ETV Bharat / sports

Messi to Leave PSG: রোনাল্ডোর পর মেসিও কি বেদুইনের দেশে! বিশ্বজয়ীর পিএসজি ছাড়ার খবর নিশ্চিত করলেন কোচ - psg coach confirms lionel messis departure

বৃহস্পতিবার লিও'র প্যারিস ছাড়ার খবরটি নিশ্চিত করলেন খোদ পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গালতিয়ের ৷ পিএসজি'র ফরাসি কোচ এদিন জানান, শনিবার ক্লারমন্টের বিরুদ্ধে পিএসজি'র জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি ৷

Etv Bharat
পিএসজি ছাড়ছেন মেসি
author img

By

Published : Jun 1, 2023, 9:39 PM IST

Updated : Jun 1, 2023, 9:55 PM IST

প্যারিস, 1 জুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথে হেঁটে তাহলে লিওনেল আন্দ্রেস মেসিও কি বেদুইনের দেশে? পরবর্তী গন্তব্য চূড়ান্ত না-হলেও বিশ্বজয়ী আর্জেন্তাইন মহাতারকা যে পিএসজি ছাড়ছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷ বৃহস্পতিবার লিও'র প্যারিস ছাড়ার খবরটি নিশ্চিত করলেন খোদ পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গালতিয়ের ৷ পিএসজি'র ফরাসি কোচ এদিন জানান, শনিবার ক্লারমন্টের বিরুদ্ধে পিএসজি'র জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি ৷

পিএসজি'তে মেসির বিদায় নিয়ে বলতে গিয়ে আবেগঘন ফরাসি ক্লাবের কোচ বলেন, "ইতিহাসের সেরা ফুটবলারটিকে প্রশিক্ষণ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ৷ পার্ক দে প্রিন্সেসে শনিবারই শেষ ম্যাচ খেলবে ও ৷ আশা করি সেখানে ঊষ্ণ অভ্যর্থনা পাবে ও ৷"

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেতাব জয়ের লক্ষ্যে বার্সেলোনা থেকে 2021 প্যারিসের ক্লাবে যোগদান করেন মেসি ৷ ছোটবেলার ক্লাব ছেড়ে লিও'র পিএসজি'তে যোগদানে শোরগোল পড়ে যায় ফুটবল বিশ্বে ৷ কিন্তু যে উদ্দেশ্য নিয়ে লিওকে ক্লাবে আনা, সে ইচ্ছে যদিও পূরণ হয়নি পিএসজি'র ৷ তবে শেষ হতে চলা মরশুমে 11 বারের জন্য ঘরোয়া খেতাব ক্যাবিনেটে তুলেছে তারা ৷

ঘরোয়া লিগে এবছর 26 ম্যাচে মাত্র ছ'টি গোল এসেছে বিশ্বজয়ীর পা থেকে ৷ সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে 2022-23 মরশুমে পিএসজি জার্সিতে 31 ম্যাচে 16 গোল করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী ৷ কিন্তু গোলযোগের সূত্রপাত মাসখানেক আগে ৷ ক্লাবকে না-জানিয়ে পরিবারের সঙ্গে সৌদি আরবে বেড়াতে গিয়ে পিএসজি'র চক্ষুশূল হন মেসি ৷ তাঁকে বরখাস্ত করে প্যারিসের ক্লাবটি ৷ শেষমেশ মধুচন্দ্রিমাটা শেষই করে দিলেন আর্জেন্তাইন ৷

আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার

তবে পুনরায় বার্সা নয়, পিএসজি ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পদাঙ্ক অনুসরণ করে সৌদির কোনও ক্লাবেই সম্ভবত যাচ্ছেন লিও ৷ সৌদি আরবের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসের আল মিসেহালের কথায়, তাঁরা মেসিকে তাঁদের দেশে আনতে বদ্ধপরিকর ৷ আল মিসেহাল বলেন, "মেসি কোথায় যাচ্ছে আমি জানি না ৷ তবে ওকে সৌদি আরবের লিগে দেখতে মুখিয়ে আমি ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর তাহলে ষোলোকলা পূর্ণ হবে ৷"

প্যারিস, 1 জুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথে হেঁটে তাহলে লিওনেল আন্দ্রেস মেসিও কি বেদুইনের দেশে? পরবর্তী গন্তব্য চূড়ান্ত না-হলেও বিশ্বজয়ী আর্জেন্তাইন মহাতারকা যে পিএসজি ছাড়ছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷ বৃহস্পতিবার লিও'র প্যারিস ছাড়ার খবরটি নিশ্চিত করলেন খোদ পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গালতিয়ের ৷ পিএসজি'র ফরাসি কোচ এদিন জানান, শনিবার ক্লারমন্টের বিরুদ্ধে পিএসজি'র জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি ৷

পিএসজি'তে মেসির বিদায় নিয়ে বলতে গিয়ে আবেগঘন ফরাসি ক্লাবের কোচ বলেন, "ইতিহাসের সেরা ফুটবলারটিকে প্রশিক্ষণ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ৷ পার্ক দে প্রিন্সেসে শনিবারই শেষ ম্যাচ খেলবে ও ৷ আশা করি সেখানে ঊষ্ণ অভ্যর্থনা পাবে ও ৷"

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেতাব জয়ের লক্ষ্যে বার্সেলোনা থেকে 2021 প্যারিসের ক্লাবে যোগদান করেন মেসি ৷ ছোটবেলার ক্লাব ছেড়ে লিও'র পিএসজি'তে যোগদানে শোরগোল পড়ে যায় ফুটবল বিশ্বে ৷ কিন্তু যে উদ্দেশ্য নিয়ে লিওকে ক্লাবে আনা, সে ইচ্ছে যদিও পূরণ হয়নি পিএসজি'র ৷ তবে শেষ হতে চলা মরশুমে 11 বারের জন্য ঘরোয়া খেতাব ক্যাবিনেটে তুলেছে তারা ৷

ঘরোয়া লিগে এবছর 26 ম্যাচে মাত্র ছ'টি গোল এসেছে বিশ্বজয়ীর পা থেকে ৷ সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে 2022-23 মরশুমে পিএসজি জার্সিতে 31 ম্যাচে 16 গোল করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী ৷ কিন্তু গোলযোগের সূত্রপাত মাসখানেক আগে ৷ ক্লাবকে না-জানিয়ে পরিবারের সঙ্গে সৌদি আরবে বেড়াতে গিয়ে পিএসজি'র চক্ষুশূল হন মেসি ৷ তাঁকে বরখাস্ত করে প্যারিসের ক্লাবটি ৷ শেষমেশ মধুচন্দ্রিমাটা শেষই করে দিলেন আর্জেন্তাইন ৷

আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার

তবে পুনরায় বার্সা নয়, পিএসজি ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পদাঙ্ক অনুসরণ করে সৌদির কোনও ক্লাবেই সম্ভবত যাচ্ছেন লিও ৷ সৌদি আরবের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসের আল মিসেহালের কথায়, তাঁরা মেসিকে তাঁদের দেশে আনতে বদ্ধপরিকর ৷ আল মিসেহাল বলেন, "মেসি কোথায় যাচ্ছে আমি জানি না ৷ তবে ওকে সৌদি আরবের লিগে দেখতে মুখিয়ে আমি ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর তাহলে ষোলোকলা পূর্ণ হবে ৷"

Last Updated : Jun 1, 2023, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.