জামাইকা, 25 অগাস্ট: দিন চারেক আগে নিজের 34তম জন্মদিন উপলক্ষ্যে জামাইকায় জাঁকজমক করে পার্টি দিয়েছিলেন ৷ প্যানডেমিকের মধ্যেও বন্ধুবান্ধবদের সঙ্গে চলেছিল দেদার মজা, হইহুল্লোড় ৷ তারপরই কোরোনায় আক্রান্ত হলেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট ৷ জামাইকার সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে ৷ তার আগে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন বোল্ট ৷ সেই পার্টিতে ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার রাহিম স্টার্লিংও ৷
ভিডিয়োতে বোল্ট বলেছেন, "সকাল থেকেই সংবাদমাধ্যমে শুনছি আমি কোরোনা পজ়িটিভ ৷ গত শনিবার আমি কোরোনা পরীক্ষা করিয়েছিলাম ৷ আমার দেহে কোনও উপসর্গ ছিল না ৷ সুরক্ষার জন্য নিজেকে কোয়ারানটিন করে রেখেছি ৷" বোল্টের কোরোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে জামাইকার স্বাস্থ্যমন্ত্রকও ৷ চলতি বছরের মে মাসে বাবা হয়েছেন অলিম্পিকে আটবারের সোনাজয়ী এই স্প্রিন্টার ৷ তাই বোল্টের পাশাপাশি তাঁর মেয়েকে নিয়েও চিন্তিত অনুরাগীরা ৷ বিদ্যুৎমানবের সুস্থতা কামনার পাশাপাশি অনেকে আবার দায়িত্বশীল হওয়ার পরামর্শও দিয়েছেন ৷
-
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020
কোরোনা পরিস্থিতির মাঝেও বোল্টের জাঁকজমক করে জন্মদিন পালন দেখে জামাইকার সংবাদমাধ্যমগুলি সমালোচনায় সরব হয় ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে 21 অগাস্টের সেই পার্টির ভিডিয়ো ৷ তাতে দেখা গেছে, অতিথিদের মুখে মাস্ক ছিল না ৷ সামাজিক দূরত্ব পালনের বালাই ছিল না ৷ তারকাখচিত সেই পার্টির অতিথি তালিকাও অবাক করার মতো ৷ শোনা যাচ্ছে, পার্টিতে নাকি ক্রিকেট তারকা ক্রিস গেইলও ছিলেন ৷
-
Usain Bolt's bday party. No social distance, NO masks! 😳😠 pic.twitter.com/ogqUvk1i9r
— Verna Reid (@verna_reid) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Usain Bolt's bday party. No social distance, NO masks! 😳😠 pic.twitter.com/ogqUvk1i9r
— Verna Reid (@verna_reid) August 23, 2020Usain Bolt's bday party. No social distance, NO masks! 😳😠 pic.twitter.com/ogqUvk1i9r
— Verna Reid (@verna_reid) August 23, 2020
এদিকে বোল্ট কোরোনায় আক্রান্ত হওয়ায় ফাঁপরে পড়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট ৷ আইসল্যান্ড ও ডেনমার্কে ন্যাশনাল লিগ গেমে রাহিম স্টার্লিংকে রেখেছিলেন সাউথগেট ৷ কিন্তু বোল্টের রিপোর্ট পজ়িটিভ আসার পর স্টার্লিংকে পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ৷ তাঁকে আগে কোরোনা পরীক্ষার মধ্যে যেতে হবে ৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই সেন্ট জর্জ পার্কের বায়ো বাবলে ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন ম্যান সিটি তারকা ৷