ETV Bharat / sports

World Athletic U20 Championship : 1 সেমির জন্য হাতছাড়া সোনা, লং জাম্পে রুপো শৈলীর - silver

বিশ্ব অ্যাথলিট আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন ভারতের শৈলী সিং ৷ মাত্র 1 সেমির জন্য সোনা হাতছাড়া হল তাঁর ৷

World Athletic U20 Championship
লং জাম্পে রুপো জিতলেন শৈলি সিং
author img

By

Published : Aug 22, 2021, 9:23 PM IST

Updated : Aug 22, 2021, 9:54 PM IST

নাইরোবি, 22 অগস্ট : বিশ্ব অ্যাথলিট আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে আজ রুপো জিতলেন ভারতের তরুণ মহিলা লং জাম্পার শৈলী সিং ৷ তিনি লাফান 6.59 মিটার ৷ আর সোনাজয়ী সুইডেনের মাজা আসকাগ 6.60 মিটার লাফ দেন ৷ অর্থাৎ মাত্র 1 সেমির জন্য সোনা হাতছাড়া হল শৈলীর ৷ 6.50 মিটার লাফিয়ে ব্রোঞ্জ জেতেন ইউক্রেনের মারিয়া হরিইলোভা ৷

শৈলীর রুপো জয়ের পাশাপাশি ভারতের দখলে এল তৃতীয় পদকটি ৷ এর আগে বৃহস্পতিবার এবং শনিবার আরও দুই তরুণ অলিম্পিয়ান রুপো এবং ব্রোঞ্জ জেতেন ৷ শৈলী প্রথম দুটি রাউন্ডে বেশকিছুটা পিছিয়ে ছিল ৷ প্রথম দুটি রাউন্ডে তিনি লাফিয়েছিলেন 6.34 মিটার ৷ তবে প্রথম দুটি রাউন্ডে পিছিয়ে থাকলেও তৃতীয় রাউন্ডে দারুণ ছন্দে ফেরেন ৷ তৃতীয় রাউন্ডে 6.59 মিটার লাফান ৷ তবে মাত্র 1 সেমির জন্য সোনা হাতছাড়ার আক্ষেপ থেকেই গেল তাঁর ৷ অন্যদিকে সুইডিশ তারকা মাজা আসকাগ প্রথম দিকে তেমন ছন্দে না থাকলেও চতুর্থ রাউন্ডে তাঁর সেরাটা উজাড় করে দেন এবং সোনা জেতেম মাত্র 1 সেমির ব্যবধানে ৷

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার ‘দ্রোণাচার্য’ সৈয়দ শাহিদ হাকিম

তবে সোনা হাতছাড়া হলেও দেশের হয়ে রুপো জয় করে আনলেন শৈলী ৷ যা কম কৃতিত্বের দাবি রাখে না বলেই মনে করছেন দেশের ক্রীড়াবিদদের একাংশ ৷ শৈলী এই জয়কে তাঁর প্রশিক্ষক রবার্ট ববি জর্জের জন্য বলেই উল্লেখ করেছেন ৷

নাইরোবি, 22 অগস্ট : বিশ্ব অ্যাথলিট আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে আজ রুপো জিতলেন ভারতের তরুণ মহিলা লং জাম্পার শৈলী সিং ৷ তিনি লাফান 6.59 মিটার ৷ আর সোনাজয়ী সুইডেনের মাজা আসকাগ 6.60 মিটার লাফ দেন ৷ অর্থাৎ মাত্র 1 সেমির জন্য সোনা হাতছাড়া হল শৈলীর ৷ 6.50 মিটার লাফিয়ে ব্রোঞ্জ জেতেন ইউক্রেনের মারিয়া হরিইলোভা ৷

শৈলীর রুপো জয়ের পাশাপাশি ভারতের দখলে এল তৃতীয় পদকটি ৷ এর আগে বৃহস্পতিবার এবং শনিবার আরও দুই তরুণ অলিম্পিয়ান রুপো এবং ব্রোঞ্জ জেতেন ৷ শৈলী প্রথম দুটি রাউন্ডে বেশকিছুটা পিছিয়ে ছিল ৷ প্রথম দুটি রাউন্ডে তিনি লাফিয়েছিলেন 6.34 মিটার ৷ তবে প্রথম দুটি রাউন্ডে পিছিয়ে থাকলেও তৃতীয় রাউন্ডে দারুণ ছন্দে ফেরেন ৷ তৃতীয় রাউন্ডে 6.59 মিটার লাফান ৷ তবে মাত্র 1 সেমির জন্য সোনা হাতছাড়ার আক্ষেপ থেকেই গেল তাঁর ৷ অন্যদিকে সুইডিশ তারকা মাজা আসকাগ প্রথম দিকে তেমন ছন্দে না থাকলেও চতুর্থ রাউন্ডে তাঁর সেরাটা উজাড় করে দেন এবং সোনা জেতেম মাত্র 1 সেমির ব্যবধানে ৷

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার ‘দ্রোণাচার্য’ সৈয়দ শাহিদ হাকিম

তবে সোনা হাতছাড়া হলেও দেশের হয়ে রুপো জয় করে আনলেন শৈলী ৷ যা কম কৃতিত্বের দাবি রাখে না বলেই মনে করছেন দেশের ক্রীড়াবিদদের একাংশ ৷ শৈলী এই জয়কে তাঁর প্রশিক্ষক রবার্ট ববি জর্জের জন্য বলেই উল্লেখ করেছেন ৷

Last Updated : Aug 22, 2021, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.