ETV Bharat / sports

এশিয়ানে ইতিহাস, সুনীলদের সামলাতে বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা

Yoshimi Yamashita Scripts History: 2019 সালের এএফসি কাপ, 2022 চ্যাম্পিয়ন্স লিগ এবং 2023 জে1 লিগেও প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসেবে ইতিহাসে নাম তুলেছিলেন জাপানের এই মহিলা রেফারি ৷ এশিয়ান কাপেও ইতিহাস লিখলেন ইমাশিতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 6:11 PM IST

Updated : Jan 13, 2024, 7:02 PM IST

আল রায়ান, 13 জানুয়ারি: নব্বই মিনিটের লড়াই শেষের আগেই ইতিহাস গড়ল সুনীল ছেত্রীদের এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচ ৷ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রশি যার হাতে, তাঁর নাম ওশিতি ইমাশিতা ৷ এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবার ম্যাচ পরিচালনার দায়িত্ব বর্তেছে এক মহিলার কাঁধে ৷ 2019 সালের এএফসি কাপ, 2022 চ্যাম্পিয়ন্স লিগ এবং 2023 জে1 (জাপান ফুটবল লিগ) লিগেও প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসেবে ইতিহাসে নাম তুলেছিলেন ওশিতি ৷

এশিয়া সেরার লড়াইয়ের 18তম সংস্করণে যে পাঁচজন মহিলা ম্যাচ রেফারির নাম অন্তর্ভুক্ত রয়েছে ওশিতি তাঁদের মধ্যে অন্যতম । আহমেদ বিন আলি স্টেডিয়ামে গ্রুপ বি'র লড়াইয়ে তাঁকে সঙ্গত করছেন সহকারী রেফারি মাকোতো বোজোনো এবং নাওমি তেশিরোগি ৷

Yoshimi Yamashita
সুনীলদের সামলাচ্ছেন ইমাশিতা

2022 ফুটবল বিশ্বকাপ ৷ শেষ ষোলোয় পরাক্রমে জিতলেও লিও মেসিকে মুগ্ধ করেছিল অজিদের ফুটবলশৈলী ৷ 2-1 গোলে হারলেও দাঁতচাপা লড়াইয়ে ফুটবলের রাজপুত্রের সমীহ আদায় করে নিয়েছিল হলুদ জার্সিধারীরা ৷ কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এশিয়ান কাপে অভিযান শুরু করেছে ভারত ৷ মাসকয়েক আগে ক্রিকেট বিশ্বকাপে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের ৷ ফুটবলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার আশা অতি বড় সমর্থকও না করলেও, অজিদের রুখে দিতে বদ্ধপরিকর নীল জার্সিধারীরা ৷

Yoshimi Yamashita Scripts History
বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা

ছন্দে নেই ভারত:

ভারত তাদের শেষ পাঁচ ম্যাচে খারাপ ফর্মে রয়েছে ৷ শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে সুনীলরা জিতেছে, তিনটি হেরেছে এবং একটি ড্র করেছে । অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের শেষ চার ম্যাচে জিতলেও, পঞ্চম ম্যাচে হেরেছে।

আরও পড়ুন:

  1. লড়াই ছুড়ে দেবে ভারত, এশিয়ান কাপ অভিযান শুরুর আগে হুংকার স্টিম্যাচের
  2. স্ত্রী সোনমকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন সুনীল, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
  3. ‘ত্রিশূল’ ফ্লাডলাইট, ‘ডমরু’ প্রেসবক্স; শনিতে শিলান্যাস করবেন মোদি

আল রায়ান, 13 জানুয়ারি: নব্বই মিনিটের লড়াই শেষের আগেই ইতিহাস গড়ল সুনীল ছেত্রীদের এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচ ৷ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রশি যার হাতে, তাঁর নাম ওশিতি ইমাশিতা ৷ এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবার ম্যাচ পরিচালনার দায়িত্ব বর্তেছে এক মহিলার কাঁধে ৷ 2019 সালের এএফসি কাপ, 2022 চ্যাম্পিয়ন্স লিগ এবং 2023 জে1 (জাপান ফুটবল লিগ) লিগেও প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসেবে ইতিহাসে নাম তুলেছিলেন ওশিতি ৷

এশিয়া সেরার লড়াইয়ের 18তম সংস্করণে যে পাঁচজন মহিলা ম্যাচ রেফারির নাম অন্তর্ভুক্ত রয়েছে ওশিতি তাঁদের মধ্যে অন্যতম । আহমেদ বিন আলি স্টেডিয়ামে গ্রুপ বি'র লড়াইয়ে তাঁকে সঙ্গত করছেন সহকারী রেফারি মাকোতো বোজোনো এবং নাওমি তেশিরোগি ৷

Yoshimi Yamashita
সুনীলদের সামলাচ্ছেন ইমাশিতা

2022 ফুটবল বিশ্বকাপ ৷ শেষ ষোলোয় পরাক্রমে জিতলেও লিও মেসিকে মুগ্ধ করেছিল অজিদের ফুটবলশৈলী ৷ 2-1 গোলে হারলেও দাঁতচাপা লড়াইয়ে ফুটবলের রাজপুত্রের সমীহ আদায় করে নিয়েছিল হলুদ জার্সিধারীরা ৷ কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এশিয়ান কাপে অভিযান শুরু করেছে ভারত ৷ মাসকয়েক আগে ক্রিকেট বিশ্বকাপে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের ৷ ফুটবলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার আশা অতি বড় সমর্থকও না করলেও, অজিদের রুখে দিতে বদ্ধপরিকর নীল জার্সিধারীরা ৷

Yoshimi Yamashita Scripts History
বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা

ছন্দে নেই ভারত:

ভারত তাদের শেষ পাঁচ ম্যাচে খারাপ ফর্মে রয়েছে ৷ শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে সুনীলরা জিতেছে, তিনটি হেরেছে এবং একটি ড্র করেছে । অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের শেষ চার ম্যাচে জিতলেও, পঞ্চম ম্যাচে হেরেছে।

আরও পড়ুন:

  1. লড়াই ছুড়ে দেবে ভারত, এশিয়ান কাপ অভিযান শুরুর আগে হুংকার স্টিম্যাচের
  2. স্ত্রী সোনমকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন সুনীল, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
  3. ‘ত্রিশূল’ ফ্লাডলাইট, ‘ডমরু’ প্রেসবক্স; শনিতে শিলান্যাস করবেন মোদি
Last Updated : Jan 13, 2024, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.