ETV Bharat / sports

Tokyo Olympics : 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে সৌরভ, পদকের আশায় ভারত - shooting

সৌরভ আশা জোগালেও ব্যর্থ হয়েছেন অভিষেক বর্মা ৷ 10 মিটার এয়ার পিস্তলে আজ সৌরভ ও অভিষেক দুজনই নেমেছিলেন ৷ সৌরভ ফাইনালে উঠলেও ব্যর্থ হন অভিষেক ৷ স্বাভাবিক ভাবেই আশা, সৌরভকে ঘিরেই ৷

Tokyo Olympics
Tokyo Olympics
author img

By

Published : Jul 24, 2021, 12:04 PM IST

টোকিয়ো, 24 জুলাই : শুটিংয়ে দেশকে পদকের আশা জোগাচ্ছেন 19 বছরের সৌরভ চৌধুরী ৷ উত্তরপ্রদেশের মিরাটের ছেলে সৌরভ 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন ৷ তাও আবার বাছাইপর্বের শীর্ষস্থানে থেকে ৷ শনিবার সকালে 10 মিটার এয়ার পিস্তলের বাছাই পর্বে সৌরভের পয়েন্ট ছিল 586 ৷

2018 সালে এশিয়ান গেমসে প্রথমবার পা রেখেই সাফল্য পান সৌরভ চৌধুরী ৷ তখন বয়স মাত্র 17 বছর ৷ এশিয়ান গেমসে সোনার পদক জয়ের পাশাপাশি একাধিক শুটিং বিশ্বকাপে পদক জেতেন ৷ এবারের অলিম্পিকসে তাই পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়েছিল সৌরভকে ৷ দেশবাসীর ভরসার দাম রাখলেন সৌরভ ৷ অলিম্পিকসের মঞ্চেও প্রথমবার পা রেখে বাজিমাত করাই লক্ষ্য তাঁর ৷ বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা শুটার তিনি ৷ ফাইনালে পদকের আশায় সৌরভের পারফরম্যান্সের দিকে তাকিয়ে দেশবাসী ৷

আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজির মিশ্র ইভেন্টে চিনা তাইপের জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দীপিকা-প্রবীণ

তবে সৌরভ আশা জোগালেও ব্যর্থ হয়েছেন অভিষেক বর্মা ৷ 10 মিটার এয়ার পিস্তলে আজ সৌরভ ও অভিষেক দুজনই নেমেছিলেন ৷ সৌরভ ফাইনালে উঠলেও ব্যর্থ হন অভিষেক ৷ 575 পয়েন্ট নিয়ে 17 তম স্থানে শেষ করেন তিনি ৷

টোকিয়ো, 24 জুলাই : শুটিংয়ে দেশকে পদকের আশা জোগাচ্ছেন 19 বছরের সৌরভ চৌধুরী ৷ উত্তরপ্রদেশের মিরাটের ছেলে সৌরভ 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন ৷ তাও আবার বাছাইপর্বের শীর্ষস্থানে থেকে ৷ শনিবার সকালে 10 মিটার এয়ার পিস্তলের বাছাই পর্বে সৌরভের পয়েন্ট ছিল 586 ৷

2018 সালে এশিয়ান গেমসে প্রথমবার পা রেখেই সাফল্য পান সৌরভ চৌধুরী ৷ তখন বয়স মাত্র 17 বছর ৷ এশিয়ান গেমসে সোনার পদক জয়ের পাশাপাশি একাধিক শুটিং বিশ্বকাপে পদক জেতেন ৷ এবারের অলিম্পিকসে তাই পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়েছিল সৌরভকে ৷ দেশবাসীর ভরসার দাম রাখলেন সৌরভ ৷ অলিম্পিকসের মঞ্চেও প্রথমবার পা রেখে বাজিমাত করাই লক্ষ্য তাঁর ৷ বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা শুটার তিনি ৷ ফাইনালে পদকের আশায় সৌরভের পারফরম্যান্সের দিকে তাকিয়ে দেশবাসী ৷

আরও পড়ুন : Tokyo Olympics : তিরন্দাজির মিশ্র ইভেন্টে চিনা তাইপের জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দীপিকা-প্রবীণ

তবে সৌরভ আশা জোগালেও ব্যর্থ হয়েছেন অভিষেক বর্মা ৷ 10 মিটার এয়ার পিস্তলে আজ সৌরভ ও অভিষেক দুজনই নেমেছিলেন ৷ সৌরভ ফাইনালে উঠলেও ব্যর্থ হন অভিষেক ৷ 575 পয়েন্ট নিয়ে 17 তম স্থানে শেষ করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.