ETV Bharat / sports

IND vs NZ : চাপ কাটাতে বিচ ভলিতে কোহলিরা, দোসর 'ক্য়াপ্টেন কুল'

উইলিয়ামসনদের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চাপে কোহলি অ্যান্ড কোম্পানি ৷ আর সেই চাপ কাটাতেই শুক্রবার সৈকতে ভলি খেলেই কাটল দলের ছেলেদের ৷ মেন্টর মাহিকে কোহলিদের থেকে আলাদা করার কোনও উপায় এদিন ছিল না ৷

IND vs NZ
চাপ কাটাতে বিচ ভলিতে কোহলিরা, দোসর 'ক্য়াপ্টেন কুল'
author img

By

Published : Oct 30, 2021, 10:26 AM IST

দুবাই, 30 অক্টোবর : এক সপ্তাহের বিরতিতে ম্যাচ ৷ তাই একঘেয়েমি কাটাতে শুক্রবার মাঠমুখো হল না ভারতীয় দল ৷ পরিবর্তে বিচ ভলি খেলে সময় কাটালেন বিরাট কোহলি-লোকেশ রাহুলরা ৷ মেন্টর মহেন্দ্র সিং ধোনিও চুটিয়ে বিচ ভলিতে মাতলেন দলের ক্রিকেটারদের সঙ্গে ৷

ডে-অফে মরুশহরে ভারতীয় দলের বিচ ভলি সেশনের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই ৷ সেখানে ক্যাপশনে লেখা, "ছুটির দিনে বিচ ভলিবলে মজে টিম ইন্ডিয়া ৷" উল্লেখ্য, মরুশহরে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার 'মেন ইন ব্লু' প্রথম ম্যাচে হেরে অনেকটাই ব্য়াকফুটে ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হার ভারতের কাছে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটে যাওয়ার সামিল ৷

স্বাভাবিকভাবেই উইলিয়ামসনদের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চাপে কোহলি অ্যান্ড কোম্পানি ৷ আর সেই চাপ কাটাতেই শুক্রবার সৈকতে ভলি খেলেই কাটল দলের ছেলেদের ৷ মেন্টর মাহিকে কোহলিদের থেকে আলাদা করার কোনও উপায় এদিন ছিল না ৷ সবমিলিয়ে 'ক্যাপ্টেন কুল'কে সামনে রেখেই উইলিয়ামসনদের বিরুদ্ধে নামার আগে চাপ কাটানোর রণকৌশলে মাতল টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন : নেই পান্ডিয়া-ভুবি, নিউজিল্যান্ড ম্যাচের একাদশ বেছে দিলেন গাভাস্কর

তবে এতকিছুর মধ্যেও হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনও সদুত্তর এখনও নেই ভারতীয় শিবিরে ৷ বুধবার নেটে অল্প সময়ের জন্য বোলিং করলেও তিনি যে একশো শতাংশ ফিট সেটা বলা যাবে না ৷ পরিবর্তে বিকল্প ষষ্ঠ বোলার হিসেবে শার্দূল কড়া নাড়ছেন প্রথম একাদশে ৷ সুযোগের অপেক্ষায় প্রস্তুতি ম্যাচগুলোতে ভাল খেলা ইশান কিষানও ৷

দুবাই, 30 অক্টোবর : এক সপ্তাহের বিরতিতে ম্যাচ ৷ তাই একঘেয়েমি কাটাতে শুক্রবার মাঠমুখো হল না ভারতীয় দল ৷ পরিবর্তে বিচ ভলি খেলে সময় কাটালেন বিরাট কোহলি-লোকেশ রাহুলরা ৷ মেন্টর মহেন্দ্র সিং ধোনিও চুটিয়ে বিচ ভলিতে মাতলেন দলের ক্রিকেটারদের সঙ্গে ৷

ডে-অফে মরুশহরে ভারতীয় দলের বিচ ভলি সেশনের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই ৷ সেখানে ক্যাপশনে লেখা, "ছুটির দিনে বিচ ভলিবলে মজে টিম ইন্ডিয়া ৷" উল্লেখ্য, মরুশহরে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার 'মেন ইন ব্লু' প্রথম ম্যাচে হেরে অনেকটাই ব্য়াকফুটে ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হার ভারতের কাছে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটে যাওয়ার সামিল ৷

স্বাভাবিকভাবেই উইলিয়ামসনদের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চাপে কোহলি অ্যান্ড কোম্পানি ৷ আর সেই চাপ কাটাতেই শুক্রবার সৈকতে ভলি খেলেই কাটল দলের ছেলেদের ৷ মেন্টর মাহিকে কোহলিদের থেকে আলাদা করার কোনও উপায় এদিন ছিল না ৷ সবমিলিয়ে 'ক্যাপ্টেন কুল'কে সামনে রেখেই উইলিয়ামসনদের বিরুদ্ধে নামার আগে চাপ কাটানোর রণকৌশলে মাতল টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন : নেই পান্ডিয়া-ভুবি, নিউজিল্যান্ড ম্যাচের একাদশ বেছে দিলেন গাভাস্কর

তবে এতকিছুর মধ্যেও হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনও সদুত্তর এখনও নেই ভারতীয় শিবিরে ৷ বুধবার নেটে অল্প সময়ের জন্য বোলিং করলেও তিনি যে একশো শতাংশ ফিট সেটা বলা যাবে না ৷ পরিবর্তে বিকল্প ষষ্ঠ বোলার হিসেবে শার্দূল কড়া নাড়ছেন প্রথম একাদশে ৷ সুযোগের অপেক্ষায় প্রস্তুতি ম্যাচগুলোতে ভাল খেলা ইশান কিষানও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.