ETV Bharat / sports

উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তিত টেবিল টেনিস তারকা - লকডাউনে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সমস্যায় প্রাপ্তি

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন প্রাপ্তি । জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী বাকি পরীক্ষার জন্যে যাবতীয় প্রস্তুতিও সেরে রেখেছেন ।

প্রাপ্তি
প্রাপ্তি
author img

By

Published : May 3, 2020, 11:45 PM IST

কলকাতা, 3 মে: হিন্দি ও ভূগোল পরীক্ষা হয়নি । লকডাউন উঠলে পরীক্ষা হবে । কিন্তু লকডাউন কবে উঠবে সেটাই তো জানেন না । বাকি দুই পরীক্ষা কবে হবে তাও অজানা বাংলার টেবিল টেনিস তারকা প্রাপ্তি সেনের । ভারতীয় টেবিল টেনিসে যে কজন খেলোয়াড় স্বপ্ন দেখাচ্ছেন তাদের মধ্যে প্রাপ্তি সেন অন্যতম ।

খেলা ও পড়ার মধ্যে দারুণভাবে ভারসাম্য রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন প্রাপ্তি । জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী বাকি পরীক্ষার জন্যে যাবতীয় প্রস্তুতিও সেরে রেখেছেন । অনলাইনে কোচিং নেওয়ার ফাঁকে প্রাপ্তি বললেন, "পরীক্ষার প্রস্তুতি তো হয়ে গিয়েছিল । পরীক্ষার আগের দিন লকডাউন হয়ে গেল । এখন সেই একই পড়া বারবার পড়ে চলেছি । এক পড়া কতবার পড়া যায় ? ‌এখন বিষয়টি বিরক্তিকর লাগছে ।"

একনাগাড়ে একই পড়ার ক্লান্তি কাটাতে প্রাপ্তি সেন তাহলে কী করছেন ? আদতে বেহালার মেয়ে হলেও টেবিল টেনিসের জন্য নারকেলডাঙায় কোচ জয়ন্ত পুশিলালের বাড়িতে থাকেন প্রাপ্তি । ফলে লকডাউন চললেও কোচের চোখের সামনে অফ দ্য বোর্ড অনুশীলন চলছে তাঁর । কীরকম সেই অনুশীলন? প্রাপ্তি বলছেন, "ফিজিক্যাল এক্সারসাইজ করছি । যতটা বাড়িতে করা যায় ততটাই করছি । যেহেতু জয়ন্ত স্যারের বাড়িতে থাকি ৷ তাই যখনই কথা হয় তখন খেলা নিয়েই কথা হয় । তাছাড়া সারাবছর মেন্টাল স্ট্রেন্থ বাড়ানোর অনুশীলন তো চলেই । এখনও সেটাই চলছে । তবে খেলা ও পড়ার মধ্যে ভারসাম্য রেখে চলা সহজ নয় ।"

প্রাপ্তি
প্রাপ্তি

পড়া ও ট্রেনিংয়ের পাশাপাশি বাকি সময়টা ওয়েব সিরিজ়, সিনেমা দেখে ও বই পড়ে কাটছে প্রাপ্তির । পাশাপাশি ফোন, ভিডিয়ো কলে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা তো রয়েছেই । লকডাউনের অস্বস্তি রয়েছে । সঙ্গে না হওয়া দুটো পরীক্ষার কাঁটা বিঁধে রয়েছে । বর্তমান পরিস্থিতি নতুন এবং এর প্রতিকার কীভাবে হবে তা কেউ জানেন না । এখন অন্যদের মতো অপেক্ষায় প্রাপ্তিও ।

কলকাতা, 3 মে: হিন্দি ও ভূগোল পরীক্ষা হয়নি । লকডাউন উঠলে পরীক্ষা হবে । কিন্তু লকডাউন কবে উঠবে সেটাই তো জানেন না । বাকি দুই পরীক্ষা কবে হবে তাও অজানা বাংলার টেবিল টেনিস তারকা প্রাপ্তি সেনের । ভারতীয় টেবিল টেনিসে যে কজন খেলোয়াড় স্বপ্ন দেখাচ্ছেন তাদের মধ্যে প্রাপ্তি সেন অন্যতম ।

খেলা ও পড়ার মধ্যে দারুণভাবে ভারসাম্য রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন প্রাপ্তি । জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী বাকি পরীক্ষার জন্যে যাবতীয় প্রস্তুতিও সেরে রেখেছেন । অনলাইনে কোচিং নেওয়ার ফাঁকে প্রাপ্তি বললেন, "পরীক্ষার প্রস্তুতি তো হয়ে গিয়েছিল । পরীক্ষার আগের দিন লকডাউন হয়ে গেল । এখন সেই একই পড়া বারবার পড়ে চলেছি । এক পড়া কতবার পড়া যায় ? ‌এখন বিষয়টি বিরক্তিকর লাগছে ।"

একনাগাড়ে একই পড়ার ক্লান্তি কাটাতে প্রাপ্তি সেন তাহলে কী করছেন ? আদতে বেহালার মেয়ে হলেও টেবিল টেনিসের জন্য নারকেলডাঙায় কোচ জয়ন্ত পুশিলালের বাড়িতে থাকেন প্রাপ্তি । ফলে লকডাউন চললেও কোচের চোখের সামনে অফ দ্য বোর্ড অনুশীলন চলছে তাঁর । কীরকম সেই অনুশীলন? প্রাপ্তি বলছেন, "ফিজিক্যাল এক্সারসাইজ করছি । যতটা বাড়িতে করা যায় ততটাই করছি । যেহেতু জয়ন্ত স্যারের বাড়িতে থাকি ৷ তাই যখনই কথা হয় তখন খেলা নিয়েই কথা হয় । তাছাড়া সারাবছর মেন্টাল স্ট্রেন্থ বাড়ানোর অনুশীলন তো চলেই । এখনও সেটাই চলছে । তবে খেলা ও পড়ার মধ্যে ভারসাম্য রেখে চলা সহজ নয় ।"

প্রাপ্তি
প্রাপ্তি

পড়া ও ট্রেনিংয়ের পাশাপাশি বাকি সময়টা ওয়েব সিরিজ়, সিনেমা দেখে ও বই পড়ে কাটছে প্রাপ্তির । পাশাপাশি ফোন, ভিডিয়ো কলে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা তো রয়েছেই । লকডাউনের অস্বস্তি রয়েছে । সঙ্গে না হওয়া দুটো পরীক্ষার কাঁটা বিঁধে রয়েছে । বর্তমান পরিস্থিতি নতুন এবং এর প্রতিকার কীভাবে হবে তা কেউ জানেন না । এখন অন্যদের মতো অপেক্ষায় প্রাপ্তিও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.