ETV Bharat / sports

বজরংয়ের পথেই ভিনেশ! কর্তব্য পথে গিয়ে খেলরত্ন ও অর্জুন ফেরালেন কুস্তিগীর - Vinesh returns Khel Ratna

Vinesh Phogat returns her Khel Ratna and Arjuna Awards: শনিবার তাঁর খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিলেন দেশকে কমনওয়েলথ এবং এশিয়ান গেমস থেকে পদক এনে দেওয়া কুস্তিগীর ভিনেশ ফোগাট ৷ আগেই পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করেন তিনি ৷

Vinesh Phogat returns her Khel Ratna and Arjuna Awards at New Delhis Kartavya Path
খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরালেন ভিনেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:29 PM IST

Updated : Dec 30, 2023, 8:17 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: গত 26 ডিসেম্বর বজরং পুনিয়ার মতোই তাঁর সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন ভিনেশ ফোগাট ৷ দেশকে কমনওয়েলথ এবং এশিয়ান গেমস থেকে পদক এনে দেওয়া এই কুস্তিগীর শনিবার কথামতো ফিরিয়ে দিলেন তাঁর খেলরত্ন ও অর্জুন পুরস্কার ৷ নয়াদিল্লির কর্তব্য় পথে গিয়ে পুরস্কার ফিরিয়ে দেন তিনি ৷ সাক্ষী মালিক-বজরংদের সঙ্গে ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি পদে নির্বাচনের প্রতিবাদে শামিল হন ভিনেশও ৷

এর আগে সভাপতি পদে সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পর কুস্তি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সাক্ষী মালিকও ৷ সাংবাদিক বৈঠকে তাঁর চোখের জল ভিজিয়ে দিয়েছিল অনুরাগীদের হৃদয়ও ৷ একইভাবে কুস্তির জন্য পাওয়া অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন ভিনেশ ৷

ভিনেশরা প্রতিবাদ শুরু করেন গত জানুয়ারি মাসে ৷ প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন মহিলা কুস্তিগীররা ৷ সেই ঘটনার পরেই প্রতিবাদে শামিল হন ভারতের প্রথিতযশা এই কুস্তিগীররা ৷ এর আগেও তাঁরা জানিয়েছিলেন ন্যায় বিচার না পেলে পদক জলে ভাসিয়ে দেবেন তাঁরা ৷ সেসময় সরকারি আস্থা পেয়ে তাঁরা ফিরে যান ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷

ব্রিজভূষণকে কুস্তি সংস্থার প্রধানের পদ থেকে সরানো হয়েছে ঠিকই কিন্তু তাঁর জায়গায় সেই আসনে বসেছেন তাঁরই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় ৷ এই নির্বাচন তাঁদের হার বলেই মনে করেছেন আন্দোলনরত কুস্তিগীররা ৷ আর সেই কারণেই পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বজরং পুনিয়ার মতো কুস্তিগীর ৷ তিনি তাঁর চিঠির শেষে প্রধানমন্ত্রীকে লেখেন, "আপনার বজরং একজন অপমানিত কুস্তিগীর ৷" তাঁর এই বয়ানই বলে দেয় কেন তাঁরা পদক ফিরিয়ে দিচ্ছেন ৷

ঠিক একইভাবে পদক ফিরিয়ে দিয়ে তাঁর বক্তব্য জানিয়েছিলেন ভিনেশও ৷ তিনি লিখেছিলেন, "প্রধানমন্ত্রীজী আমি আপনার ঘরের মেয়ে ভিনেশ ফোগাট ৷ গত একবছর আমি যে পরিস্থিতির মধ্য় দিয়ে চলেছি তা জানাতেই আপনাকে চিঠি লিখছি ৷" তিনি উল্লেখ করেছিলেন, সাক্ষী মালিক যখন অলিম্পিকসে পদক জয় করে ফেরেন তখন 2016 সালে কেন্দ্রীয় সরকার তাঁকে 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছিল ৷ যখন সেই সাক্ষী কুস্তি ছাড়লেন তাঁর বারবার সেই দিনটার কথাই মনে পড়ছে ৷ তাঁদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা উল্লেখ করে নিজের পদক ফেরানোর কথা জানান তিনি ৷ কিন্তু তারপরেও কোনও ফল হয়নি ৷ আর তাই শনিবার কর্তব্যপথে গিয়ে পুরস্কার ফিরিয়ে দিলেন এই মল্লযোদ্ধা ৷

আরও পড়ুন:

  1. সাক্ষী-বজরংয়ের পর ভিনেশ! খেলরত্ন-অর্জুন ফেরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুস্তিগীরের
  2. 'আপনার বজরং, একজন অসম্মানিত কুস্তিগীর', পদ্মশ্রী ফিরিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অলিম্পিকজয়ীর
  3. 'কুস্তির জন্য জীবন দিয়েছি, কোনও ভুল করিনি', অবস্থানে অনড় ভিনেশ-বজরংয়ের

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: গত 26 ডিসেম্বর বজরং পুনিয়ার মতোই তাঁর সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন ভিনেশ ফোগাট ৷ দেশকে কমনওয়েলথ এবং এশিয়ান গেমস থেকে পদক এনে দেওয়া এই কুস্তিগীর শনিবার কথামতো ফিরিয়ে দিলেন তাঁর খেলরত্ন ও অর্জুন পুরস্কার ৷ নয়াদিল্লির কর্তব্য় পথে গিয়ে পুরস্কার ফিরিয়ে দেন তিনি ৷ সাক্ষী মালিক-বজরংদের সঙ্গে ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি পদে নির্বাচনের প্রতিবাদে শামিল হন ভিনেশও ৷

এর আগে সভাপতি পদে সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পর কুস্তি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সাক্ষী মালিকও ৷ সাংবাদিক বৈঠকে তাঁর চোখের জল ভিজিয়ে দিয়েছিল অনুরাগীদের হৃদয়ও ৷ একইভাবে কুস্তির জন্য পাওয়া অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন ভিনেশ ৷

ভিনেশরা প্রতিবাদ শুরু করেন গত জানুয়ারি মাসে ৷ প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন মহিলা কুস্তিগীররা ৷ সেই ঘটনার পরেই প্রতিবাদে শামিল হন ভারতের প্রথিতযশা এই কুস্তিগীররা ৷ এর আগেও তাঁরা জানিয়েছিলেন ন্যায় বিচার না পেলে পদক জলে ভাসিয়ে দেবেন তাঁরা ৷ সেসময় সরকারি আস্থা পেয়ে তাঁরা ফিরে যান ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷

ব্রিজভূষণকে কুস্তি সংস্থার প্রধানের পদ থেকে সরানো হয়েছে ঠিকই কিন্তু তাঁর জায়গায় সেই আসনে বসেছেন তাঁরই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় ৷ এই নির্বাচন তাঁদের হার বলেই মনে করেছেন আন্দোলনরত কুস্তিগীররা ৷ আর সেই কারণেই পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বজরং পুনিয়ার মতো কুস্তিগীর ৷ তিনি তাঁর চিঠির শেষে প্রধানমন্ত্রীকে লেখেন, "আপনার বজরং একজন অপমানিত কুস্তিগীর ৷" তাঁর এই বয়ানই বলে দেয় কেন তাঁরা পদক ফিরিয়ে দিচ্ছেন ৷

ঠিক একইভাবে পদক ফিরিয়ে দিয়ে তাঁর বক্তব্য জানিয়েছিলেন ভিনেশও ৷ তিনি লিখেছিলেন, "প্রধানমন্ত্রীজী আমি আপনার ঘরের মেয়ে ভিনেশ ফোগাট ৷ গত একবছর আমি যে পরিস্থিতির মধ্য় দিয়ে চলেছি তা জানাতেই আপনাকে চিঠি লিখছি ৷" তিনি উল্লেখ করেছিলেন, সাক্ষী মালিক যখন অলিম্পিকসে পদক জয় করে ফেরেন তখন 2016 সালে কেন্দ্রীয় সরকার তাঁকে 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছিল ৷ যখন সেই সাক্ষী কুস্তি ছাড়লেন তাঁর বারবার সেই দিনটার কথাই মনে পড়ছে ৷ তাঁদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা উল্লেখ করে নিজের পদক ফেরানোর কথা জানান তিনি ৷ কিন্তু তারপরেও কোনও ফল হয়নি ৷ আর তাই শনিবার কর্তব্যপথে গিয়ে পুরস্কার ফিরিয়ে দিলেন এই মল্লযোদ্ধা ৷

আরও পড়ুন:

  1. সাক্ষী-বজরংয়ের পর ভিনেশ! খেলরত্ন-অর্জুন ফেরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুস্তিগীরের
  2. 'আপনার বজরং, একজন অসম্মানিত কুস্তিগীর', পদ্মশ্রী ফিরিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অলিম্পিকজয়ীর
  3. 'কুস্তির জন্য জীবন দিয়েছি, কোনও ভুল করিনি', অবস্থানে অনড় ভিনেশ-বজরংয়ের
Last Updated : Dec 30, 2023, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.