ETV Bharat / sports

প্রণব মুখোপাধ্য়ায়ের প্রয়াণে শোকপ্রকাশ সচিন-বিরাটদের

author img

By

Published : Aug 31, 2020, 9:35 PM IST

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও শোকবার্তা জানিয়েছেন ৷

প্রণব মুখোপাধ্য়ায়
প্রণব মুখোপাধ্য়ায়

দিল্লি, 31 অগাস্ট : 84 বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ বিকেল 5 টা 46 মিনিটে টুইটারে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ ৷ টুইট করে শোক প্রকাশ করেছেন ক্রিকেটাররাও ৷

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ টুইটে সচিন লেখেন, ‘‘ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে শোকাহত ৷ কয়েক দশক ধরে দেশের সেবা করে গেছেন তিনি ৷ ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷’’

  • Deeply saddened to hear about the demise of former President Shri Pranab Mukherjee. He served India passionately for several decades.

    My condolences to his family & loved ones. May his soul rest in peace. pic.twitter.com/c7tXTSFwYw

    — Sachin Tendulkar (@sachin_rt) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের অধিনায়ক বিরাট কোহলি টুইটে লেখেন,‘‘ দেশ একজন মহান নেতাকে হারাল ৷ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে আমি শোকাহত ৷ ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল ৷’’

  • The nation has lost a brilliant leader. Saddened to hear about the passing of Shri Pranab Mukherjee. My sincere condolences to his family. 🙏🏼

    — Virat Kohli (@imVkohli) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও শোকবার্তা জানিয়েছেন ৷ তিনি টুইট করেন, ‘‘ প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সমবেদনা জানাই ৷’’

দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার ও BJP সাংসদ গৌতম গম্ভীরও প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা দেন ৷ তিনি লেখেন, ‘‘ প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত । তিনি আমার প্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন । ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন ৷ তাঁর অবদান সবাই চিরকাল স্মরণ করবে ৷’’

  • Deeply saddened to hear about the demise of former President Shri Pranab Mukherjee. He belonged to the league of leaders respected & loved across the spectrum. May god give strength to his family & loves ones. The nation will remember his immense contributions forever! pic.twitter.com/aqsilNOOgb

    — Gautam Gambhir (@GautamGambhir) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, সহ অধিনায়ক রোহিত শর্মা, কুনাল পান্ডিয়া, মহম্মদ কাইফ প্রমুখরা শোকবার্তা দেন ৷ এছাড়া ইন্ডিয়ান সুপার লিগের দল কিংস ইলেভেন পঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও টুইটে শোক প্রকাশ করেন ৷ ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীও শোক প্রকাশ করেন ৷ এছাড়া ফুটবলার প্রীতম কোটালও শোক প্রকাশ করে টুইট করেন ৷

দিল্লি, 31 অগাস্ট : 84 বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ বিকেল 5 টা 46 মিনিটে টুইটারে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ ৷ টুইট করে শোক প্রকাশ করেছেন ক্রিকেটাররাও ৷

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ টুইটে সচিন লেখেন, ‘‘ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে শোকাহত ৷ কয়েক দশক ধরে দেশের সেবা করে গেছেন তিনি ৷ ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷’’

  • Deeply saddened to hear about the demise of former President Shri Pranab Mukherjee. He served India passionately for several decades.

    My condolences to his family & loved ones. May his soul rest in peace. pic.twitter.com/c7tXTSFwYw

    — Sachin Tendulkar (@sachin_rt) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের অধিনায়ক বিরাট কোহলি টুইটে লেখেন,‘‘ দেশ একজন মহান নেতাকে হারাল ৷ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে আমি শোকাহত ৷ ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল ৷’’

  • The nation has lost a brilliant leader. Saddened to hear about the passing of Shri Pranab Mukherjee. My sincere condolences to his family. 🙏🏼

    — Virat Kohli (@imVkohli) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও শোকবার্তা জানিয়েছেন ৷ তিনি টুইট করেন, ‘‘ প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সমবেদনা জানাই ৷’’

দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার ও BJP সাংসদ গৌতম গম্ভীরও প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা দেন ৷ তিনি লেখেন, ‘‘ প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত । তিনি আমার প্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন । ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন ৷ তাঁর অবদান সবাই চিরকাল স্মরণ করবে ৷’’

  • Deeply saddened to hear about the demise of former President Shri Pranab Mukherjee. He belonged to the league of leaders respected & loved across the spectrum. May god give strength to his family & loves ones. The nation will remember his immense contributions forever! pic.twitter.com/aqsilNOOgb

    — Gautam Gambhir (@GautamGambhir) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, সহ অধিনায়ক রোহিত শর্মা, কুনাল পান্ডিয়া, মহম্মদ কাইফ প্রমুখরা শোকবার্তা দেন ৷ এছাড়া ইন্ডিয়ান সুপার লিগের দল কিংস ইলেভেন পঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও টুইটে শোক প্রকাশ করেন ৷ ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীও শোক প্রকাশ করেন ৷ এছাড়া ফুটবলার প্রীতম কোটালও শোক প্রকাশ করে টুইট করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.