জলপাইগুড়ি, 16 অগাস্ট : প্রকাশিত TOPS বা টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে নাম নেই এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণের ৷ স্বপ্নার নাম যুক্ত করার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিলেন গ্রেটার কোচবিহার পিপলস' অ্যাসোসিয়েটস-এর সাধারণ সম্পাদক বংশীবদন বর্মণ ।
টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে দেশের 258 জন খেলোয়াড়ের নাম থাকলেও, তালিকায় জায়গা হয়নি সোনার মেয়ে স্বপ্না বর্মণের । TOPS-এ স্বপ্নার নাম না থাকায় স্বভাবিকভাবেই মর্মাহত জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার বর্মণ পরিবার ৷
2018 সালে স্বপ্না বর্মণ এশিয়াডে সোনা জয় করে দেশের নাম উজ্জ্বল করেন । এরপর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেলের চাকরি দেওয়া হয় স্বপ্নাকে ৷ পাশাপাশি অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয় । কিন্তু TOPS-এ তাঁর নাম কেন নেই, সেই প্রশ্নের উত্তর খুঁজছে খোদ স্বপ্নাও ৷ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি । এই তালিকায় নাম থাকলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক এক খেলোয়াড়কে তাঁদের অলিম্পিকের প্রস্তুতির সমস্ত খরচ দেওয়া হয়।
বংশীবদন বর্মণ জানান, ‘‘আমরা মর্মাহত ৷ স্বপ্না জলপাইগুড়ির গ্রামের মেয়ে । উনি দেশের নাম উজ্জ্বল করেছেন ৷ আর ওঁর নামটাই TOPS-এ নেই । আমরা কেন্দ্রীয়মন্ত্রী কিরেণ রিজিজুকে চিঠি দিয়ে আবেদন করেছি যাতে স্বপ্নার নাম যুক্ত করা হয় ।’’
এদিকে স্বপ্নাকে ফোন করা হলে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।