ETV Bharat / sports

T20 World Cup : কিউয়িদের বড় রানের টার্গেট দিতে ব্যর্থ বিরাটবাহিনী - কেন উইলিয়ামসন

পাকিস্তানের কাছে বিশ্বকাপে প্রথমবার পর্যুদস্ত হওয়ার পর ফের মাঠে ফিরল কোহলি অ্যান্ড কোং ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউয়িদের সামনে কোহলিবাহিনী ৷ টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত দু'বারের সাক্ষাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারত ৷

IND vs NZ
কিউয়িদের বড় রানে টার্গেট দিতে ব্যর্থ বিরাটবাহিনী
author img

By

Published : Oct 31, 2021, 7:05 PM IST

Updated : Oct 31, 2021, 9:14 PM IST

  • 20 ওভার শেষে ভারতের স্কোর 7 উইকেটে 110 ৷ ভারতের সর্বোচ্চ স্কোর 26 ৷ 19 বলে একটি ছয় ও দুটি বাউন্ডারি মারেন জাড্ডু ৷
  • সাউদিকে ছক্কা হাঁকালেন জাদেজা ৷
  • শার্দুল আউট ৷ ভারতের স্কোর 7 উইকেটে 94 ৷
  • হার্দিক আউট ৷ ভারতের স্কোর 6 উইকেটে 94 ৷
  • 18 ওভার শেষে 5 উইকেটে ভারত তুলেছে 94 রান ৷
  • 17 ওভারে শেষে ভারতের স্কোর 5 উইকেটে 86 ৷
  • 71 বল পর ভারতের প্রথম বাউন্ডারি ৷
  • অপর কিউয়ি স্পিনারও বল হাতে ভারতীয় ব্যাটারদের বেঁধে রাখলেন ৷ 4 ওভারে মাত্র 15 রান খরচ করেন স্যান্টনার ৷
  • ক্রিজে হার্দিক ও জাদেজা ৷ তবুও ভারতের রান তোলার গতি মন্থর ৷
  • বল হাতে দুরন্ত সোধি ৷ 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার ৷
  • 15 ওভার শেষে ভারতের স্কোর 5 উইকেটে 73 ৷ ক্রিজে হার্দিক ও জাদেজা ৷
  • লজ্জাজনক ব্যাটিং ভারেতর ৷ 70 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া ৷
  • পন্থ আউট ৷ 19 বলে 12 রানে ডাগ-আউটে ফেরেন উইকেটকিপার ব্যাটার ৷
  • 13 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেটে 62
  • 12 ওভার শেষে ভারতের স্কোর চার উইকেটে 48 ৷ ক্রিজে পন্থ ও হার্দিক ৷
IND vs NZ
বিরাট কোহলি
  • বিরাট আউট ৷ 17 বলে মাত্র রান করে ডাগ-আউটে ফিরেছেন ক্যাপ্টেন কোহলি ৷
  • 10 ওভারে ভারতের স্কোর 3 উইকেটে 48 ৷ বিরাট 9 ও পন্থ 3 রানে ক্রিজে রয়েছেন ৷
  • বিরাট কোহলির সঙ্গে ক্রিজে ঋষভ পন্থ ৷
  • রোহিত আউট, ভারতের স্কোর তিন উইকেটে 40 ৷ 14 বলে 14 রান করে সোধির শিকার রোহিত ৷
IND vs NZ
রোহিত শর্মা
  • সাত ওভার শেষে ভারতের স্কোর 2 উইকেটে 37 ৷
  • পাওয়ার প্লে (6 ওভার) শেষে ভারতের স্কোর 2 উইকেটে 35 রান তুলেছে ভারত ৷
  • ক্রিজে রোহিতের সঙ্গে ক্যাপ্টেন বিরাট ৷
  • রাহুল আউট, ভারতের স্কোর 2 উইকেটে 35 ৷ 16 বলে তিনটি বাউন্ডারি-সহ 18 রানে আউট হন রাহুল ৷
  • 5 ওভার শেষে ভারতের স্কোর 29 /1 ৷ রাহুল 13 ও রোহিত 12 ৷
  • প্রথম বলেই জীবনদান রোহিতের ৷ লং লেগে তাঁর সহজ ক্যাচ ফেলেন মিলনে ৷
  • ইশান আউট, মাত্র 4 রান করে বোল্টের শিকার তিনি ৷ ভারতের স্কোর এক উইকেটে 11 ৷
  • কিউয়িদের বিরুদ্ধে ওপেনার বদল ভারতের ৷ রোহিত শর্মার পরিবর্তে লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস শুরু করেন ঈশান কিষাণ ৷ওপেনিং জুটিতে পরিবর্তন করেও শুরুটা ভাল হল না ভারতরে ৷ প্রথম 2 ওভারে মাত্র 6 রান তুলেছে টিম কোহলি ৷
  • চলতি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও দল প্রথমে ব্যাট করে জেতেনি ৷
  • টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড ৷
IND vs NZ
টসে হার কোহলির
  • ভারতীয় দল : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), ঈশান কিষান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা ৷
  • নিউজিল্য়ান্ড দল : মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, কেন উইলিয়ামস (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপ, জেমস নিশাম, মিচেল সান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ড ৷

পাকিস্তানের কাছে বিশ্বকাপে প্রথমবার পর্যদুস্ত হওয়ার পর ফের মাঠে ফিরল কোহলি অ্যান্ড কোং ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউয়িদের সামনে কোহলিবাহিনী ৷ টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত দু'বারের সাক্ষাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারত ৷ শুধু তাই নয়, বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া শেষবার জয়ের মুখ দেখেছিল 18 বছর আগে ৷ 2003 ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্য়ান্ডকে হারিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ৷ আর শেষবার অর্থাৎ 2019 ওয়ান ডে বিশ্বকাপে কেন উইলিয়ানসনদের কাছে হেরেছিলেন কোহলিরা ৷

  • 20 ওভার শেষে ভারতের স্কোর 7 উইকেটে 110 ৷ ভারতের সর্বোচ্চ স্কোর 26 ৷ 19 বলে একটি ছয় ও দুটি বাউন্ডারি মারেন জাড্ডু ৷
  • সাউদিকে ছক্কা হাঁকালেন জাদেজা ৷
  • শার্দুল আউট ৷ ভারতের স্কোর 7 উইকেটে 94 ৷
  • হার্দিক আউট ৷ ভারতের স্কোর 6 উইকেটে 94 ৷
  • 18 ওভার শেষে 5 উইকেটে ভারত তুলেছে 94 রান ৷
  • 17 ওভারে শেষে ভারতের স্কোর 5 উইকেটে 86 ৷
  • 71 বল পর ভারতের প্রথম বাউন্ডারি ৷
  • অপর কিউয়ি স্পিনারও বল হাতে ভারতীয় ব্যাটারদের বেঁধে রাখলেন ৷ 4 ওভারে মাত্র 15 রান খরচ করেন স্যান্টনার ৷
  • ক্রিজে হার্দিক ও জাদেজা ৷ তবুও ভারতের রান তোলার গতি মন্থর ৷
  • বল হাতে দুরন্ত সোধি ৷ 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার ৷
  • 15 ওভার শেষে ভারতের স্কোর 5 উইকেটে 73 ৷ ক্রিজে হার্দিক ও জাদেজা ৷
  • লজ্জাজনক ব্যাটিং ভারেতর ৷ 70 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া ৷
  • পন্থ আউট ৷ 19 বলে 12 রানে ডাগ-আউটে ফেরেন উইকেটকিপার ব্যাটার ৷
  • 13 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেটে 62
  • 12 ওভার শেষে ভারতের স্কোর চার উইকেটে 48 ৷ ক্রিজে পন্থ ও হার্দিক ৷
IND vs NZ
বিরাট কোহলি
  • বিরাট আউট ৷ 17 বলে মাত্র রান করে ডাগ-আউটে ফিরেছেন ক্যাপ্টেন কোহলি ৷
  • 10 ওভারে ভারতের স্কোর 3 উইকেটে 48 ৷ বিরাট 9 ও পন্থ 3 রানে ক্রিজে রয়েছেন ৷
  • বিরাট কোহলির সঙ্গে ক্রিজে ঋষভ পন্থ ৷
  • রোহিত আউট, ভারতের স্কোর তিন উইকেটে 40 ৷ 14 বলে 14 রান করে সোধির শিকার রোহিত ৷
IND vs NZ
রোহিত শর্মা
  • সাত ওভার শেষে ভারতের স্কোর 2 উইকেটে 37 ৷
  • পাওয়ার প্লে (6 ওভার) শেষে ভারতের স্কোর 2 উইকেটে 35 রান তুলেছে ভারত ৷
  • ক্রিজে রোহিতের সঙ্গে ক্যাপ্টেন বিরাট ৷
  • রাহুল আউট, ভারতের স্কোর 2 উইকেটে 35 ৷ 16 বলে তিনটি বাউন্ডারি-সহ 18 রানে আউট হন রাহুল ৷
  • 5 ওভার শেষে ভারতের স্কোর 29 /1 ৷ রাহুল 13 ও রোহিত 12 ৷
  • প্রথম বলেই জীবনদান রোহিতের ৷ লং লেগে তাঁর সহজ ক্যাচ ফেলেন মিলনে ৷
  • ইশান আউট, মাত্র 4 রান করে বোল্টের শিকার তিনি ৷ ভারতের স্কোর এক উইকেটে 11 ৷
  • কিউয়িদের বিরুদ্ধে ওপেনার বদল ভারতের ৷ রোহিত শর্মার পরিবর্তে লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস শুরু করেন ঈশান কিষাণ ৷ওপেনিং জুটিতে পরিবর্তন করেও শুরুটা ভাল হল না ভারতরে ৷ প্রথম 2 ওভারে মাত্র 6 রান তুলেছে টিম কোহলি ৷
  • চলতি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও দল প্রথমে ব্যাট করে জেতেনি ৷
  • টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড ৷
IND vs NZ
টসে হার কোহলির
  • ভারতীয় দল : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), ঈশান কিষান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা ৷
  • নিউজিল্য়ান্ড দল : মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, কেন উইলিয়ামস (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপ, জেমস নিশাম, মিচেল সান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ড ৷

পাকিস্তানের কাছে বিশ্বকাপে প্রথমবার পর্যদুস্ত হওয়ার পর ফের মাঠে ফিরল কোহলি অ্যান্ড কোং ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউয়িদের সামনে কোহলিবাহিনী ৷ টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত দু'বারের সাক্ষাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারত ৷ শুধু তাই নয়, বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া শেষবার জয়ের মুখ দেখেছিল 18 বছর আগে ৷ 2003 ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্য়ান্ডকে হারিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ৷ আর শেষবার অর্থাৎ 2019 ওয়ান ডে বিশ্বকাপে কেন উইলিয়ানসনদের কাছে হেরেছিলেন কোহলিরা ৷

Last Updated : Oct 31, 2021, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.