ETV Bharat / sports

Tokyo Olympics: ভারতীয় অ্যাথলিটদের পোশাকে থাকবে না কোনও ব্র্যান্ডের নাম - After uproar over Chinese sponsor, Indian contingent to wear unbranded apparel

আইওএ সভাপতি ডঃ নারিন্দর ধ্রুব বাত্রা ও সাধারণ সম্পাদক রাজীব মেহতা একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলেন, ‘‘আমরা আমাদের ভক্তদের আবেগের কথা জানি ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পোশাক স্পনসরের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করা হবে ৷ আমাদের অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফরা ব্র্যান্ডের লোগো ছাড়া পোশাক পরবে ৷’’

Tokyo Olympics
Tokyo Olympics
author img

By

Published : Jun 9, 2021, 11:21 AM IST

নয়াদিল্লি, 9 জুন : অলিম্পিক্সে যাওয়া ভারতীয় দলের পোশাকে কোনও স্পনসরের ব্র্যান্ডের লোগো দেখা যাবে না ৷ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (IOA) ৷ জুলাইয়ের 23 তারিখ থেকে টোকিওতে শুরু হতে চলেছে অলিম্পিক্স গেমস ৷

আইওএ সভাপতি ডঃ নারিন্দর ধ্রুব বাত্রা ও সাধারণ সম্পাদক রাজীব মেহতা একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলেন, ‘‘আমরা আমাদের ভক্তদের আবেগের কথা জানি ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পোশাক স্পনসরের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করা হবে ৷ আমাদের অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফরা ব্র্যান্ডের লোগো ছাড়া পোশাক পরবে ৷’’

বিজ্ঞপ্তিতে তাঁরা আরও বলেন, ‘‘ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের পথপ্রর্দশনের জন্য আমরা কৃতজ্ঞ ৷ আমরা চাই আমাদের অ্যাথলিটরা ব্র্যান্ডের সম্পর্কিত কোনও প্রশ্নের উত্তর না দিয়েই নিজেদের অনুশীলনে মগ্ন থাকুক ৷ আমরা তাঁদের বিরক্ত করতে চাই না ৷’’

আরও পড়ুন : দর্শকের বিচারে সেরার সেরা টেস্ট সিরিজ় বর্ডার-গাভাসকর 2020-21

অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের ভাল পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৷ অ্যাথলিট, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রস্তুতি নিয়েও যথেষ্ট খুশি আইওএ ৷

নয়াদিল্লি, 9 জুন : অলিম্পিক্সে যাওয়া ভারতীয় দলের পোশাকে কোনও স্পনসরের ব্র্যান্ডের লোগো দেখা যাবে না ৷ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (IOA) ৷ জুলাইয়ের 23 তারিখ থেকে টোকিওতে শুরু হতে চলেছে অলিম্পিক্স গেমস ৷

আইওএ সভাপতি ডঃ নারিন্দর ধ্রুব বাত্রা ও সাধারণ সম্পাদক রাজীব মেহতা একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলেন, ‘‘আমরা আমাদের ভক্তদের আবেগের কথা জানি ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পোশাক স্পনসরের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করা হবে ৷ আমাদের অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফরা ব্র্যান্ডের লোগো ছাড়া পোশাক পরবে ৷’’

বিজ্ঞপ্তিতে তাঁরা আরও বলেন, ‘‘ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের পথপ্রর্দশনের জন্য আমরা কৃতজ্ঞ ৷ আমরা চাই আমাদের অ্যাথলিটরা ব্র্যান্ডের সম্পর্কিত কোনও প্রশ্নের উত্তর না দিয়েই নিজেদের অনুশীলনে মগ্ন থাকুক ৷ আমরা তাঁদের বিরক্ত করতে চাই না ৷’’

আরও পড়ুন : দর্শকের বিচারে সেরার সেরা টেস্ট সিরিজ় বর্ডার-গাভাসকর 2020-21

অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের ভাল পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৷ অ্যাথলিট, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রস্তুতি নিয়েও যথেষ্ট খুশি আইওএ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.