ETV Bharat / sports

SL vs AUS : অজিদের চ্য়ালেঞ্জিং টার্গেট দিল শ্রীলঙ্কা - শ্রীলঙ্কা

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ৷ অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তাড়া করে জিতে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা ৷

Aus vs SL
অজিদের চ্য়ালেঞ্জিং টার্গেট দিল শ্রীলঙ্কা
author img

By

Published : Oct 28, 2021, 9:22 PM IST

Updated : Oct 28, 2021, 9:52 PM IST

দুবাই, 28 অক্টোবর : শুরুটা ভাল না-হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর করল শ্রীলঙ্কা ৷ বৃহস্পিতবার প্রথম ব্যাটিং করেন 6 উইকেটে 154 রান তুলেছে দ্বীপরাষ্ট্র ৷ প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে 172 রান তাড়া করে জিতেছিল লঙ্কাবাহিনী ৷ এদিন শ্রীলঙ্কাকে দেড়শোর মধ্যে বেঁধে রাখতে বড় ভূমিকা নেন অ্যাডাম জাম্পা ৷ প্রথম ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন অজি লেগ-স্পিনার ৷

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার ৷ ওপেনিং জুটিতে মাত্র 15 রান যোগ করার পর ডাগ-আউটে ফেরেন পাথুম নিশাঙ্কা ৷ মাত্র 7 রান করেন তিনি ৷ তবে নিশাঙ্কার ওপেনিং পার্টনার কুশল পেরেরা 25 বলে 35 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে সঙ্গে দেন প্রথম ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরি করা চরিত্র আসালঙ্কা ৷ বাংলাদেশের বিরুদ্ধে 80 রানের অপরাজিত ইনিংসকে খেলে দলকে জিতিয়েছিলেন তিনি ৷ এদিন অজি বোলারদের বিরুদ্ধে 27 বলে চারটি চার ও একটি ছয়-সহ 32 রান করেন ৷

আরও পড়ুন : ফাইনালেও ভারত-পাক মহারণ চাইছেন সাকলিন

তবে পাঁচ নম্বরে নেমে 26 বলে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে 33 রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন ভানুকা রাজাপক্ষে ৷ ক্যাপ্টেন দাসুন শঙ্কা করেন 19 বলে 12 রান ৷ অজিদের মধ্যে সফলতম বোলার জাম্পা ৷ চার ওভারে মাত্র 12 রান দিয়ে 2টি উইকেট নেন অজি লেগ-স্পিনার ৷ দারুণ বোলিং করেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোস হ্যাজেলউড ৷ স্টার্ক 4 ওভারে 27 রান খরচ করে তুলে নেন দুটি উইকেট ৷ 2টি উইকেট নিয়েছেন কামিন্সও ৷

দুবাই, 28 অক্টোবর : শুরুটা ভাল না-হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর করল শ্রীলঙ্কা ৷ বৃহস্পিতবার প্রথম ব্যাটিং করেন 6 উইকেটে 154 রান তুলেছে দ্বীপরাষ্ট্র ৷ প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে 172 রান তাড়া করে জিতেছিল লঙ্কাবাহিনী ৷ এদিন শ্রীলঙ্কাকে দেড়শোর মধ্যে বেঁধে রাখতে বড় ভূমিকা নেন অ্যাডাম জাম্পা ৷ প্রথম ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন অজি লেগ-স্পিনার ৷

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার ৷ ওপেনিং জুটিতে মাত্র 15 রান যোগ করার পর ডাগ-আউটে ফেরেন পাথুম নিশাঙ্কা ৷ মাত্র 7 রান করেন তিনি ৷ তবে নিশাঙ্কার ওপেনিং পার্টনার কুশল পেরেরা 25 বলে 35 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে সঙ্গে দেন প্রথম ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরি করা চরিত্র আসালঙ্কা ৷ বাংলাদেশের বিরুদ্ধে 80 রানের অপরাজিত ইনিংসকে খেলে দলকে জিতিয়েছিলেন তিনি ৷ এদিন অজি বোলারদের বিরুদ্ধে 27 বলে চারটি চার ও একটি ছয়-সহ 32 রান করেন ৷

আরও পড়ুন : ফাইনালেও ভারত-পাক মহারণ চাইছেন সাকলিন

তবে পাঁচ নম্বরে নেমে 26 বলে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে 33 রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন ভানুকা রাজাপক্ষে ৷ ক্যাপ্টেন দাসুন শঙ্কা করেন 19 বলে 12 রান ৷ অজিদের মধ্যে সফলতম বোলার জাম্পা ৷ চার ওভারে মাত্র 12 রান দিয়ে 2টি উইকেট নেন অজি লেগ-স্পিনার ৷ দারুণ বোলিং করেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোস হ্যাজেলউড ৷ স্টার্ক 4 ওভারে 27 রান খরচ করে তুলে নেন দুটি উইকেট ৷ 2টি উইকেট নিয়েছেন কামিন্সও ৷

Last Updated : Oct 28, 2021, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.