কলকাতা, 10 জুলাই: দীর্ঘদিন ধরে দর কষাকষির পর অবশেষে ইস্টবেঙ্গলের জালে প্রভসুখন সিং গিল ৷ 2021-22 মরশুমে গোল্ডেন গ্লাভজয়ী গোলরক্ষককে দলে নিয়ে লাল-হলুদ একপ্রকার চমক দিল বলা যায়। সঙ্গে দাদা গুরসিমরত গিলও খেলবেন লাল-হলুদ জার্সিতে। যদিও এই দুই ফুটবলারকে দলে নেওয়ার বিষয়টি ঘোষণা এখনও সরকারিভাবে করেনি ক্লাব। তবে গিল ব্রাদার্স যে ইস্টবেঙ্গলের, সে কথা হলফ করে বলাই যায় ৷ এমনকী, সোমবার সন্ধেয় কলকাতায় পৌঁছে দু'জনের মেডিক্যাল সম্পন্ন হয়েছে বলেও জানা যাচ্ছে ৷
1 কোটি 20 লক্ষ টাকা ট্রান্সফার-ফি দিয়ে প্রভসুখনকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। তবে মুম্বই সিটি এফসি'র প্রাক্তনী দাদা গুরসিমরত যোগ দিচ্ছেন ফ্রি ফুটবলার হিসেবেই। শীঘ্রই সরকারিভাবে ঘোষণা চলে আসবে লাল-হলুদের তরফে। গত মরশুমে গোলরক্ষক সমস্যায় ভুগেছিল লাল-হলুদ। কমলজিৎ সিং ভালো খেললেও তাঁকে দলে রেখেই ভালো গোলরক্ষকের খোঁজ করছিল ইস্টবেঙ্গল। সেই পরিকল্পনায় প্রথম পছন্দ ছিল প্রভসুখন। কিন্তু বাধ সাধছিল কেরালা ব্লাস্টার্সের চাহিদা মতো অর্থ ৷ অবেশেষে 1.2 কোটিতেই রফা হয়েছে বলে খবর ৷ তবে সেটাও নেহাত কম নয় ৷ কারণ, সর্বাধিক ট্রান্সফার-ফি দিয়ে নেওয়া গোলরক্ষক হিসেবে প্রভসুখনই এখন শীর্ষে ৷
প্রভসুখনের দাদা গুরসিমরত গিলকে দলে নিয়ে রক্ষণও অনেকটাই মজবুত করল লাল-হলুদ। উল্লেখ্য, পঞ্জাব ফুটবল অ্যাকাডেমি উঠে এসেছেন দুই ফুটবলারই। এদিকে ইভান গঞ্জালেসের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে। তাঁকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি ডিফেন্ডারের খোঁজে ইস্টবেঙ্গল। পাশাপাশি 13 জুলাই কলকাতা লিগে খেলতে নামছে ইস্টবেঙ্গল। কিশোরভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল কিছুটা ছন্নছাড়া ৷
-
Gill brothers headed to East Bengal.
— Marcus Mergulhao (@MarcusMergulhao) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Prabsukhan Gill and Gursimrat Singh Gill are both joining East Bengal.
East Bengal have agreed a Rs 1.2 crore transfer fee for Prabsukhan with Kerala Blasters and the brothers are travelling to Kolkata today for their medicals.
">Gill brothers headed to East Bengal.
— Marcus Mergulhao (@MarcusMergulhao) July 10, 2023
Prabsukhan Gill and Gursimrat Singh Gill are both joining East Bengal.
East Bengal have agreed a Rs 1.2 crore transfer fee for Prabsukhan with Kerala Blasters and the brothers are travelling to Kolkata today for their medicals.Gill brothers headed to East Bengal.
— Marcus Mergulhao (@MarcusMergulhao) July 10, 2023
Prabsukhan Gill and Gursimrat Singh Gill are both joining East Bengal.
East Bengal have agreed a Rs 1.2 crore transfer fee for Prabsukhan with Kerala Blasters and the brothers are travelling to Kolkata today for their medicals.
আরও পড়ুন: কোচের সুরে এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরের পক্ষে সওয়াল সুনীলের
অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট আব্দুল সাহাল সামাদকে দলে নিতে চলেছে বলেই খবর। বদলে যদিও ডিফেন্ডার প্রীতম কোটালকে ছাড়তে হবে। তবে সাহাল সবুজ-মেরুনে সই করলেও প্রথম একাদশে সুযোগ কতটা পাবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। লিস্টন কোলাসোও মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে ওড়িশার দিকে ঝুঁকে ৷ তাঁর ক্ষেত্রেও প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়লে ভারতীয় দলে ডাক পাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, মত তরুণ তুর্কীর ৷