লন্ডন, 10 জুলাই: রবিবাসরীয় উইম্বলডন ফাইনালে (Wimbledon Final Preview 2022) মুখোমুখি নোভাক জকোভিচ এবং নিক কিরিয়স (Novak Djokovic vs Nick Kyrgios) ৷ এই মেগা ক্ল্যাশ নোভাকের কেরিয়ারের 32তম গ্র্যান্ড স্লাম ফাইনাল ৷ যা জিতলে স্লাম জয়ের নিরিখে রাফায়েল নাদালের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলবেন সার্বিয়ান তারকা ৷ তবে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে 'জোকার'-এর জন্য এই ফাইনাল যে সহজ হবে না, তা ভালো করেই জানেন সার্বিয়ান তারকা ৷ কারণ, তাঁর প্রতিপক্ষ 27 বছরের অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়স ৷ যার প্রধান শক্তি বিদ্যুৎ গতির সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড আর কিছুটা কোর্টের মধ্যে দস্যিপনা ।
নিক কিরিয়স এর আগে বড় মঞ্চে অঘটন ঘটিয়েছেন একাধিকবার ৷ বহু শীর্ষ তারকা তাঁর কাছে হার মেনেছেন ৷ তাই প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামতে চলা অজি তারকা সংকল্প এদিনও অনেক হিসেব বদলে দিতে পারে ৷ অভিজ্ঞতার দিক থেকে কিরিয়সের তুলনায় কয়েকশো গুণ এগিয়ে রয়েছেন নোভাক জকোভিচ ৷ তবে, তরুণ প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিচ্ছেন না তিনি ৷ ফাইনালের আগে নিক কিরিয়স সম্পর্কে নোভাক জানিয়েছেন, "নিক কোর্টে নামলে সবসময় বিদ্যুতের গতিতে খেলেন ৷ ওর খেলায় এবং সার্ভে অসম্ভব শক্তি রয়েছে ৷ আমি নিশ্চিত ও নিজের শক্তিকে ব্যবহার করবে ৷ কোনও সন্দেহ নেই ও শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে ৷ আর আমি সেটাই আশা করে আছি ৷"
জকোভিচ এটাও মনে করিয়ে দেন যে, নিক কিরিয়স একজন বড় ম্যাচের খেলোয়াড় ৷ অতীতে অনেক বড় মাপের খেলোয়াড়কে ধরাশায়ী করেছেন এই অস্ট্রেলিয়ান ৷ নোভাক জানান, "ওর সেরা খেলাটা বেরিয়ে আসে সেরাদের বিরুদ্ধেই ৷ আর সেই কারণেই আমরা সবাই ওকে সম্মান করি ৷ কারণ, আমরা জানি ও কী করতে পারে ৷ আর তাই এটা রোমাঞ্চকর একটা ম্যাচ হতে চলেছে ৷"
আরও পড়ুন: Wimbledon 2022: অষ্টমবার উইম্বলডন ফাইনালে পৌঁছে ফেডেরারকে টপকালেন জকোভিচ
আর যে প্রতিপক্ষের এত প্রশংসা নোভাকের মুখে শোনা গেল, সেই নিক কিরিয়স কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নামবেন ৷ তাও আবার উইম্বলডনের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ৷ নিক বলেন, "আমি কখনোই ভাবিনি গ্র্যান্ড স্লামের এই পর্যায়ে পৌঁছব ৷ আমি ভেবেছিলাম জাহাজ পাল্টি খেয়েছে ৷ আমি এই জায়গায় আসতে পেরে খুবই গর্বিত বোধ করছি ৷" প্রসঙ্গত, 22টি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল পেটের পেশী ছিঁড়ে যাওয়ায় উইম্বলডন সেমি-ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন ৷ ফলে ওয়াক-ওভার পেয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নিক কিরিয়স ৷ তাই প্রথম মেজরের স্বাদ পেতে সার্বিয়ান চিতার সামনে কিরিয়সকেও যে কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা ৷