ETV Bharat / sports

'পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রভাবিত', রাহুল-প্রিয়াঙ্কাকে নিশানা যোগেশ্বরের - WFI

Yogeshwar Dutt on Wrestlers Decision to Return Awards: সঞ্জয় সিং ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগত সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মন্তব্য করলেন 2012 অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত ৷

File photo: Wrestler Yogeshwar Dutt (ANI)
File photo: Wrestler Yogeshwar Dutt (ANI)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 12:45 PM IST

রোহতাক, 1 জানুয়ারি: বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগতের সরকার প্রদত্ত সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন অলিম্পিক পদকজয়ী তারকা কুস্তিগীর যোগেশ্বর দত্ত ৷ তাঁদের সিদ্ধান্তকে 'রাজনৈতিকভাবে প্রভাবিত' বলে উল্লেখ করেছেন তিনি ৷ এর পিছনে সরাসরি রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন 2012 অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর ৷

দুই কুস্তিগীরকে নিশানা করে পদশ্রী যোগেশ্বর দত্ত বলেন, "এই পুরস্কারগুলি শুধুমাত্র একজন ক্রীড়াবিদের কাছে সম্মানের নয় ৷ এগুলি পুরো দেশের সম্মান ৷ এই সম্মান পাওয়ার পিছনে একজন ক্রীড়াবিদের পাশাপাশি, তাঁর পরিবারেরও অবদান থাকে ৷" কুস্তি ফেডারেশন নিয়ে তৈরি হওয়া সমস্যা এবং কুস্তিগীরদের আন্দোলনের পিছনে সরাসরি কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেন যোগেশ্বর ৷ 41 বছরে কুস্তিগীরের দাবি, "কুস্তিগীরদের এই আন্দোলনের পিছনে কংগ্রেস রয়েছে ৷ ইতিমধ্যেই এই পর্বের চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে ৷ এই লোকগুলি ইস্যুটিকে 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাবে ৷"

আর এ সবের মূলে কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা জড়িত বলে দাবি করেন যোগেশ্বর ৷ তিনি বলেন, "রাহুল গান্ধি, দীপেন্দ্র সিং হুডা এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এই যাবতীয় বিতর্কের পিছনে রয়েছেন ৷" উল্লেখ্য, যোগেশ্বর দত্তকে এ দিন দু’রকম কথা বলতে শোনা গেল ৷ প্রথমে সম্মান ফেরানোর সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে প্রভাবিত বললেও, পরমুহূর্তে আবার এটিকে প্রতিবাদী কুস্তিগীরদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি ৷ তাঁর বক্তব্য, "সম্মান ফেরানোর সিদ্ধান্ত কুস্তিগীরদের ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে ৷ কিন্তু, এই বিতর্ক কুস্তিতে দুর্দশা নিয়ে এসেছে ৷"

যোগেশ্বর দত্ত অভিযোগ করেছেন, "প্রায় একবছর ধরে চলা এই ইস্যুতে জুনিয়র ও সাব-জুনিয়র খেলোয়াড়রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ তাঁরা গুরুত্বপূর্ণ সময়গুলি দিনের পর দিন হারাচ্ছেন ৷ পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে, তাঁরা নিজেদের কথাটাও বলতে পারছেন না ৷ কারণ, তাঁদের কথা শোনার মতো লোক নেই ৷ কুস্তির এই যুগ দেখাটা খুবই দুঃখের ৷"

আরও পড়ুন:

  1. বজরংয়ের পথেই ভিনেশ! কর্তব্য পথে গিয়ে খেলরত্ন ও অর্জুন ফেরালেন কুস্তিগীর
  2. কেন্দ্রের নির্দেশমতো 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন
  3. অমিত শাহর সঙ্গে বৈঠকে কুস্তি নিয়ে কথা হবে না, দাবি ব্রিজভূষণের

রোহতাক, 1 জানুয়ারি: বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগতের সরকার প্রদত্ত সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন অলিম্পিক পদকজয়ী তারকা কুস্তিগীর যোগেশ্বর দত্ত ৷ তাঁদের সিদ্ধান্তকে 'রাজনৈতিকভাবে প্রভাবিত' বলে উল্লেখ করেছেন তিনি ৷ এর পিছনে সরাসরি রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন 2012 অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর ৷

দুই কুস্তিগীরকে নিশানা করে পদশ্রী যোগেশ্বর দত্ত বলেন, "এই পুরস্কারগুলি শুধুমাত্র একজন ক্রীড়াবিদের কাছে সম্মানের নয় ৷ এগুলি পুরো দেশের সম্মান ৷ এই সম্মান পাওয়ার পিছনে একজন ক্রীড়াবিদের পাশাপাশি, তাঁর পরিবারেরও অবদান থাকে ৷" কুস্তি ফেডারেশন নিয়ে তৈরি হওয়া সমস্যা এবং কুস্তিগীরদের আন্দোলনের পিছনে সরাসরি কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেন যোগেশ্বর ৷ 41 বছরে কুস্তিগীরের দাবি, "কুস্তিগীরদের এই আন্দোলনের পিছনে কংগ্রেস রয়েছে ৷ ইতিমধ্যেই এই পর্বের চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে ৷ এই লোকগুলি ইস্যুটিকে 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাবে ৷"

আর এ সবের মূলে কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা জড়িত বলে দাবি করেন যোগেশ্বর ৷ তিনি বলেন, "রাহুল গান্ধি, দীপেন্দ্র সিং হুডা এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এই যাবতীয় বিতর্কের পিছনে রয়েছেন ৷" উল্লেখ্য, যোগেশ্বর দত্তকে এ দিন দু’রকম কথা বলতে শোনা গেল ৷ প্রথমে সম্মান ফেরানোর সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে প্রভাবিত বললেও, পরমুহূর্তে আবার এটিকে প্রতিবাদী কুস্তিগীরদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি ৷ তাঁর বক্তব্য, "সম্মান ফেরানোর সিদ্ধান্ত কুস্তিগীরদের ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে ৷ কিন্তু, এই বিতর্ক কুস্তিতে দুর্দশা নিয়ে এসেছে ৷"

যোগেশ্বর দত্ত অভিযোগ করেছেন, "প্রায় একবছর ধরে চলা এই ইস্যুতে জুনিয়র ও সাব-জুনিয়র খেলোয়াড়রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ তাঁরা গুরুত্বপূর্ণ সময়গুলি দিনের পর দিন হারাচ্ছেন ৷ পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে, তাঁরা নিজেদের কথাটাও বলতে পারছেন না ৷ কারণ, তাঁদের কথা শোনার মতো লোক নেই ৷ কুস্তির এই যুগ দেখাটা খুবই দুঃখের ৷"

আরও পড়ুন:

  1. বজরংয়ের পথেই ভিনেশ! কর্তব্য পথে গিয়ে খেলরত্ন ও অর্জুন ফেরালেন কুস্তিগীর
  2. কেন্দ্রের নির্দেশমতো 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন
  3. অমিত শাহর সঙ্গে বৈঠকে কুস্তি নিয়ে কথা হবে না, দাবি ব্রিজভূষণের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.