মাদ্রিদ, 1 মে : বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাদ্রিদ-ম্যাঞ্চেস্টার মহারণ ৷ এক গোলে পিছিয়ে থেকে মাঠে নামবেন মদ্রিচ-বেঞ্জেমারা ৷ তার আগেই এস্প্যানিয়লকে উড়িয়ে দিয়ে লা লিগা ঘরে তুলল ‘লস ব্ল্যাঙ্কোস’রা (Real Madrid beat RCD Espanyol) ৷
চার ম্যাচ বাকি থাকতেই স্পেনের ঘরোয়া লিগ জিতল কার্লো আন্সেলোত্তির ছেলেরা ৷ এই নিয়ে 35 বার লা লিগা গেল রিয়ালের ট্রফি ক্যাবিনেটে ৷ এই মুহূর্তে 34 ম্যাচে মদ্রিচদের সংগ্রহ 81 পয়েন্ট ৷ সমসংখ্যক ম্যাচে 64 পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে সেভিয়া ৷ চার ম্যাচের প্রত্যেকটি জিতলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 76-এ ৷ অন্যদিকে, সব ম্যাচ জিতলে তিন নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট হবে 77 ৷ রিয়াল বাকি ম্যাচ হারলেও কোনও দলই আর ‘দ্য হোয়াইটস’দের টপকাতে পারবে না ৷ ফলে অঙ্কের বিচারে চ্যাম্পিয়ন হয়ে গেল ‘বেঞ্জেমা অ্যান্ড কোং’ ৷
এদিন খেতাব নিশ্চিত করতে ড্র করলেই হত ৷ এই অবস্থায় মাঠে নেমে 4-0 গোলে এস্প্যানিয়লকে স্রেফ উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ ৷ আক্রমণাত্মক শুরু করা রিয়াল এদিন প্রথম গোল পায় 33 মিনিটের মাথায় ৷ প্রথমার্ধেই দু'গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো ৷ 55 মিনিটের মাথায় এস্প্যানিয়লের জালে বল জড়ান মার্কো আসেনসিও ৷ 81 মিনিটে বেঞ্জেমার গোল রিয়ালের জয়ে ‘চেরি অন দ্য কেক’ ৷
-
🏆
— Real Madrid C.F. (@realmadrid) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
🙌#CAMPEON35 pic.twitter.com/Vc6k32lhv3
">🏆
— Real Madrid C.F. (@realmadrid) April 30, 2022
🙌#CAMPEON35 pic.twitter.com/Vc6k32lhv3🏆
— Real Madrid C.F. (@realmadrid) April 30, 2022
🙌#CAMPEON35 pic.twitter.com/Vc6k32lhv3
আরও পড়ুন : সাত গোলের ম্যাচে নায়ক বেঞ্জেমা, এক গোলের ভরসায় মাদ্রিদের পথে সিটি
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে লা লিগা জয়ের ব্যবধান দাঁড়াল 9-এ ৷ কাতালুনিয়ান ক্লাবের ক্যাবিনেটে এই মুহূর্তে রয়েছে 26টি লা লিগা ট্রফি ৷ এদিন রিয়াল মাদ্রিদের হয়ে 24তম খেতাব জিতলেন মার্সেলো ভিয়েরা ৷ ক্লাবের হয়ে সবচেয়ে বেশি খেতাব জয়ের রেকর্ড গড়লেন সাম্বা লেফট-ব্যাক ৷ আগামী জুনেই মার্সোলোর সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হচ্ছে ৷ অন্যদিকে, ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাবের মসনদে বসার পর মোট 50টি খেতাব জিতল রিয়াল ৷
-
😝 Hoy pronto a casa...#CAMPEON35 pic.twitter.com/u5ue6C36RD
— Real Madrid C.F. (@realmadrid) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">😝 Hoy pronto a casa...#CAMPEON35 pic.twitter.com/u5ue6C36RD
— Real Madrid C.F. (@realmadrid) April 30, 2022😝 Hoy pronto a casa...#CAMPEON35 pic.twitter.com/u5ue6C36RD
— Real Madrid C.F. (@realmadrid) April 30, 2022