ETV Bharat / sports

Indian Ocean Island Games Tragedy: ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসে পদপিষ্ট হয়ে অন্তত 12 জনের মৃত্যু, আহত বহু

People Stampede at Madagascar National Stadium: মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 2:11 PM IST

Indian Ocean Island Games Tragedy ETV BHARAT
Indian Ocean Island Games Tragedy

আন্তানানারিভো (মাদাগাস্কার), 26 অগস্ট: ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আরও 80 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ শুক্রবার মাদাগাস্কার জাতীয় স্টেডিয়ামে তাড়াহুড়ো করে প্রবেশ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে আল জাজিরাকে উল্লেখ করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ৷ মাদাগাস্কারের বারেয়া স্টেডিয়ামে এই অনুষ্ঠানে অংশ নিতে প্রায় 50 হাজার দর্শক এসেছিলেন ৷ কিন্তু, স্টেডিয়ামের প্রবেশদ্বার দিয়ে হুড়মুড়িয়ে ঢুকতে গিয়ে ভটনাটি ঘটেছে ৷

এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনসে বলেন, ‘‘প্রাথমিকভাবে এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে এবং 80 জনের মতো আহত হয়েছেন ৷’’ এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা ৷ মাদাগাস্কারে আগামী 3 সেপ্টেম্বর অর্থাৎ, শনিবার পর্যন্ত চলবে ৷ 1977 সালে আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের সূচনা করেছিল ৷ মরিশাস, সেশেলস, কোমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন এবং মালদ্বীপের ক্রীড়াবিদদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে ৷

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রাই রাজোয়েলিনা ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৷ এই আকস্মিক ঘটনায় তিনি শোকপ্রকাশ করেছেন এবং স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করেন ৷ তিনি বলেন, ‘‘এই ভয়াবহ দুর্ঘটনার কারণ, ভিড়ের অতিরিক্ত চাপ ৷ স্টেডিয়ামের প্রবেশদ্বারে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷

আরও পড়ুন: মাদুরাইয়ের চিথিরাই উৎসবে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু

এই দুর্ঘটনার পর লোকজনকে নিজেদের জুতো খুঁজতে দেখা গিয়েছে ওই ভিড়ের মধ্যে ৷ এমনকি হারিয়ে যাওয়া অন্যান্য জিনিসের খোঁজ করতে থাকে অনেকেই ৷ তার পরেও উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য স্টেডিয়ামের ভিতরে ভিড় উপচে পড়েছিল ৷ যে ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছে সেখানে উপস্থিত লোকজন ৷ 2019 সালেও মাহামাসিনা স্টেডিয়ামে একইভাবে পদপিষ্ট হয়ে 15 জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

আন্তানানারিভো (মাদাগাস্কার), 26 অগস্ট: ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আরও 80 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ শুক্রবার মাদাগাস্কার জাতীয় স্টেডিয়ামে তাড়াহুড়ো করে প্রবেশ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে আল জাজিরাকে উল্লেখ করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ৷ মাদাগাস্কারের বারেয়া স্টেডিয়ামে এই অনুষ্ঠানে অংশ নিতে প্রায় 50 হাজার দর্শক এসেছিলেন ৷ কিন্তু, স্টেডিয়ামের প্রবেশদ্বার দিয়ে হুড়মুড়িয়ে ঢুকতে গিয়ে ভটনাটি ঘটেছে ৷

এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনসে বলেন, ‘‘প্রাথমিকভাবে এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে এবং 80 জনের মতো আহত হয়েছেন ৷’’ এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা ৷ মাদাগাস্কারে আগামী 3 সেপ্টেম্বর অর্থাৎ, শনিবার পর্যন্ত চলবে ৷ 1977 সালে আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের সূচনা করেছিল ৷ মরিশাস, সেশেলস, কোমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন এবং মালদ্বীপের ক্রীড়াবিদদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে ৷

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রাই রাজোয়েলিনা ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৷ এই আকস্মিক ঘটনায় তিনি শোকপ্রকাশ করেছেন এবং স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করেন ৷ তিনি বলেন, ‘‘এই ভয়াবহ দুর্ঘটনার কারণ, ভিড়ের অতিরিক্ত চাপ ৷ স্টেডিয়ামের প্রবেশদ্বারে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷

আরও পড়ুন: মাদুরাইয়ের চিথিরাই উৎসবে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু

এই দুর্ঘটনার পর লোকজনকে নিজেদের জুতো খুঁজতে দেখা গিয়েছে ওই ভিড়ের মধ্যে ৷ এমনকি হারিয়ে যাওয়া অন্যান্য জিনিসের খোঁজ করতে থাকে অনেকেই ৷ তার পরেও উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য স্টেডিয়ামের ভিতরে ভিড় উপচে পড়েছিল ৷ যে ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছে সেখানে উপস্থিত লোকজন ৷ 2019 সালেও মাহামাসিনা স্টেডিয়ামে একইভাবে পদপিষ্ট হয়ে 15 জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.