মাদ্রিদ, 5 মে : বুধবারের বের্নাবাউ যেন বছর পাঁচেক আগে ন্যু ক্যাম্প ৷ 2017 সালে চ্যাম্পিয়ন্স লিগেরই ‘রাউন্ড অফ 16’ এর দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কামব্যাক করেছিল বার্সেলোনা ৷ প্রথম লেগে পিএসজি'র কাছে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় লেগে 6-1 গোলের থ্রিলারের ইতিহাস গড়েছিল কাতালুনিয়ানরা ৷ সেই স্মৃতিই ফিরল মাদ্রিদে ৷ শেষ মুহূর্তের ঝড়ে ফাইনাল নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল (Real Madrid confirms UCL final) ৷
1 গোলে এগিয়ে থেকে মাদ্রিদে নেমেছিল রদ্রি-দিয়াস-ব্রুইনেরা ৷ 73 মিনিটে রিয়াদ মাহরেজের জোরালো শটে গোলপার্থক্য আরও বাড়িয়ে নিয়েছিল গুয়ার্দিওলার দল ৷ একসময় মনে হচ্ছিল, বার্সেলোনায় থাকাকালীন বের্নাবাউ থেকে বহু ম্যাচ ছিনিয়ে নিয়ে যাওয়া পেপ এদিন সেই সংখ্যাটাই আরেকটা বাড়িয়ে নেবেন ৷ কিন্তু বিধি বাম ৷ দুরন্ত পারফরম্যান্সের পরেও পরপর দু'টি চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতেই ফিরতে হল সিটি'কে (Real Madrid confirms final after beating Manchester City) ৷
90 মিনিট অবধি পিছিয়ে থাকার পর রিয়ালকে ম্যাচে ফেরান রদ্রিগো সিলভা দে গোয়েজ ৷ করিম বেঞ্জেমার সাজানো বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার ৷ দু'মিনিটের মধ্যেই হেডে সমতা ফেরান তিনি ৷ অতিরিক্ত সময়ে ব্ক্সের মধ্যে বেঞ্জেমাকে ফাউল করে বসেন রুবেন দিয়াজ ৷ স্পটকিক থেকে গোল করে প্যারিসের টিকিট নিশ্চিত করেন ফরাসি জাদুকর ৷ তেকাঠির নীচে দুরন্ত থিবো কুর্তোয়াও ৷
আরও পড়ুন : ভিল্লারিয়াল 'গেরো' টপকে খেতাবি লড়াইয়ে রিয়ালকে চাইছেন সালাহ
হারলেও এদিন রিয়ালের ঘরের মাঠে গোটা ম্যাচেই দাপট দেখাল সিটি ৷ 90 মিনিট অবধি এগিয়ে থাকাই শুধু নয়, গোটা ম্যাচে তেকাঠিতে ম্যান সিটি শট নিয়েছে 10টি ৷ রিয়ালের নামের পাশে সেই সংখ্যাটা ঠিক অর্ধেক ৷ বল দখলেও এগিয়ে রদ্রিরা ৷ রিয়ালের গোললাইন-সেভ না হলে কিংবা 104 মিনিটের মাথায় ফার্নানদিনহো ফাঁকা জালে বল জড়াতে সফল হলে দেশীয় প্রতিপক্ষের ইউরোপ সেরা হওয়ার সমরে নামত সিটিই ৷
-
🛣️ The road to Paris!
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) May 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
🆚 @PSG_inside (agg. 3-2)
🆚 @ChelseaFC (agg. 5-3)
🆚 @ManCity (agg. 6-5)#APorLa14 pic.twitter.com/xYD83sjqJW
">🛣️ The road to Paris!
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) May 4, 2022
🆚 @PSG_inside (agg. 3-2)
🆚 @ChelseaFC (agg. 5-3)
🆚 @ManCity (agg. 6-5)#APorLa14 pic.twitter.com/xYD83sjqJW🛣️ The road to Paris!
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) May 4, 2022
🆚 @PSG_inside (agg. 3-2)
🆚 @ChelseaFC (agg. 5-3)
🆚 @ManCity (agg. 6-5)#APorLa14 pic.twitter.com/xYD83sjqJW
2018 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও মুখোমুখি হয়েছিল লিভারপুল-রিয়াল মাদ্রিদ ৷ সেবার বেল-বেঞ্জেমার গোলে ‘দ্য রেডস’দের হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল রিয়াল ৷ ম্যাচের প্রথমার্ধ্বে ব়্যামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়ে ছিটকে যান সালাহ ৷ চার বছর আগের বদলা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া ‘মিশরীয় ম্যাজিশিয়ান’ ৷