ব্রিসবেন, 21 জুলাই : 2032 সালের অলিম্পিকস কোথায় হবে ? প্রশ্নটা আগে উঠে থাকলে উত্তর এল আজ ৷ 2032 অলিম্পিকস যাচ্ছে অস্ট্রেলিয়ায় ৷ 2016 সালে রিও, 2020-তে টোকিয়ো, 2024 -এ প্যারিস ও 2028-এ লস অ্যাঞ্জেলেসের পর, 2032 সালের অলিম্পিকসের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ৷ আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি আজ একথা ঘোষণা করে ৷
শেষ বার অস্ট্রেলিয়ার সিডনি শহরে 2000 বসেছিল সামার গেমসের আসর ৷ তারপর একাধিক শহর ঘুরে 2032 সালের অলিম্পিকসের আসর বসতে চলেছে ব্রিসবেনে ৷
অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবেন, সেদেশের তৃতীয় বৃহত্তম শহর ৷ লন্ডন বা বেজিংয়ের মতো নয় ব্রিসবেন চায় 1992 সালের বার্সোলোনার মতো অলিম্পিকস আয়োজন করতে ৷
এএসএমের গ্লোবালের চেয়ারম্যান হার্ভে লিস্টার ব্রিসবেন রেডিয়োতে বলেন, ‘‘ আজ খুবই গর্বিত ৷ আমি গর্বিত কারণ আমরা এটা করতে পেরেছি ৷ একবার যদি কোনও শহর অলিম্পিকস শহর হিসেবে চিহ্নিত হয়ে যায়, তাহলে সেটি সব সময় অলিম্পিকস শহর হিসেবেই থাকে ৷’’
আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসে ডোপিং নিয়ে কড়া পদক্ষেপ, পরীক্ষা হবে প্রায় 5 হাজার নমুনা
এই শহর দু’বার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছ ৷ এছাড়া ব্রিসবেনের সাউদ ব্যাঙ্ক 1988 সালের ওয়ার্ল্ড এক্সপো, 2001 সালের গুডউইল গেমস, 2014 সালে জি20 সামিট, ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ, রাগবি বিশ্বকাপের ও ফুটবলের এশিয়ান কাপ টুর্নামেন্ট আয়োজন করেছে ৷