কুয়ালালামপুর, 27 মে: মালয়েশিয়া মাস্টার্সে পুরুষদের সিঙ্গলস ফাইনালে প্রবেশ করলেন ভারতীয় শাটলার এইচএস প্রণয় ৷ তবে, ম্যাচ জিতে নয় ৷ চোটের কারণে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ ক্রিশ্চিয়ান আদিনাতা সেমিফাইনাল ম্যাচের মাঝখান থেকেই নিজেকে সরিয়ে নেনে ৷ ফলে প্রথম গেমে 19-17 স্কোরে এগিয়ে থাকার সুবাদে প্রণয় ফাইনালে কোয়ালিফাই করেছেন ৷ তিনি আগামিকাল সকালে ভারতীয় সময় সাড়ে 7টায় চিনা প্রতিপক্ষ ওয়েনং হং ইয়াংয়ের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলবেন ৷ অন্যদিকে, অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ৷
এ দিন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ আদিনাতার সঙ্গে জোর টক্কর শুরু হয় প্রণয়ের ৷ যে ম্যাচে প্রথম গেমে 19-17 স্কোরে এগিয়ে ছিলেন প্রণয় ৷ কিন্তু, প্রণয়ের একটি রিটার্নে শট মারতে হাওয়ায় জাম্প করেন ক্রিশ্চিয়ান আদিনাতা ৷ ল্যান্ডিংয়ের সময় তিনি ব্যালান্স হারান ৷ তাঁর হাঁটু গিয়ে কোর্টে হার্ড ল্যান্ড করে ৷ যার জেরে সেখানেই যন্ত্রণায় কাতরাতে থাকেন মালয়েশিয়ান শাটলার ৷ দ্রুত তাঁর কাছে ছুটে যান প্রণয় ৷ আদিনাতাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন ৷ ততক্ষণে ইন্দোনেশিয়ার কোচ এবং মেডিক্যাল টিম কোর্টে পৌঁছে যায় ৷ হুইল চেয়ারে করে কোর্ট ছাড়েন ক্রিশ্চিয়ান আদিনাতা ৷
19-17 স্কোরে প্রথম গেমে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে প্রবেশ করেন এইচএস প্রণয় ৷ অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে চিনের ওয়েনং হং ইয়াং এবং চিনা-তাইপে শাটলার লিন চুং-শি’র মধ্যে খেলা হয় ৷ সেই ম্যাচে প্রতিপক্ষ লিনকে 13-21 ও 19-21 স্কোরে স্ট্রেট গেমে হারিয়ে দেন চিনের ওয়েনং হং ইয়াং ৷ তিনি এবং প্রণয় আগামিকাল সকাল সাড়ে 7টার সময় মালয়েশিয়া মাস্টার্সে পুরুষদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হবেন ৷
আরও পড়ুন: কিদাম্বি শ্রীকান্তকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে পিভি সিন্ধু 14-21 ও 17-21 গেমে ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কার কাছে হারেন ৷ ফলে দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলার টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন ৷ অন্যদিকে, প্রণয়ে মালয়েশিয়ান মাস্টার্স এই মরশুমের প্রথম ফাইনাল ৷ শেষবার গত বছর সুইস ওপেনে তিনি রানার্স হয়েছিলেন ৷