হায়দরাবাদ, 15 নভেম্বর: কনসার্ট শুরুর আগেই বিপাকে পড়েছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ৷ দিল-লুমিনাতি ট্যুর নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা ৷ হায়দরাবাদে আজ অর্থাৎ 15 তারিখ কনসার্ট রয়েছে গায়কের ৷ তারমধ্যেই তেলেঙ্গনা সরকারের তরফে তিনি পেলেন আইনি নোটিশ ৷
নোটিশ জারি করেছেন ডিস্ট্রিক ওয়েলফেয়ার অফিসার ৷ রঙ্গারেড্ডি জেলার ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড ডিসাবেলড অ্যান্ড সিনিয়র সিটিজেনস থেকে এই নোটিশ পাঠানো হয়েছে শো শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ৷ নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে গানের মধ্য দিয়ে কোনও রকম ভাবে অ্যালকোহল, ড্রাগস, ভায়োলেন্সের প্রচার করা যাবে না ৷
জানা গিয়েছে, চণ্ডিগড়ের এক বাসিন্দা অভিযোগ করেছেন যে নয়াদিল্লিতে কনসার্টের সময় দিলজিৎ দোসাঞ্জ এমন কিছু গান করেন যা ঠিক নয় ৷ নোটিশে স্পষ্ট ভাবে জানানো হয়েছে কোন কোন গানগুলি গাওয়া যাবে না ৷ তার মধ্যে রয়েছে 'কেস', 'পাটিয়ালা পেগ', '5 তারা' গান গাইতে পারবেন না ৷ এই গানগুলি তিনি দিল্লিতে জহরলাল নেহেরু স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন দিলজিৎ ৷ চণ্ডিগড়ের বাসিন্দা সেই অনুষ্ঠানের ভিডিয়ো প্রমাণস্বরূপ সাবমিট করেছেন ৷
এর ফলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তেলেঙ্গনা সরকার আইনি নোটিশ জারি করে দিয়েছে যাতে হায়দরাবাদ কনসার্টে এই ধরনের কোনও বিষয় গানের মাধ্যমে যাতে প্রচার না হয় ৷ পাশাপাশি নোটিশে কনসার্ট অর্গানাইজার ও দোসাঞ্জকে পরামর্শ দেওয়া হয়েছে যে লাইভ অনুষ্ঠানে শিশুদের প্রবেশ করানো যাবে না ৷ যদিও কনসার্টের গাইডলাইন অনুযায়ী 13 বছরের কিশোর-কিশোরীদের শোয়ে প্রবেশাধিকার রয়েছে ৷ তবে নির্দেশনামায় বলা হয়েছে অতিরিক্ত সাউন্ড ও ফ্লাশ লাইটের কারণে শিশুদের সমস্যা হতে পারে ৷
প্রসঙ্গত, কনসার্টের একদিন আগে হায়দরাবাদ পৌঁছে দিলজিৎ ঘুরে দেখেছেন নিজামের শহর ৷ তিনি শিব মন্দির, স্থানীয় গুরুদুয়ারা ঘুরে দেখেন ৷ সেখানে গিয়ে আশীর্বাদ নেন ৷ অক্টোবর থেকে দিলজিতের দিল-লুমিনাতি ট্যুর শুরু হয়েছে ৷ হায়দরাবাদে এয়ারপোর্ট অ্যাপ্রোচ রোডে জিএমআর এরেনাতে সন্ধ্যে 7টায় রয়েছে দিলজিৎ দোসাঞ্জের মিউজিক্যাল কনসার্ট ৷