ETV Bharat / sports

কাজে এল না স্টিম্যাচের বার্তা, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হার ভারতের - হার ভারতের

Qatar Beat India: 2026 সালের ফিফা বিশ্বকাপ এবং 2027 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে 0-3 ব্যবধানে হার ভারতের ৷ ঘরের মাঠে লড়াকু ফুটবল উপহার দিতে ব্যর্থ ইগর স্টিম্যাচের দল ৷

India suffer defeat to fancied Qatar
কাতারের কাছে হার ভারতের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:53 PM IST

ভুবনেশ্বর, 21 নভেম্বর: ইগর স্টিম্যাচ বার্তা দিয়েছিলেন 'অলআউট খেলার' ৷ হারানোর কিছু নেই বরং প্রাপ্তির অনেককিছু আছে, ঠিক এমনটাই ছিল তাঁর বয়ান ৷ কিন্তু সেই 'অলআউট' আক্রমণের আহ্বান অনিরুদ্ধ থাপারা কাজে লাগাতে পারেলেন না ময়দানে ৷ কুয়েতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের পর 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে 0-3 গোল হারতে হল 'মেন ইন ব্লু'-কে ৷ বেশকিছু সুযোগ মিস না-করলে হয়তো আরও বড় ব্যবধানে জিততে পারত কাতার ৷

মাঠে বল গড়ানোর 4 মিনিটের মাথাতেই প্রথম গোলটি করে ভারতীয় রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দেন মুস্তাফা তারেক মাশাল ৷ তাঁর ডান পায়ের জোরালো শট থামাতে ব্যর্থ হন কিপার অমরিন্দর সিং ৷ এরপর অবশ্য় প্রথম অর্ধে আর গোল হজম করতে হয়নি ভারতীয় দলকে ৷ তবে আক্রম আফিফ যদি একের পর এক সুযোগ হাতছাড়া না করতেন ফলাফল হয়তো অন্য় হতে পারত ৷ মাসালের একটি দুরন্ত হেডার বাঁচান অমরিন্দরও ৷ দু'টি ভালো সুযোগ তৈরি করেছিল ভারতও ৷ লালেনমাউইয়া রালতে প্রথমবার সুন্দর পাস পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি ৷

বিরতির ঠিক মিনিট তিনেক আগে সুযোগ এসেছিল অনিরুদ্ধর কাছেও ৷ একা গোলকিপারকে সামনে পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি ৷ দ্বিতীয়ার্ধ শুরু হতে না-হতেই আবার এগিয়ে যায় কাতার ৷ 47 মিনিটের মাথায় স্ট্রাইকার আলমিয়াজ আলি বল জালে জড়িয়ে দেন ৷ 86 মিনিটে এসে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইউসুফ আদুরিসাগ ৷

তিন গোলের ব্যবধান কমানো সম্ভব হয়নি ভারতের পক্ষে ৷ একের পর এক আক্রমণে ভারতকে মঙ্গলবার রীতিমতো পর্যুদস্ত করেছে কাতার ৷ ভারতের বক্সের ভিতরে ঢুকেও রীতিমতো পাসের ফুলঝুরি ছোটান কাতারের ফুটবলাররা ৷ ভারতীয় ডিফেন্ডাররা বলে পা পর্যন্ত ছোঁয়াতে পারেননি ৷ কুয়েতের বিরুদ্ধে 1-0 গোলে জয়ের দরুণ এখন গ্রুপ-এ-তে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ রয়েছে অনিরুদ্ধদের কাছে ৷ তবে কুয়েতকে হারানোর পর এদিন ভারতীয় দলের খেলা যে রীতিমতো হতাশ করল সমর্থকদের, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে 2 বছর মারাকানায় ফিরল আর্জেন্তিনা, প্রতিপক্ষ ব্রাজিল
  2. বড় পদক্ষেপ ফেডারেশনের, ওয়েঙ্গারের উপস্থিতিতে ওড়িশায় ট্যালেন্ট অ্যাকাডেমির মউ স্বাক্ষর ফিফার সঙ্গে

ভুবনেশ্বর, 21 নভেম্বর: ইগর স্টিম্যাচ বার্তা দিয়েছিলেন 'অলআউট খেলার' ৷ হারানোর কিছু নেই বরং প্রাপ্তির অনেককিছু আছে, ঠিক এমনটাই ছিল তাঁর বয়ান ৷ কিন্তু সেই 'অলআউট' আক্রমণের আহ্বান অনিরুদ্ধ থাপারা কাজে লাগাতে পারেলেন না ময়দানে ৷ কুয়েতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের পর 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে 0-3 গোল হারতে হল 'মেন ইন ব্লু'-কে ৷ বেশকিছু সুযোগ মিস না-করলে হয়তো আরও বড় ব্যবধানে জিততে পারত কাতার ৷

মাঠে বল গড়ানোর 4 মিনিটের মাথাতেই প্রথম গোলটি করে ভারতীয় রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দেন মুস্তাফা তারেক মাশাল ৷ তাঁর ডান পায়ের জোরালো শট থামাতে ব্যর্থ হন কিপার অমরিন্দর সিং ৷ এরপর অবশ্য় প্রথম অর্ধে আর গোল হজম করতে হয়নি ভারতীয় দলকে ৷ তবে আক্রম আফিফ যদি একের পর এক সুযোগ হাতছাড়া না করতেন ফলাফল হয়তো অন্য় হতে পারত ৷ মাসালের একটি দুরন্ত হেডার বাঁচান অমরিন্দরও ৷ দু'টি ভালো সুযোগ তৈরি করেছিল ভারতও ৷ লালেনমাউইয়া রালতে প্রথমবার সুন্দর পাস পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি ৷

বিরতির ঠিক মিনিট তিনেক আগে সুযোগ এসেছিল অনিরুদ্ধর কাছেও ৷ একা গোলকিপারকে সামনে পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি ৷ দ্বিতীয়ার্ধ শুরু হতে না-হতেই আবার এগিয়ে যায় কাতার ৷ 47 মিনিটের মাথায় স্ট্রাইকার আলমিয়াজ আলি বল জালে জড়িয়ে দেন ৷ 86 মিনিটে এসে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইউসুফ আদুরিসাগ ৷

তিন গোলের ব্যবধান কমানো সম্ভব হয়নি ভারতের পক্ষে ৷ একের পর এক আক্রমণে ভারতকে মঙ্গলবার রীতিমতো পর্যুদস্ত করেছে কাতার ৷ ভারতের বক্সের ভিতরে ঢুকেও রীতিমতো পাসের ফুলঝুরি ছোটান কাতারের ফুটবলাররা ৷ ভারতীয় ডিফেন্ডাররা বলে পা পর্যন্ত ছোঁয়াতে পারেননি ৷ কুয়েতের বিরুদ্ধে 1-0 গোলে জয়ের দরুণ এখন গ্রুপ-এ-তে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ রয়েছে অনিরুদ্ধদের কাছে ৷ তবে কুয়েতকে হারানোর পর এদিন ভারতীয় দলের খেলা যে রীতিমতো হতাশ করল সমর্থকদের, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে 2 বছর মারাকানায় ফিরল আর্জেন্তিনা, প্রতিপক্ষ ব্রাজিল
  2. বড় পদক্ষেপ ফেডারেশনের, ওয়েঙ্গারের উপস্থিতিতে ওড়িশায় ট্যালেন্ট অ্যাকাডেমির মউ স্বাক্ষর ফিফার সঙ্গে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.