ETV Bharat / sports

Nadal vs Uncle Toni : শেষ ষোলোর লড়াইয়ে ‘নাদাল বনাম নাদাল’, চ্যালেঞ্জের মুখে লাল সুরকির রাজা

পাঁজরের চোট সারিয়ে খেলতে নেমে ভ্যান দে জাল্ডস্কাপকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal storms into fourth round) ৷

French Open News
শেষ ষোলোর লড়াইয়ে নাদাল বনাম নাদাল
author img

By

Published : May 28, 2022, 2:25 PM IST

প্যারিস, 28 মে : 14তম রোলাঁ গারো জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়েছেন লাল সুরকির রাজা ৷ ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বটিক ভ্যান দে জাল্ডস্কাপকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল ৷ পাঁজরের চোট সারিয়ে খেলতে নেমে এদিন প্রতিপক্ষকে মাত করে স্প্যানিশ টেনিস তারকা জানিয়েছেন, সেরা ম্যাচ খেলে উঠেছেন ৷ নাদালের পক্ষে ম্যাচের ফল 6-3, 6-2, 6-4 (Rafael Nadal storms into fourth round) ৷

শনিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমের মুখোমুখি হবেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ শুধু ফেলিক্সই নয়, শেষ ষোলোর লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ থাকবেন আরও একজন ৷ তিনিও নাদাল, এবং ফরাসি ওপেনের সম্রাটের ভুলভ্রান্তি তাঁর থেকে ভাল হয়তো কেউ জানে না ৷ এক বছরের খানিক আগে রাফার কাকা টনি নাদালকে নিজের কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন বিশ্বের 9 নম্বর টেনিস তারকা ৷ তার কয়েকদিন আগেই পেশাগত চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন কাকা-ভাইপো ৷ ফলে এবার নিজের টেনিস কেরিয়ারে যাঁর পরামর্শে একের পর এক গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলেছেন নাদাল, লড়াইটা তাঁর বিরুদ্ধেই ৷

আরও পড়ুন : রোলাঁ গারো জয়ের লক্ষ্যে একধাপ এগোলেন নাদাল-জকোভিচ, অঘটন ঘটিয়ে বিদায় ওসাকার

যদিও ফেলিক্সকে কোচিং করালেও একাধিক ম্যাচে রাফার বক্সে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে টনি নাদালকে ৷ ম্যাচের আগে ফেলিক্স জানিয়েছেন, নাদালের সঙ্গে তাঁর দ্বৈরথের দিন কোর্টে থাকবেন না কোচ ৷ প্রসঙ্গত, এর আগে একবার মুখোমুখি হয়েছিলেন নাদাল-ফেলিক্স ৷ 2019 সালের ওই ম্যাচে শেষ হাসি হেসেছিলেন লাল সুরকির রাজাই ৷ অন্যদিকে, স্ট্রেট সেটে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন জকোভিচও ৷ আলজাজ বিদেনেকে 6-3, 6-3, 6-2 ব্যবধানে হারিয়েছেন সার্বিয়ান তারকা ৷

প্যারিস, 28 মে : 14তম রোলাঁ গারো জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়েছেন লাল সুরকির রাজা ৷ ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বটিক ভ্যান দে জাল্ডস্কাপকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল ৷ পাঁজরের চোট সারিয়ে খেলতে নেমে এদিন প্রতিপক্ষকে মাত করে স্প্যানিশ টেনিস তারকা জানিয়েছেন, সেরা ম্যাচ খেলে উঠেছেন ৷ নাদালের পক্ষে ম্যাচের ফল 6-3, 6-2, 6-4 (Rafael Nadal storms into fourth round) ৷

শনিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমের মুখোমুখি হবেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ শুধু ফেলিক্সই নয়, শেষ ষোলোর লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ থাকবেন আরও একজন ৷ তিনিও নাদাল, এবং ফরাসি ওপেনের সম্রাটের ভুলভ্রান্তি তাঁর থেকে ভাল হয়তো কেউ জানে না ৷ এক বছরের খানিক আগে রাফার কাকা টনি নাদালকে নিজের কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন বিশ্বের 9 নম্বর টেনিস তারকা ৷ তার কয়েকদিন আগেই পেশাগত চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন কাকা-ভাইপো ৷ ফলে এবার নিজের টেনিস কেরিয়ারে যাঁর পরামর্শে একের পর এক গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলেছেন নাদাল, লড়াইটা তাঁর বিরুদ্ধেই ৷

আরও পড়ুন : রোলাঁ গারো জয়ের লক্ষ্যে একধাপ এগোলেন নাদাল-জকোভিচ, অঘটন ঘটিয়ে বিদায় ওসাকার

যদিও ফেলিক্সকে কোচিং করালেও একাধিক ম্যাচে রাফার বক্সে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে টনি নাদালকে ৷ ম্যাচের আগে ফেলিক্স জানিয়েছেন, নাদালের সঙ্গে তাঁর দ্বৈরথের দিন কোর্টে থাকবেন না কোচ ৷ প্রসঙ্গত, এর আগে একবার মুখোমুখি হয়েছিলেন নাদাল-ফেলিক্স ৷ 2019 সালের ওই ম্যাচে শেষ হাসি হেসেছিলেন লাল সুরকির রাজাই ৷ অন্যদিকে, স্ট্রেট সেটে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন জকোভিচও ৷ আলজাজ বিদেনেকে 6-3, 6-3, 6-2 ব্যবধানে হারিয়েছেন সার্বিয়ান তারকা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.