ETV Bharat / sports

PV Sindhu : টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন সিন্ধু ! - টোকিও অলিম্পিক্স

ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সূত্র অনুযায়ী, পতাকা বহনের জন্য পিভি সিন্ধুর নাম নিশ্চিত করা হয়েছে ৷ শুধু সরকারি ঘোষণা বাকি আছে ৷ আইওএ-র একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘ টোকিও অলিম্পিক্সে সিন্ধু ভারতীয় পতাকা বহন করতে চলেছেন ৷’’

পিভি সিন্ধু
পিভি সিন্ধু
author img

By

Published : Jun 26, 2021, 7:32 AM IST

Updated : Jun 26, 2021, 4:57 PM IST

নয়াদিল্লি, 26 জুন : আগামী 23 জুলাই শুরু হতে চলেছে দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ বা টোকিও অলিম্পিক্স ৷ প্রথা ভেঙে আসন্ন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করতে চলেছেন দু’জন অ্যাথলিট ৷ একজন মহিলা ও একজন পুরুষ অ্যাথলিট পতাকা বহনের সৌভাগ্য অর্জন করবেন ৷ আর এখানেই নাম উঠে আসছে তারকা শাটলার পিভি সিন্ধুর ৷ শোনা যাচ্ছে, মহিলাদের মধ্যে ভারতের পতকা বহন করতে পারেন রিও অলিম্পিক্সে রুপো জেতা সিন্ধু ৷

ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সূত্র অনুযায়ী পতকা বহনের জন্য সিন্ধুর নাম নিশ্চিত করা হয়েছে ৷ শুধু সরকারি ঘোষণা বাকি আছে ৷ আইওএ-র একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘টোকিও অলিম্পিক্সে সিন্ধু ভারতীয় পতকা বহন করতে চলেছেন ৷’’

যদিও এটি কোনও নির্দিষ্ট নিয়ম নেই, তথাপি শেষবার গেমসের পদকজয়ী কেউ পতাকা বহন করেন ৷ এবং এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে ৷ শেষ বারের গেমসের দুই মহিলা পদক জয়ীর মধ্যে কুস্তিগীর সাক্ষী মালিক এবারের অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি ৷

আরও পড়ুন : On this day in 1983: প্রথম বিশ্ব জয়ের 38 বছরে কোহলির কপিল হওয়া হল না

তবে পুরুষ অ্যাথলিটদের মধ্যে কে পতাকা বহন করবেন, তা এখনও নিশ্চিত নয় ৷ তবে কিছু বড় নাম সামনে আসছে ৷ যেমন অ্যাথলিট নীরজ চোপড়া, টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল ও কুস্তিগীর বজরং পুনিয়ারা আছেন ৷ তবে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনকারী কোনও পুরুষ অ্যাথলিট শেষ বার গেমসে পদক জেতেননি ৷

নয়াদিল্লি, 26 জুন : আগামী 23 জুলাই শুরু হতে চলেছে দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ বা টোকিও অলিম্পিক্স ৷ প্রথা ভেঙে আসন্ন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করতে চলেছেন দু’জন অ্যাথলিট ৷ একজন মহিলা ও একজন পুরুষ অ্যাথলিট পতাকা বহনের সৌভাগ্য অর্জন করবেন ৷ আর এখানেই নাম উঠে আসছে তারকা শাটলার পিভি সিন্ধুর ৷ শোনা যাচ্ছে, মহিলাদের মধ্যে ভারতের পতকা বহন করতে পারেন রিও অলিম্পিক্সে রুপো জেতা সিন্ধু ৷

ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সূত্র অনুযায়ী পতকা বহনের জন্য সিন্ধুর নাম নিশ্চিত করা হয়েছে ৷ শুধু সরকারি ঘোষণা বাকি আছে ৷ আইওএ-র একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘টোকিও অলিম্পিক্সে সিন্ধু ভারতীয় পতকা বহন করতে চলেছেন ৷’’

যদিও এটি কোনও নির্দিষ্ট নিয়ম নেই, তথাপি শেষবার গেমসের পদকজয়ী কেউ পতাকা বহন করেন ৷ এবং এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে ৷ শেষ বারের গেমসের দুই মহিলা পদক জয়ীর মধ্যে কুস্তিগীর সাক্ষী মালিক এবারের অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি ৷

আরও পড়ুন : On this day in 1983: প্রথম বিশ্ব জয়ের 38 বছরে কোহলির কপিল হওয়া হল না

তবে পুরুষ অ্যাথলিটদের মধ্যে কে পতাকা বহন করবেন, তা এখনও নিশ্চিত নয় ৷ তবে কিছু বড় নাম সামনে আসছে ৷ যেমন অ্যাথলিট নীরজ চোপড়া, টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল ও কুস্তিগীর বজরং পুনিয়ারা আছেন ৷ তবে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনকারী কোনও পুরুষ অ্যাথলিট শেষ বার গেমসে পদক জেতেননি ৷

Last Updated : Jun 26, 2021, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.