ETV Bharat / sports

Swapna Barman : অবসরের চিন্তা চোটে কাহিল সোনাজয়ী স্বপ্নার, বিস্মিত কোচ সুভাষ সরকার - স্বপ্না বর্মন

2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে ইতিহাস গড়ে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন ৷ স্বাভাবিকভাবে স্বপ্নাকে ঘিরে বাঙালির প্রত্যাশা রয়েছে ৷ কিন্তু এশিয়ান গেমস থেকে ফেরার পর থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগছেন তিনি ৷

Swapna Barman
Swapna Barman
author img

By

Published : Sep 18, 2021, 3:25 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : বয়স 24-এর কোঠায় ৷ আর এই বয়সেই নাকি অবসরের চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন ৷ তেলাঙ্গানা ওপেন ন্যাশনাল অ্যাথলেটিক্স মিটে অংশ নিতে গিয়ে নিজেই অবসর জল্পনা উসকে দিয়েছেন এই বাঙালি অ্যাথলিট ।

পৌনঃপুনিকভাবে চোট পাওয়া এবং তার জেরে অনুশীলন না করতে পারার জন্যই শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বপ্না । শুক্রবার নিজেই বুট তুলে রাখার কথা বলেছেন । এই ব্যাপারে সিদ্ধান্ত নাকি নিয়েই ফেলেছেন । কলকাতায় এসে কোচ সুভাষ সরকার এবং কাছের মানুষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানিয়েছেন স্বপ্না । ওপেন অ্যাথলেটিক্স মিটে নিজের অফিস রেলের বাধ্যবাধকতার কারণে নেমেছেন বলেও জানিয়েছেন স্বপ্না ।

2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে ইতিহাস গড়ে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন ৷ স্বাভাবিকভাবে স্বপ্নাকে ঘিরে বাঙালি প্রত্যাশা রয়েছে ৷ কিন্তু এশিয়ান গেমস থেকে ফেরার পর থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগছেন ৷ তার উপর করোনা পরিস্থিতি ৷ যে কারণে ঠিকভাবে অনুশীলনও করতে পারেন না ৷ একজন অ্যাথলিটের কাছে এর চেয়ে বেশি যন্ত্রণার আর কিছু নেই ৷ তারপর থেকে শারীরিক এবং মানসিকভাবে স্বপ্না এতটাই ভেঙে পড়েছেন যে, বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ একথা বাকি অ্যাথলিটদেরও জানিয়েছেন বলে খবর । করোনা পরিস্থিতির মধ্যে অনুশীলন করতে না পারা, একাধিক চোট এবং তা থেকে রেহাই না মেলা, বিতর্কে জড়িয়ে পড়ায় মোটেও স্বস্তিতে নেই এই চ্যাম্পিয়ন অ্যাথলিট ।

আরও পড়ুন : Ravi Sastri : ক্যাপ্টেনের পর এবার কোচ ! শাস্ত্রীর কণ্ঠেও বিদায়ের সুর

ছাত্রী যে এমন কিছু পরিকল্পনা করছে তা ঘূণাক্ষরেও টের পাননি কোচ সুভাষ সরকার ৷ স্বপ্নার পরিকল্পনা শুনে রীতিমতো বিস্মিত তিনি ৷ বলছেন, স্বপ্না আবেগপ্রবণ মেয়ে । কী বলতে কী বলেছে, তার ঠিক নেই । তিনি স্বপ্নার সঙ্গে কথা বলেছেন । স্বপ্না না কি নিজেই এমন বক্তব্য রাখায় আক্ষেপ করছেন । কলকাতায় ফেরার পরে ছাত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন কোচ সুভাষ সরকার । তিনি বলেন, "চোট, প্র্যাকটিস করতে না পারার হতাশা ছিল । পরিস্থিতি এই ক্ষেত্রে সবার জন্যই প্রতিকূল । তাই চোট সারিয়ে ফিরে আসার সম্ভাবনা শেষ তা নয় । এটা স্বপ্নাকে বোঝাব ।" স্বপ্না হতাশা কাটিয়ে পরিস্থিতি বুঝে অবসরের ভাবনা সরিয়ে ফের ট্র্যাকে নামবেন বলেই আশা সুভাষ সরকারের ৷ হতাশা কাটাতে ছাত্রীকে এক দেড়মাস ছুটি দেওয়ার কথাও ভেবে রেখেছেন তিনি ৷

আরও পড়ুন : Neeraj Chopra : মা-বাবাকে বিমানে বসিয়ে ‘ছোট্ট’ স্বপ্নপূরণ সোনার ছেলে নীরজের

কলকাতা, 18 সেপ্টেম্বর : বয়স 24-এর কোঠায় ৷ আর এই বয়সেই নাকি অবসরের চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন ৷ তেলাঙ্গানা ওপেন ন্যাশনাল অ্যাথলেটিক্স মিটে অংশ নিতে গিয়ে নিজেই অবসর জল্পনা উসকে দিয়েছেন এই বাঙালি অ্যাথলিট ।

পৌনঃপুনিকভাবে চোট পাওয়া এবং তার জেরে অনুশীলন না করতে পারার জন্যই শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বপ্না । শুক্রবার নিজেই বুট তুলে রাখার কথা বলেছেন । এই ব্যাপারে সিদ্ধান্ত নাকি নিয়েই ফেলেছেন । কলকাতায় এসে কোচ সুভাষ সরকার এবং কাছের মানুষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানিয়েছেন স্বপ্না । ওপেন অ্যাথলেটিক্স মিটে নিজের অফিস রেলের বাধ্যবাধকতার কারণে নেমেছেন বলেও জানিয়েছেন স্বপ্না ।

2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে ইতিহাস গড়ে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন বাংলার মেয়ে স্বপ্না বর্মন ৷ স্বাভাবিকভাবে স্বপ্নাকে ঘিরে বাঙালি প্রত্যাশা রয়েছে ৷ কিন্তু এশিয়ান গেমস থেকে ফেরার পর থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগছেন ৷ তার উপর করোনা পরিস্থিতি ৷ যে কারণে ঠিকভাবে অনুশীলনও করতে পারেন না ৷ একজন অ্যাথলিটের কাছে এর চেয়ে বেশি যন্ত্রণার আর কিছু নেই ৷ তারপর থেকে শারীরিক এবং মানসিকভাবে স্বপ্না এতটাই ভেঙে পড়েছেন যে, বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ একথা বাকি অ্যাথলিটদেরও জানিয়েছেন বলে খবর । করোনা পরিস্থিতির মধ্যে অনুশীলন করতে না পারা, একাধিক চোট এবং তা থেকে রেহাই না মেলা, বিতর্কে জড়িয়ে পড়ায় মোটেও স্বস্তিতে নেই এই চ্যাম্পিয়ন অ্যাথলিট ।

আরও পড়ুন : Ravi Sastri : ক্যাপ্টেনের পর এবার কোচ ! শাস্ত্রীর কণ্ঠেও বিদায়ের সুর

ছাত্রী যে এমন কিছু পরিকল্পনা করছে তা ঘূণাক্ষরেও টের পাননি কোচ সুভাষ সরকার ৷ স্বপ্নার পরিকল্পনা শুনে রীতিমতো বিস্মিত তিনি ৷ বলছেন, স্বপ্না আবেগপ্রবণ মেয়ে । কী বলতে কী বলেছে, তার ঠিক নেই । তিনি স্বপ্নার সঙ্গে কথা বলেছেন । স্বপ্না না কি নিজেই এমন বক্তব্য রাখায় আক্ষেপ করছেন । কলকাতায় ফেরার পরে ছাত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন কোচ সুভাষ সরকার । তিনি বলেন, "চোট, প্র্যাকটিস করতে না পারার হতাশা ছিল । পরিস্থিতি এই ক্ষেত্রে সবার জন্যই প্রতিকূল । তাই চোট সারিয়ে ফিরে আসার সম্ভাবনা শেষ তা নয় । এটা স্বপ্নাকে বোঝাব ।" স্বপ্না হতাশা কাটিয়ে পরিস্থিতি বুঝে অবসরের ভাবনা সরিয়ে ফের ট্র্যাকে নামবেন বলেই আশা সুভাষ সরকারের ৷ হতাশা কাটাতে ছাত্রীকে এক দেড়মাস ছুটি দেওয়ার কথাও ভেবে রেখেছেন তিনি ৷

আরও পড়ুন : Neeraj Chopra : মা-বাবাকে বিমানে বসিয়ে ‘ছোট্ট’ স্বপ্নপূরণ সোনার ছেলে নীরজের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.