ETV Bharat / sports

T20 World Cup : অধিনায়কের ঝোড়ো ইনিংসে বড় রান তুলল আফগানিস্তান

author img

By

Published : Oct 31, 2021, 5:13 PM IST

Updated : Oct 31, 2021, 7:05 PM IST

নামিবিয়ার বিরুদ্ধে এদিন আফগানিস্তানের জার্সিতে শেষবার মাঠে নামেন প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। প্রাক্তন অধিনায়ক তথা প্রথম টি-20 বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির থেকে একটি ম্যাচ বেশি জিতেছেন আসগর ।

AFG vs Nam
অধিনায়কের বিস্ফোরক ইনিংসে বড় রান তুলল আফগানিস্তান

আবুধাবি, 31 অক্টোবর : স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান ৷ পরের ম্যাচে পাকিস্তানকে কড়া টক্কর দিয়েও শেষরক্ষা হয়নি ৷ সুপার 12-র তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে স্কোর বোর্ডে বড় রান তুলল আফগানবাহিনী ৷ নির্ধারিত 20 ওভারে পাঁচ উইকেটে 160 রান তুলেছে আফগানিস্তান ৷

ইনিংসের শুরুতে ধামাকাদার ব্যাটিং মহম্মদ শাহজাদের ৷ আর শেষে আক্রমণাত্মক ব্যাটিং ক্যাপ্টেন মহম্মদ নবির ৷ এই দু'জনের ব্যাটে ভর করে রবিবার আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়াকে বড় রানের টার্গেট দিল আফগানিস্তান ৷ বিশ্বকাপের সুপার-12-র প্রথম ম্যাচে স্কটল্য়ান্ডকে 130 রানে হারিয়ে দারুণ শুরু করেন নবিরা ৷ পরের ম্যাচে পাকিস্তানকেও কড়া টক্কর দিয়েছিলেন আফগানরা ৷ শেষ পর্যন্ত আসিফ আলির চার ছক্কায় আফগানরা হারলেও দাগ কেটেছিল তাদের পারফরম্যান্স ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক নবি ৷ দারুণ শুরু করেন দুই ওপেনার হাজারাতুল্লা জাজাই ও মহম্মদ শাহজাদ ৷ পাওয়ার প্লে-তে 50 রান তুলেছিলেন ওপেনাররা ৷ তবে পরের ওভারেই ডাগ-আউটে ফেরেন জাজাই ৷ 27 বলে 2টি ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে 33 রান করেন তিনি ৷ এরপর গুরবাজ মাত্র 4 রানে ফিরলেও দারুণ ব্যাটিং করেন শাহজাদ ৷ 33 বলে 45 রানের ইনিংস খেলেন তিনি ৷ তিনটি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি মারেন ৷ তবে পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ক্যাপ্টেন নবি ৷ 17 বলে একটি ছয় ও পাঁচটি চার-সহ 32 রানে অপরাজিত থাকেন অধিনায়ক ৷ মুলত তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দেড়শোর গণ্ডি টপকায় আফগানিস্তান ৷

আরও পড়ুন : কিউয়ি চ্যালেঞ্জের আগে ভারতীয় শিবিরে হ্যালোইন সেলিব্রেশনের হিড়িক

নামিবিয়ার বিরুদ্ধে এদিন আফগানিস্তানের জার্সিতে শেষবার মাঠে নামেন প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। টি-20 অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে আসগরের দখলে। টি-20 বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "নামিবিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের পরে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন আসগর আফগান।" অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। প্রাক্তন অধিনায়ক তথা প্রথম বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির থেকে একটি ম্যাচ বেশি জিতেছেন আসগর।

আবুধাবি, 31 অক্টোবর : স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান ৷ পরের ম্যাচে পাকিস্তানকে কড়া টক্কর দিয়েও শেষরক্ষা হয়নি ৷ সুপার 12-র তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে স্কোর বোর্ডে বড় রান তুলল আফগানবাহিনী ৷ নির্ধারিত 20 ওভারে পাঁচ উইকেটে 160 রান তুলেছে আফগানিস্তান ৷

ইনিংসের শুরুতে ধামাকাদার ব্যাটিং মহম্মদ শাহজাদের ৷ আর শেষে আক্রমণাত্মক ব্যাটিং ক্যাপ্টেন মহম্মদ নবির ৷ এই দু'জনের ব্যাটে ভর করে রবিবার আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়াকে বড় রানের টার্গেট দিল আফগানিস্তান ৷ বিশ্বকাপের সুপার-12-র প্রথম ম্যাচে স্কটল্য়ান্ডকে 130 রানে হারিয়ে দারুণ শুরু করেন নবিরা ৷ পরের ম্যাচে পাকিস্তানকেও কড়া টক্কর দিয়েছিলেন আফগানরা ৷ শেষ পর্যন্ত আসিফ আলির চার ছক্কায় আফগানরা হারলেও দাগ কেটেছিল তাদের পারফরম্যান্স ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক নবি ৷ দারুণ শুরু করেন দুই ওপেনার হাজারাতুল্লা জাজাই ও মহম্মদ শাহজাদ ৷ পাওয়ার প্লে-তে 50 রান তুলেছিলেন ওপেনাররা ৷ তবে পরের ওভারেই ডাগ-আউটে ফেরেন জাজাই ৷ 27 বলে 2টি ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে 33 রান করেন তিনি ৷ এরপর গুরবাজ মাত্র 4 রানে ফিরলেও দারুণ ব্যাটিং করেন শাহজাদ ৷ 33 বলে 45 রানের ইনিংস খেলেন তিনি ৷ তিনটি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি মারেন ৷ তবে পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ক্যাপ্টেন নবি ৷ 17 বলে একটি ছয় ও পাঁচটি চার-সহ 32 রানে অপরাজিত থাকেন অধিনায়ক ৷ মুলত তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দেড়শোর গণ্ডি টপকায় আফগানিস্তান ৷

আরও পড়ুন : কিউয়ি চ্যালেঞ্জের আগে ভারতীয় শিবিরে হ্যালোইন সেলিব্রেশনের হিড়িক

নামিবিয়ার বিরুদ্ধে এদিন আফগানিস্তানের জার্সিতে শেষবার মাঠে নামেন প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। টি-20 অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে আসগরের দখলে। টি-20 বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "নামিবিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের পরে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন আসগর আফগান।" অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। প্রাক্তন অধিনায়ক তথা প্রথম বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির থেকে একটি ম্যাচ বেশি জিতেছেন আসগর।

Last Updated : Oct 31, 2021, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.