কলকাতা, 8 জুন : বাংলার মহিলা ফুটবলে প্রতিভাদের তুলে আনা এবং তাদের গড়ে তোলার কাজ শুরু হল ৷ কলকাতার সিসিএফসি (CCFC)-র মাঠে মহিলা ফুটবলে ভবিষ্যতের প্রতিভাদের খুঁজতে একটি ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে (Trial Camp at CCFC for Women Football Talent Hunt) ৷ উইমেন ইন স্পোর্টস, দেবাঞ্জন সেন ফাউন্ডেশন এবং এফপিএ-র ত্রিমুখী উদ্যোগে এই ফুটবল ট্রায়াল চলছে (Women Football Talent Hunt) ৷ ট্রায়াল পর্বের প্রধান কোচ টম শেরমানি ৷ তিনি অস্ট্রেলিয়ার ওয়েস্ট সিডনি ওয়ান্ডার্সের মহিলা ফুটবল দলের প্রধান ৷
বাংলার মহিলা ফুটবল প্রতিভা খোঁজার দায়িত্বে টম শেরমানির সহকারি হিসাবে রয়েছেন স্কটল্যান্ডের রেঞ্জার্স ফুটবল ক্লাবের অনুর্ধ্ব-18 মহিলা ফুটবল দলের কোচ রস স্টোরমন্থ ৷ রয়েছেন মেলবোর্ন ভিক্টোরিয়া মহিলা ফুটবল দলের প্রতিনিধিও ৷ সম্পূর্ণ প্রজেক্টের প্রধান টম শেরমানি বলছেন, "ভারতে ফুটবল প্রতিভার অভাব নেই ৷ পছন্দ হলে কাউকে অস্ট্রেলিয়া নিয়ে যেতেই পারি ৷ সেই জন্যই এই ট্রায়াল ৷"
আরও পড়ুন : Asian Cup Qualifier : এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কম্বোডিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রাহুল ভেকে
ট্রায়ালে অংশ নিয়েছেন ভারতীয় মহিলা ফুটবল দলের চার ফুটবলার কাশমিনা, প্রিয়াঙ্কা, সৌমা এবং অপূর্ণা ৷ হায়দরাবাদের ফুটবলার সৌমা জানান, "বালা দেবী বিদেশে খেলার সুযোগ পেয়েছেন ৷ তাঁকে দেখে আমরা অনুপ্রাণিত। আমরাও যাতে বিদেশে খেলার সুযোগ পাই সেই চেষ্টাতেই এই ট্রায়ালে যোগ দেওয়া ।" শোনা যাচ্ছে বালা দেবীও এই ট্রায়ালে যোগ দিতে আসছেন ৷