ETV Bharat / sports

BAN vs WI : ফের ব্যর্থ গেইল, দেড়শোর গণ্ডি ছুঁতে পারল না ওয়েস্ট ইন্ডিজ - West Indies

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ ক্যারিবিয়ানরা ৷ শুক্রবার শারজায় টাইগার্সদের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে মাত্র 142 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ ৷ ফের ব্যর্থ ক্রিস গেইল ৷ শুরুটা ভাল না-হলেও রস্টন চেজ ও নিকোলাস পুরানের ব্যাটে লড়াইয়ে ফেরে ক্যারিবিয়ানরা ৷

BAN vs WI
ফের ব্যর্থ গেইল, দেড়শোর গণ্ডি ছুঁতে পারল না ওয়েস্ট ইন্ডিজ
author img

By

Published : Oct 29, 2021, 5:52 PM IST

Updated : Oct 29, 2021, 7:12 PM IST

শারজা, 29 অক্টোবর : প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ ক্যারিবিয়ানরা ৷ শুক্রবার শারজায় টাইগার্সদের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে মাত্র 142 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ ৷ ফের ব্যর্থ ক্রিস গেইল ৷ শুরুটা ভাল না-হলেও রস্টন চেজ ও নিকোলাস পুরানের ব্যাটে লড়াইয়ে ফেরে ক্যারিবিয়ানরা ৷

দুই দলই বিশ্বকাপের তাদের প্রথম দুটি ম্যাচে হেরেছে ৷ ফলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার জন্য শুক্রবার জেতাটা জরুরি টাইগার্স ও ক্যারিবিয়ান উভয়দেরই ৷ প্রথম দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৷ আর বাংলাদেশ হারে যাথাক্রমে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে ৷ সুতরাং আজকে হারলেই সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে হবে ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ৷ শুরুতেই দুই ওপেনারকে ডাগ-আউটে ফেরত পাঠান বাংলাদেশ বোলাররা ৷ এদিনও ফের ব্যর্থ গেইল ৷ মাত্র 4 রান করেন তিনি ৷ তাঁর ওপেনিং পার্টনার এভিন লুইস মাত্র 6 রান করেন ৷ এরপর 39 রান করেন চেজ ৷ ক্যাপ্টেন কাইরন পোলার্ড মাত্র 14 রান করেন ৷ আন্দ্রে রাসেল কোনও বল খেলার আগেই রান আউট হয়ে ডাগ-আউটে ফেরেন ৷ তবে 22 বলে 40 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন ৷

শারজা, 29 অক্টোবর : প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ ক্যারিবিয়ানরা ৷ শুক্রবার শারজায় টাইগার্সদের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে মাত্র 142 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ ৷ ফের ব্যর্থ ক্রিস গেইল ৷ শুরুটা ভাল না-হলেও রস্টন চেজ ও নিকোলাস পুরানের ব্যাটে লড়াইয়ে ফেরে ক্যারিবিয়ানরা ৷

দুই দলই বিশ্বকাপের তাদের প্রথম দুটি ম্যাচে হেরেছে ৷ ফলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার জন্য শুক্রবার জেতাটা জরুরি টাইগার্স ও ক্যারিবিয়ান উভয়দেরই ৷ প্রথম দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৷ আর বাংলাদেশ হারে যাথাক্রমে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে ৷ সুতরাং আজকে হারলেই সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে হবে ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ৷ শুরুতেই দুই ওপেনারকে ডাগ-আউটে ফেরত পাঠান বাংলাদেশ বোলাররা ৷ এদিনও ফের ব্যর্থ গেইল ৷ মাত্র 4 রান করেন তিনি ৷ তাঁর ওপেনিং পার্টনার এভিন লুইস মাত্র 6 রান করেন ৷ এরপর 39 রান করেন চেজ ৷ ক্যাপ্টেন কাইরন পোলার্ড মাত্র 14 রান করেন ৷ আন্দ্রে রাসেল কোনও বল খেলার আগেই রান আউট হয়ে ডাগ-আউটে ফেরেন ৷ তবে 22 বলে 40 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন ৷

Last Updated : Oct 29, 2021, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.