ETV Bharat / sports

Wimbledon Final Preview 2022: জকোভিচের অভিজ্ঞতা নাকি কিরিয়সের জেদ, পুরুষ সিঙ্গলসে আজ সেরার লড়াই উইম্বলডনে

উইম্বলডন 2022 এর ফাইনালে (Wimbledon Final Preview 2022) আজ মুখোমুখি নোভাক জকোভিচ এবং নিক কিরিয়স (Novak Djokovic vs Nick Kyrgios) ৷ রবিবার কেরিয়ারের 32তম গ্র্যান্ড স্লাম খেলতে নামছেন নোভাক ৷ সেই সঙ্গে 21তম গ্র্যান্ড স্লাম জেতার লক্ষ্য নিয়ে উইম্বলডনের সেন্টার কোর্টে কিরিয়স চ্যালেঞ্জ সামলাবেন সার্বিয়ান তারকা ৷

wimbledon-final-preview-2022-novak-djokovic-vs-nick-kyrgios
wimbledon-final-preview-2022-novak-djokovic-vs-nick-kyrgios
author img

By

Published : Jul 10, 2022, 1:56 PM IST

লন্ডন, 10 জুলাই: রবিবাসরীয় উইম্বলডন ফাইনালে (Wimbledon Final Preview 2022) মুখোমুখি নোভাক জকোভিচ এবং নিক কিরিয়স (Novak Djokovic vs Nick Kyrgios) ৷ এই মেগা ক্ল্যাশ নোভাকের কেরিয়ারের 32তম গ্র্যান্ড স্লাম ফাইনাল ৷ যা জিতলে স্লাম জয়ের নিরিখে রাফায়েল নাদালের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলবেন সার্বিয়ান তারকা ৷ তবে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে 'জোকার'-এর জন্য এই ফাইনাল যে সহজ হবে না, তা ভালো করেই জানেন সার্বিয়ান তারকা ৷ কারণ, তাঁর প্রতিপক্ষ 27 বছরের অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়স ৷ যার প্রধান শক্তি বিদ্যুৎ গতির সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড আর কিছুটা কোর্টের মধ্যে দস্যিপনা ।

নিক কিরিয়স এর আগে বড় মঞ্চে অঘটন ঘটিয়েছেন একাধিকবার ৷ বহু শীর্ষ তারকা তাঁর কাছে হার মেনেছেন ৷ তাই প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামতে চলা অজি তারকা সংকল্প এদিনও অনেক হিসেব বদলে দিতে পারে ৷ অভিজ্ঞতার দিক থেকে কিরিয়সের তুলনায় কয়েকশো গুণ এগিয়ে রয়েছেন নোভাক জকোভিচ ৷ তবে, তরুণ প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিচ্ছেন না তিনি ৷ ফাইনালের আগে নিক কিরিয়স সম্পর্কে নোভাক জানিয়েছেন, "নিক কোর্টে নামলে সবসময় বিদ্যুতের গতিতে খেলেন ৷ ওর খেলায় এবং সার্ভে অসম্ভব শক্তি রয়েছে ৷ আমি নিশ্চিত ও নিজের শক্তিকে ব্যবহার করবে ৷ কোনও সন্দেহ নেই ও শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে ৷ আর আমি সেটাই আশা করে আছি ৷"

জকোভিচ এটাও মনে করিয়ে দেন যে, নিক কিরিয়স একজন বড় ম্যাচের খেলোয়াড় ৷ অতীতে অনেক বড় মাপের খেলোয়াড়কে ধরাশায়ী করেছেন এই অস্ট্রেলিয়ান ৷ নোভাক জানান, "ওর সেরা খেলাটা বেরিয়ে আসে সেরাদের বিরুদ্ধেই ৷ আর সেই কারণেই আমরা সবাই ওকে সম্মান করি ৷ কারণ, আমরা জানি ও কী করতে পারে ৷ আর তাই এটা রোমাঞ্চকর একটা ম্যাচ হতে চলেছে ৷"

আরও পড়ুন: Wimbledon 2022: অষ্টমবার উইম্বলডন ফাইনালে পৌঁছে ফেডেরারকে টপকালেন জকোভিচ

আর যে প্রতিপক্ষের এত প্রশংসা নোভাকের মুখে শোনা গেল, সেই নিক কিরিয়স কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নামবেন ৷ তাও আবার উইম্বলডনের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ৷ নিক বলেন, "আমি কখনোই ভাবিনি গ্র্যান্ড স্লামের এই পর্যায়ে পৌঁছব ৷ আমি ভেবেছিলাম জাহাজ পাল্টি খেয়েছে ৷ আমি এই জায়গায় আসতে পেরে খুবই গর্বিত বোধ করছি ৷" প্রসঙ্গত, 22টি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল পেটের পেশী ছিঁড়ে যাওয়ায় উইম্বলডন সেমি-ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন ৷ ফলে ওয়াক-ওভার পেয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নিক কিরিয়স ৷ তাই প্রথম মেজরের স্বাদ পেতে সার্বিয়ান চিতার সামনে কিরিয়সকেও যে কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা ৷

লন্ডন, 10 জুলাই: রবিবাসরীয় উইম্বলডন ফাইনালে (Wimbledon Final Preview 2022) মুখোমুখি নোভাক জকোভিচ এবং নিক কিরিয়স (Novak Djokovic vs Nick Kyrgios) ৷ এই মেগা ক্ল্যাশ নোভাকের কেরিয়ারের 32তম গ্র্যান্ড স্লাম ফাইনাল ৷ যা জিতলে স্লাম জয়ের নিরিখে রাফায়েল নাদালের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলবেন সার্বিয়ান তারকা ৷ তবে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে 'জোকার'-এর জন্য এই ফাইনাল যে সহজ হবে না, তা ভালো করেই জানেন সার্বিয়ান তারকা ৷ কারণ, তাঁর প্রতিপক্ষ 27 বছরের অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়স ৷ যার প্রধান শক্তি বিদ্যুৎ গতির সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড আর কিছুটা কোর্টের মধ্যে দস্যিপনা ।

নিক কিরিয়স এর আগে বড় মঞ্চে অঘটন ঘটিয়েছেন একাধিকবার ৷ বহু শীর্ষ তারকা তাঁর কাছে হার মেনেছেন ৷ তাই প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামতে চলা অজি তারকা সংকল্প এদিনও অনেক হিসেব বদলে দিতে পারে ৷ অভিজ্ঞতার দিক থেকে কিরিয়সের তুলনায় কয়েকশো গুণ এগিয়ে রয়েছেন নোভাক জকোভিচ ৷ তবে, তরুণ প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিচ্ছেন না তিনি ৷ ফাইনালের আগে নিক কিরিয়স সম্পর্কে নোভাক জানিয়েছেন, "নিক কোর্টে নামলে সবসময় বিদ্যুতের গতিতে খেলেন ৷ ওর খেলায় এবং সার্ভে অসম্ভব শক্তি রয়েছে ৷ আমি নিশ্চিত ও নিজের শক্তিকে ব্যবহার করবে ৷ কোনও সন্দেহ নেই ও শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে ৷ আর আমি সেটাই আশা করে আছি ৷"

জকোভিচ এটাও মনে করিয়ে দেন যে, নিক কিরিয়স একজন বড় ম্যাচের খেলোয়াড় ৷ অতীতে অনেক বড় মাপের খেলোয়াড়কে ধরাশায়ী করেছেন এই অস্ট্রেলিয়ান ৷ নোভাক জানান, "ওর সেরা খেলাটা বেরিয়ে আসে সেরাদের বিরুদ্ধেই ৷ আর সেই কারণেই আমরা সবাই ওকে সম্মান করি ৷ কারণ, আমরা জানি ও কী করতে পারে ৷ আর তাই এটা রোমাঞ্চকর একটা ম্যাচ হতে চলেছে ৷"

আরও পড়ুন: Wimbledon 2022: অষ্টমবার উইম্বলডন ফাইনালে পৌঁছে ফেডেরারকে টপকালেন জকোভিচ

আর যে প্রতিপক্ষের এত প্রশংসা নোভাকের মুখে শোনা গেল, সেই নিক কিরিয়স কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নামবেন ৷ তাও আবার উইম্বলডনের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ৷ নিক বলেন, "আমি কখনোই ভাবিনি গ্র্যান্ড স্লামের এই পর্যায়ে পৌঁছব ৷ আমি ভেবেছিলাম জাহাজ পাল্টি খেয়েছে ৷ আমি এই জায়গায় আসতে পেরে খুবই গর্বিত বোধ করছি ৷" প্রসঙ্গত, 22টি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল পেটের পেশী ছিঁড়ে যাওয়ায় উইম্বলডন সেমি-ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন ৷ ফলে ওয়াক-ওভার পেয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নিক কিরিয়স ৷ তাই প্রথম মেজরের স্বাদ পেতে সার্বিয়ান চিতার সামনে কিরিয়সকেও যে কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.