ফের ফর্মে ফিরে আসেন জোকার ৷ একসময় স্কোর করে ফেলেন 5-4 ৷

আরও পড়ুন, US Open 2021 : ইউএস ওপেনের রানি এমা, 53 বছর পর ট্রফি ব্রিটেনে

জোকোভিচের সমর্থকরা ধরেই নিয়েছিলেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের খেতাব নিজের পকেটেই পুরতে চলেছেন জকোভিচ ৷ কিন্তু, একেবারে ফাইনাল সেটে মেদভেদেভের দুরন্ত পারফরম্যান্সে জকোভিচের স্বপ্ন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায় ৷ আর জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন রাশিয়ার 25 বছর বয়সী টেনিস তারকা মেদভেদেভ ৷ রজার ফেডরার ও রাফেল নাদালের রেকর্ড পার করার স্বপ্নও পূরণ হল না জকোভিচের ৷

Last Updated : Sep 13, 2021, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.