ETV Bharat / sports

Singapore Open 2022: সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু, হারালেন চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে - PV Sindhu

বছরের প্রথম সুপার 500 টুর্নামেন্ট বিজেতা হলেন পি ভি সিন্ধু (PV Sindhu Wins Against Chinese Opponent Wang Zhi Yi) ৷ সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) ফাইনালে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলেন ভারতীয় শাটলার ৷

PV Sindhu Wins Against Chins Opponent Wang Zhi Yi
PV Sindhu Wins Against Chins Opponent Wang Zhi Yi
author img

By

Published : Jul 17, 2022, 12:02 PM IST

Updated : Jul 17, 2022, 1:53 PM IST

সিঙ্গাপুর, 17 জুলাই: সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু ৷ ফাইনালে প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে হারালেন ভারতীয় শাটলার (PV Sindhu Wins Against Chinese Opponent Wang Zhi Yi) ৷ ম্যাচের স্কোরলাইন 21-9, 11-21, 21-15 ৷ এ দিন শুরু থেকেই দাপটের সঙ্গে ম্যাচে পারফর্ম করেন সিন্ধু ৷ যার ফলে প্রথম গেম 21-9 এর বিশাল ব্যবধানে জেতেন হায়দরাবাদি তারকা শাটলার ৷ এটাই সিন্ধুর প্রথম সিঙ্গাপুর ওপেন জয় ৷

2022 সালে দু’টি সুপার 300 টুর্নামেন্ট জিতেছেন পি ভি সিন্ধু ৷ একটি সৈয়দ মোদি কাপ এবং দ্বিতীয় টুর্নামেন্ট সুইস ওপেন ৷ এ বার এ বছরের প্রথম সুপার 500 টুর্নামেন্টও জিতে নিলেন তিনি ৷ সিঙ্গাপুর ওপেন ফাইনালে চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে 2-1 ফলাফলে হারালেন সিন্ধু ৷

প্রথম গেম দাপটের সঙ্গে জিতলেও, দ্বিতীয় গেমে 10 পয়েন্টের ব্যবধানে হারেন ভারতীয় শাটলার ৷ তবে, তৃতীয় গেমে ওয়াংকে 21-15 গেমের কঠিন লড়াইয়ে হারিয়ে টুর্নামেন্ট নিজের নামে করলেন সিন্ধু ৷

এ দিন তৃতীয় গেমে কাঁটায় কাঁটায় টক্কর চলে ভারতীয় এবং চিনা শাটলারের মধ্যে ৷ তবে, শুরু থেকেই সিন্ধু লিড নিয়ে ছিলেন ৷ ওয়াং ব্যবধান কমানোর চেষ্টা করলেও, সিন্ধুর সামনে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি ৷ শেষ গেমে একটা সময় সিন্ধু 11-6 এর লিড নিয়ে ছিলেন ৷ সেখান থেকে ওয়াং ব্যবধান কমিয়ে 14-11 করেন ৷ এই সময় মনে করা হচ্ছিল সিন্ধু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ৷ তবে, অভিজ্ঞ ভারতীয় শাটলারের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি চিনা প্রতিপক্ষ ওয়াং ৷

আরও পড়ুন: Singapore Open 2022: সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু, হেলায় হারালেন জাপানের প্রতিপক্ষকে

সিন্ধুর কয়েকটি সুপার স্ম্যাশে নড়ার সুযোগ পাননি ওয়াং ঝি ই ৷ আর সেখান থেকেই ফের ম্যাচে ফিরে আসেন পি ভি সিন্ধু ৷ 17-14 স্কোরলাইন থেকে সিন্ধু ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ৷ প্রতিপক্ষকে মাত্র একটি ম্যাচ পয়েন্টের বিনিময় নিজের পক্ষে 4টি গুরুত্বপূর্ণ এবং জয়সূচক পয়েন্ট তুলে নিয়ে তৃতীয় গেম 21-15 স্কোরলাইনে শেষ করেন এবং সেই সঙ্গে 21-9, 11-21, 21-15 গেমে ফাইনাল নিজের নামে করেন পি ভি সিন্ধু ৷

সিঙ্গাপুর, 17 জুলাই: সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু ৷ ফাইনালে প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে হারালেন ভারতীয় শাটলার (PV Sindhu Wins Against Chinese Opponent Wang Zhi Yi) ৷ ম্যাচের স্কোরলাইন 21-9, 11-21, 21-15 ৷ এ দিন শুরু থেকেই দাপটের সঙ্গে ম্যাচে পারফর্ম করেন সিন্ধু ৷ যার ফলে প্রথম গেম 21-9 এর বিশাল ব্যবধানে জেতেন হায়দরাবাদি তারকা শাটলার ৷ এটাই সিন্ধুর প্রথম সিঙ্গাপুর ওপেন জয় ৷

2022 সালে দু’টি সুপার 300 টুর্নামেন্ট জিতেছেন পি ভি সিন্ধু ৷ একটি সৈয়দ মোদি কাপ এবং দ্বিতীয় টুর্নামেন্ট সুইস ওপেন ৷ এ বার এ বছরের প্রথম সুপার 500 টুর্নামেন্টও জিতে নিলেন তিনি ৷ সিঙ্গাপুর ওপেন ফাইনালে চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে 2-1 ফলাফলে হারালেন সিন্ধু ৷

প্রথম গেম দাপটের সঙ্গে জিতলেও, দ্বিতীয় গেমে 10 পয়েন্টের ব্যবধানে হারেন ভারতীয় শাটলার ৷ তবে, তৃতীয় গেমে ওয়াংকে 21-15 গেমের কঠিন লড়াইয়ে হারিয়ে টুর্নামেন্ট নিজের নামে করলেন সিন্ধু ৷

এ দিন তৃতীয় গেমে কাঁটায় কাঁটায় টক্কর চলে ভারতীয় এবং চিনা শাটলারের মধ্যে ৷ তবে, শুরু থেকেই সিন্ধু লিড নিয়ে ছিলেন ৷ ওয়াং ব্যবধান কমানোর চেষ্টা করলেও, সিন্ধুর সামনে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি ৷ শেষ গেমে একটা সময় সিন্ধু 11-6 এর লিড নিয়ে ছিলেন ৷ সেখান থেকে ওয়াং ব্যবধান কমিয়ে 14-11 করেন ৷ এই সময় মনে করা হচ্ছিল সিন্ধু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ৷ তবে, অভিজ্ঞ ভারতীয় শাটলারের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি চিনা প্রতিপক্ষ ওয়াং ৷

আরও পড়ুন: Singapore Open 2022: সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু, হেলায় হারালেন জাপানের প্রতিপক্ষকে

সিন্ধুর কয়েকটি সুপার স্ম্যাশে নড়ার সুযোগ পাননি ওয়াং ঝি ই ৷ আর সেখান থেকেই ফের ম্যাচে ফিরে আসেন পি ভি সিন্ধু ৷ 17-14 স্কোরলাইন থেকে সিন্ধু ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ৷ প্রতিপক্ষকে মাত্র একটি ম্যাচ পয়েন্টের বিনিময় নিজের পক্ষে 4টি গুরুত্বপূর্ণ এবং জয়সূচক পয়েন্ট তুলে নিয়ে তৃতীয় গেম 21-15 স্কোরলাইনে শেষ করেন এবং সেই সঙ্গে 21-9, 11-21, 21-15 গেমে ফাইনাল নিজের নামে করেন পি ভি সিন্ধু ৷

Last Updated : Jul 17, 2022, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.