ETV Bharat / sports

Khel Ratna Award: খেলরত্ন পাচ্ছেন শরথ কমল, টিটি কিংবদন্তির মুকুটে নয়া পালক

author img

By

Published : Nov 6, 2022, 9:09 PM IST

কেরিয়ারের সায়াহ্নে এসে সেই আক্ষেপ বুঝি ঘুচল শরথ কমল অচন্ত্যর (Sharath Kamal Achanta) ৷ 2022 'ধ্যানচাঁদ খেলরত্ন' সম্মানে ভূষিত হলেন চেন্নাইয়ের কিংবদন্তি প্যাডলার (Sharath Kamal Achanta to get Khel Ratna award) ৷

Khel Ratna Award
খেলরত্ন পাচ্ছেন কিংবদন্তি শরথ কমল

নয়াদিল্লি, 6 নভেম্বর: চল্লিশে পৌঁছেও কয়েকমাস আগে বার্মিংহ্যাম কমনওয়েলথে (Birmingham Commonwealth Games) দেশকে সোনা এনে দিয়েছেন তিনি ৷ 2006 থেকে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করা অভিজ্ঞ শাটলারের ক্যাবিনেটে বহু সম্মান থাকলেও খেলরত্ন পাননি তিনি ৷ কেরিয়ারের সায়াহ্নে এসে সেই আক্ষেপ বুঝি ঘুচল শরথ কমল অচন্ত্যর (Sharath Kamal Achanta) ৷ 2022 'ধ্যানচাঁদ খেলরত্ন' সম্মানে ভূষিত হলেন চেন্নাইয়ের কিংবদন্তি প্যাডলার (Sharath Kamal Achanta to get Khel Ratna award) ৷

নাম বদলে গতবছর থেকে 'ধ্যানচাঁদ খেলরত্ন' নামে আত্মপ্রকাশ করেছে দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ৷ আর 2022 এসে কোনওরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই সম্মানপ্রাপ্তি ঘটল শরথ কমলের ৷ আগামী বছর জাতীয় ক্রীড়া দিবসে রাষ্ট্রপতি ভবনে স্মারক তুলে দেওয়া হবে তাঁর হাতে ৷ মণিকা বাত্রার পর দেশের দ্বিতীয় টেবল টেনিস খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ক্রীড়াসম্মানে সম্মানিত হলেন শরথ কমল ৷ চলতি বছরটা পারফরম্যান্সের নিরিখে দারুণ গিয়েছে চেন্নাইজাত প্যাডলার ৷ বার্মিংহ্যাম গেমসে ব্যক্তিগত এবং দলগত ইভেন্ট মিলিয়ে শরথ তিনটি সোনার পাশাপাশি একটি রুপো জেতেন ৷

নীরজ চোপড়া, পিভি সিন্ধু, বজরং পুনিয়া, রবি দাহিয়ার মতো দেশের প্রথমসারির অ্যাথলিটরা আগেই এই সম্মান ঝুলিতে নেওয়ায় এবার শরথ কমলের সঙ্গে খেলরত্নের দৌড়ে আর কাউকে রাখা হয়নি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ খেলরত্নের পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য 25জন অ্যাথলিটের নামও ঘোষণা করা হয়েছে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন: পুলিশ কাপে মাঠ মাতিয়ে সিএবিতে কাফু, ক্রিকেট দফতর ঘুরে দেখলেন কিংবদন্তি ফুটবলার

সেই তালিকায় উল্লেখযোগ্য নাম- লক্ষ্য সেন, নিখাত জারিন, সীমা পুনিয়া, অমিত পাংঘাল, এলধৌস পল ৷ দ্রোণাচার্য (লাইফটাইম) সম্মান পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কোচ দীনেশ ল্যাড ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: চল্লিশে পৌঁছেও কয়েকমাস আগে বার্মিংহ্যাম কমনওয়েলথে (Birmingham Commonwealth Games) দেশকে সোনা এনে দিয়েছেন তিনি ৷ 2006 থেকে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করা অভিজ্ঞ শাটলারের ক্যাবিনেটে বহু সম্মান থাকলেও খেলরত্ন পাননি তিনি ৷ কেরিয়ারের সায়াহ্নে এসে সেই আক্ষেপ বুঝি ঘুচল শরথ কমল অচন্ত্যর (Sharath Kamal Achanta) ৷ 2022 'ধ্যানচাঁদ খেলরত্ন' সম্মানে ভূষিত হলেন চেন্নাইয়ের কিংবদন্তি প্যাডলার (Sharath Kamal Achanta to get Khel Ratna award) ৷

নাম বদলে গতবছর থেকে 'ধ্যানচাঁদ খেলরত্ন' নামে আত্মপ্রকাশ করেছে দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ৷ আর 2022 এসে কোনওরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই সম্মানপ্রাপ্তি ঘটল শরথ কমলের ৷ আগামী বছর জাতীয় ক্রীড়া দিবসে রাষ্ট্রপতি ভবনে স্মারক তুলে দেওয়া হবে তাঁর হাতে ৷ মণিকা বাত্রার পর দেশের দ্বিতীয় টেবল টেনিস খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ক্রীড়াসম্মানে সম্মানিত হলেন শরথ কমল ৷ চলতি বছরটা পারফরম্যান্সের নিরিখে দারুণ গিয়েছে চেন্নাইজাত প্যাডলার ৷ বার্মিংহ্যাম গেমসে ব্যক্তিগত এবং দলগত ইভেন্ট মিলিয়ে শরথ তিনটি সোনার পাশাপাশি একটি রুপো জেতেন ৷

নীরজ চোপড়া, পিভি সিন্ধু, বজরং পুনিয়া, রবি দাহিয়ার মতো দেশের প্রথমসারির অ্যাথলিটরা আগেই এই সম্মান ঝুলিতে নেওয়ায় এবার শরথ কমলের সঙ্গে খেলরত্নের দৌড়ে আর কাউকে রাখা হয়নি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ খেলরত্নের পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য 25জন অ্যাথলিটের নামও ঘোষণা করা হয়েছে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন: পুলিশ কাপে মাঠ মাতিয়ে সিএবিতে কাফু, ক্রিকেট দফতর ঘুরে দেখলেন কিংবদন্তি ফুটবলার

সেই তালিকায় উল্লেখযোগ্য নাম- লক্ষ্য সেন, নিখাত জারিন, সীমা পুনিয়া, অমিত পাংঘাল, এলধৌস পল ৷ দ্রোণাচার্য (লাইফটাইম) সম্মান পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কোচ দীনেশ ল্যাড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.