ETV Bharat / sports

Wrestlers Protest: পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকারকে সময় বেঁধে দিলেন ভিনেশ-বজরংরা - Protesters Decide Not To Immerse Medals In Ganga

পাঁচদিনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গৃহীত না-হলে ফের চরম সিদ্ধান্ত নেবেন তাঁরা ৷ কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবারের মতো পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে সরে এলেন প্রতিবাদী কুস্তিগীররা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 30, 2023, 9:14 PM IST

Updated : May 31, 2023, 3:44 PM IST

হরিদ্বার, 30 মে: পূর্বঘোষণা মতোই মঙ্গলবার বিকেলে হরিদ্বারের গঙ্গায় দেশের নাম উজ্জ্বল করে গলায় ঝোলানো পদক ভাসিয়ে দিতে জমায়েত হয়েছিলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ৷ ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছিল দেশবাসী ৷ এমন সময় মুশকিল আসান হলেন কৃষক নেতা নরেশ টিকাইত ৷ দেশের গর্ব, আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করা পালোয়ানদের শেষমেশ বোঝাতে সক্ষম হলেন তিনি ৷ দশহরার সন্ধেয় হরিদ্বারের গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ৷

তবে এই 'ইউ-টার্ন' মানে ব্রিজভূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া থেকে সরে আসা নয় ৷ বরং সুর চড়িয়ে সরকারকে পাঁচদিনের সময়সীমা বেঁধে দিলেন সোনার ছেলেমেয়েরা ৷ এই সময়ের মধ্যে যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং'য়ের বিরুদ্ধে ফের দৃঢ় পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন তাঁরা ৷ বিকেইউ সভাপতি নরেশ টিকাইত এদিন হরিদ্বারে গঙ্গাতীরে জড়ো হওয়া কুস্তিগীরদের থেকে পদক ফিরিয়ে নিয়ে পাঁচদিনের সময় চেয়ে নেন ৷

কৃষকনেতার কথায় আশ্বস্ত হয়ে পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসেন ভিনেশ-বজরংরা ৷ অনতিপরেই হর কি পুরী থেকে ফিরে আসেন তাঁরা ৷ উল্লেখ্য, যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ডব্লিউএফআই সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং'য়ের গ্রেফতারি চেয়ে দেশের কৃতি কুস্তিগীরদের ধরনা দ্বিতীয় দফায় পেরিয়ে গিয়েছে একমাস ৷ কিন্তু ব্রিজভূষণের গ্রেফতারি তো দূর অস্ত, কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি ৷

  • #WATCH | "Entire Indian govt is saving one man (WFI chief Brij Bhushan Sharan Singh). There will be a Khap meeting tomorrow," says Farmer leader Naresh Tikait who intervened and asked protesting wrestlers not to immerse their medals while seeking five days time#WrestlersProtest pic.twitter.com/3xm10VPQg7

    — ANI (@ANI) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুখ ফিরিয়েছে রাষ্ট্র, গঙ্গায় পদক ভাসিয়ে আমৃত্যু অনশনের ডাক ভিনেশ-বজরংদের!

28মে নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিন যন্তর মন্তরে প্রতিবাদী পালোয়ানদের উপর পুলিশি নিপীড়ন তাতে আলাদা মাত্রা যোগ করে ৷ এরপর মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে হরিদ্বারের গঙ্গায় দেশের হয়ে অর্জিত সমস্ত পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বজরং-সাক্ষী-ভিনেশরা ৷ এমনকী আমরণ অনশনের ডাকও দেন তাঁরা ৷

হরিদ্বার, 30 মে: পূর্বঘোষণা মতোই মঙ্গলবার বিকেলে হরিদ্বারের গঙ্গায় দেশের নাম উজ্জ্বল করে গলায় ঝোলানো পদক ভাসিয়ে দিতে জমায়েত হয়েছিলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ৷ ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছিল দেশবাসী ৷ এমন সময় মুশকিল আসান হলেন কৃষক নেতা নরেশ টিকাইত ৷ দেশের গর্ব, আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করা পালোয়ানদের শেষমেশ বোঝাতে সক্ষম হলেন তিনি ৷ দশহরার সন্ধেয় হরিদ্বারের গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ৷

তবে এই 'ইউ-টার্ন' মানে ব্রিজভূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া থেকে সরে আসা নয় ৷ বরং সুর চড়িয়ে সরকারকে পাঁচদিনের সময়সীমা বেঁধে দিলেন সোনার ছেলেমেয়েরা ৷ এই সময়ের মধ্যে যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং'য়ের বিরুদ্ধে ফের দৃঢ় পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন তাঁরা ৷ বিকেইউ সভাপতি নরেশ টিকাইত এদিন হরিদ্বারে গঙ্গাতীরে জড়ো হওয়া কুস্তিগীরদের থেকে পদক ফিরিয়ে নিয়ে পাঁচদিনের সময় চেয়ে নেন ৷

কৃষকনেতার কথায় আশ্বস্ত হয়ে পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসেন ভিনেশ-বজরংরা ৷ অনতিপরেই হর কি পুরী থেকে ফিরে আসেন তাঁরা ৷ উল্লেখ্য, যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ডব্লিউএফআই সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং'য়ের গ্রেফতারি চেয়ে দেশের কৃতি কুস্তিগীরদের ধরনা দ্বিতীয় দফায় পেরিয়ে গিয়েছে একমাস ৷ কিন্তু ব্রিজভূষণের গ্রেফতারি তো দূর অস্ত, কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি ৷

  • #WATCH | "Entire Indian govt is saving one man (WFI chief Brij Bhushan Sharan Singh). There will be a Khap meeting tomorrow," says Farmer leader Naresh Tikait who intervened and asked protesting wrestlers not to immerse their medals while seeking five days time#WrestlersProtest pic.twitter.com/3xm10VPQg7

    — ANI (@ANI) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুখ ফিরিয়েছে রাষ্ট্র, গঙ্গায় পদক ভাসিয়ে আমৃত্যু অনশনের ডাক ভিনেশ-বজরংদের!

28মে নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিন যন্তর মন্তরে প্রতিবাদী পালোয়ানদের উপর পুলিশি নিপীড়ন তাতে আলাদা মাত্রা যোগ করে ৷ এরপর মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে হরিদ্বারের গঙ্গায় দেশের হয়ে অর্জিত সমস্ত পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বজরং-সাক্ষী-ভিনেশরা ৷ এমনকী আমরণ অনশনের ডাকও দেন তাঁরা ৷

Last Updated : May 31, 2023, 3:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.