লিমা, 3 অক্টোবর : টোকিও অলিম্পিকসে ব্যর্থ হলেও ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নজর কাড়লেন মনু ভাকের ৷ দেশকে এনে দিলেন তিনটি সোনা ৷ অর্থাৎ সোনা জয়ের হ্যাটট্রিক করলেন হরিয়ানার অষ্টাদশী ৷ তাঁর তিনটি সোনা ধরে এখনও পর্যন্ত টুর্নামেন্টে 6টি সোনা-সহ মোট 14টি পদক জিতে শীর্ষে রয়েছে ভারত ৷
পেরুর লিমাতে ইন্ট্যারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তলে তিন-তিনটি সোনা জিতলেন মনু ৷ ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্ট এবং মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টেও সোনার পদক গলায় ঝোলান মনু ৷ মহিলাদের টিম ইভেন্টে বেলারুশকে হারিয়ে সোনা জেতে ভারতীয় মহিলা দল।
এর আগে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারতীয় নবীন-শিখা জুটিকে হারিয়ে সোনা জিতেছিলেন মনু ৷ সোনা জয়ের তাঁর পার্টনার ছিলেন সর্বজ্যোত সিং ৷ এদিনের পদক জয়ের ফলে মনু ভাকের জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনটি সোনা জিতলেন ৷ টোকিও অলিম্পিকসে পদক জিততে না-পারায় হতাশা হয়েছিলেন ভারতীয় এই তরুণী ৷ কিন্তু জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে তিন-তিনটি সোনা জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন হরিয়ানার এই শ্যুটার। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে মনু আরও তিনটি ইভেন্টে নামবেন। তার কাছ থেকে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : স্কিট ইভেন্টে মহিলা শুটিং দলের সোনা
তবে এদিন 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টের ফাইনালে ভারতের আত্মীকা গুপ্তা ও রাজপ্রীত সিং ফাইনালে হারেন অলিম্পিকসে পদকজয়ী আমেরিকার মেরি টাকার ও উইলিয়াম শেনার জুটির কাছে ৷ মার্কিন জুটি কাছে 15-17 ব্যবধানে হেরে সোনা হাতছাড়া হয় ভারতীয় জুটির ৷ ভারতীয় জুটিকে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয় ৷