ETV Bharat / state

হাওড়া স্টেশনে 60 লাখ টাকার সোনার গয়না ও নগদ-সহ গ্রেফতার 1 - MAN ARRESTED WITH GOLD JEWELLERY

ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ রুপোর গয়নাও ৷ হাওড়া-গয়া এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে গ্রেফতার অভিযুক্ত ৷

MAN ARRESTED WITH GOLD JEWELLERY
হাওড়া স্টেশনে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার গয়না ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 12:51 PM IST

হাওড়া, 15 নভেম্বর: হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় 60 লাখ টাকা সোনার গয়না ৷ সঙ্গে রুপোর গয়না-সহ নগদ টাকা উদ্ধার করেছে আরপিএফ ৷ সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার গয়নার ওজন প্রায় 770 গ্রাম ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের কাছ থেকে নগদ 40 হাজার টাকা পাওয়া গিয়েছে ৷ বাজেয়াপ্ত গয়না ও টাকা আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ ৷

গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরপিএফ আধিকারিকদের একটি দল 13023 হাওড়া-গয়া এক্সপ্রেসে তল্লাশি চালায় ৷ ট্রেনটি হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর আরপিএফ ট্রেনের তল্লাশি শুরু করে ৷ জানা গিয়েছে, ট্রেনের এ-1 কামরার 25 নম্বর আসনে এক সন্দেহভাজন ব্যক্তিকে বসে থাকতে দেখে আরপিএফ ৷

ওই ব্যক্তির সঙ্গে একটি ব্যাগও ছিল ৷ জিজ্ঞাসাবাদ করা হলে, অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন তিনি ৷ সন্দেহ হওয়ায় তাঁর ব্যাগে তল্লাশি চালাতে বিপুল পরিমাণ সোনা, রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার হয় ৷ এরপরেই তাঁকে আটক করে নিয়ে যায় আরপিএফ ৷ জানা গিয়েছে, ধৃতের নাম হরিশ কুমার বর্মা, বয়স 46 বছর ৷ তাঁর বাড়ি বিহারের ভাগলপুরে ৷

হাওড়া আরপিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, হার, রিং, চেন, কানের দুল, চুড়ি-সহ নানা গয়না ৷ যার ওজন 769.9 গ্রাম ৷ বাজারে যার আনুমানিক মূল্য 60 লক্ষ টাকারও বেশি ৷ তিনটি রুপোর মূর্তিও উদ্ধার হয়েছে ৷ যার মোট ওজন 385 গ্রাম ৷ এছাড়াও নগদ 40 হাজার টাকাও উদ্ধার হয় ৷ ধৃতের কাছ থেকে হাতে লেখা দু’টি রশিদ পেয়েছেন আরপিএফ আধিকারিকরা ৷ তবে, সেই রশিদ উদ্ধার হওয়া গয়নার নিরিখে বৈধ নয় বলে জানিয়েছে তাঁরা ৷

ধৃত হরিশ কুমার বর্মার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁকে গয়নাগুলি নিয়ে বারবার প্রশ্ন করা হলেও, হাতে লেখা সেই রশিদ ছাড়া কোনও প্রামাণ্য তথ্য তিনি দিতে পারেননি বলেই আরপিএফ সূত্রে খবর ৷ উদ্ধার হওয়া গয়না-সহ ধৃতকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ ৷ তাঁর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

হাওড়া, 15 নভেম্বর: হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় 60 লাখ টাকা সোনার গয়না ৷ সঙ্গে রুপোর গয়না-সহ নগদ টাকা উদ্ধার করেছে আরপিএফ ৷ সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার গয়নার ওজন প্রায় 770 গ্রাম ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের কাছ থেকে নগদ 40 হাজার টাকা পাওয়া গিয়েছে ৷ বাজেয়াপ্ত গয়না ও টাকা আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ ৷

গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরপিএফ আধিকারিকদের একটি দল 13023 হাওড়া-গয়া এক্সপ্রেসে তল্লাশি চালায় ৷ ট্রেনটি হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর আরপিএফ ট্রেনের তল্লাশি শুরু করে ৷ জানা গিয়েছে, ট্রেনের এ-1 কামরার 25 নম্বর আসনে এক সন্দেহভাজন ব্যক্তিকে বসে থাকতে দেখে আরপিএফ ৷

ওই ব্যক্তির সঙ্গে একটি ব্যাগও ছিল ৷ জিজ্ঞাসাবাদ করা হলে, অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন তিনি ৷ সন্দেহ হওয়ায় তাঁর ব্যাগে তল্লাশি চালাতে বিপুল পরিমাণ সোনা, রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার হয় ৷ এরপরেই তাঁকে আটক করে নিয়ে যায় আরপিএফ ৷ জানা গিয়েছে, ধৃতের নাম হরিশ কুমার বর্মা, বয়স 46 বছর ৷ তাঁর বাড়ি বিহারের ভাগলপুরে ৷

হাওড়া আরপিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, হার, রিং, চেন, কানের দুল, চুড়ি-সহ নানা গয়না ৷ যার ওজন 769.9 গ্রাম ৷ বাজারে যার আনুমানিক মূল্য 60 লক্ষ টাকারও বেশি ৷ তিনটি রুপোর মূর্তিও উদ্ধার হয়েছে ৷ যার মোট ওজন 385 গ্রাম ৷ এছাড়াও নগদ 40 হাজার টাকাও উদ্ধার হয় ৷ ধৃতের কাছ থেকে হাতে লেখা দু’টি রশিদ পেয়েছেন আরপিএফ আধিকারিকরা ৷ তবে, সেই রশিদ উদ্ধার হওয়া গয়নার নিরিখে বৈধ নয় বলে জানিয়েছে তাঁরা ৷

ধৃত হরিশ কুমার বর্মার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁকে গয়নাগুলি নিয়ে বারবার প্রশ্ন করা হলেও, হাতে লেখা সেই রশিদ ছাড়া কোনও প্রামাণ্য তথ্য তিনি দিতে পারেননি বলেই আরপিএফ সূত্রে খবর ৷ উদ্ধার হওয়া গয়না-সহ ধৃতকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ ৷ তাঁর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.