হ্যাংঝাউ, 4 অক্টোবর: এশিয়াডে পদকজয়ের নিরিখে ইতিহাস গড়েছে ভারত ৷ গত জাকার্তা এশিয়াডে সর্বাধিক 69 পদক জয়ের রেকর্ড ভেঙেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ এখনও পর্যন্ত 74টি পদক জিতেছেন দেশের অ্যাথলিটরা ৷ আর এই কীর্তির জন্য ভারতীয় প্রতিযোগীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সোশাল মিডিয়া সাইটে ভারতের এই প্রাপ্তিকে, প্রতিযোগীদের তুলনাহীন অধ্যাবসায়ের ফল বলে উল্লেখ করেছেন তিনি ৷ এখনও পর্যন্ত এশিয়াডে ভারতের ঝুলিতে 16টি সোনা, 27টি রুপো এবং 31টি ব্রোঞ্জ জিতেছেন প্রতিযোগীরা ৷
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘এশিয়াডে ভারত আগের চেয়েও বেশি প্রজ্জ্বলিত ! 71টি পদক নিয়ে, আমরা আমাদের সর্বকালের সেরা পদক সংখ্যা উদযাপন করছি ৷ যা আমাদের ক্রীড়াবিদদের তুলনাহীন অধ্যাবসায়, দৃঢ়তা এবং খেলার প্রতি আবেগের প্রমাণ ৷ প্রতিটি পদক কঠোর পরিশ্রম এবং আবেগে ভরা জীবন কাহিনীকে তুলে ধরে ৷ সমগ্র জাতির জন্য একটি গর্বের মুহূর্ত ৷ আমাদের ক্রীড়াবিদদের অভিনন্দন ৷’’
উল্লেখ্য, এশিয়াডে সোনা জয়ের নিরিখেও ভারত রেকর্ড গড়তে পারে ৷ এখনও পর্যন্ত এশিয়াডে সর্বোচ্চ 16টি সোনা জয়ের রেকর্ড ছিল ভারতের ৷ টুর্নামেন্টের ত্রয়োদশ দিনেই ভারতীয় প্রতিযোগীরা সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছে ৷ 7 অক্টোবর টুর্নামেন্ট শেষ হবে ৷ তার আগে ভারতের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে সোনার পদকের সংখ্যা আরও বাড়ানোর ৷ সেখানে 3-4টি ক্ষেত্রে সোনার পদক প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে ৷ এমনকি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
-
India shines brighter than ever before at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
With 71 medals, we are celebrating our best-ever medal tally, a testament to the unparalleled dedication, grit and sporting spirit of our athletes.
Every medal highlights a life journey of hard work and passion.
A… pic.twitter.com/lkLaRvm8pn
">India shines brighter than ever before at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 4, 2023
With 71 medals, we are celebrating our best-ever medal tally, a testament to the unparalleled dedication, grit and sporting spirit of our athletes.
Every medal highlights a life journey of hard work and passion.
A… pic.twitter.com/lkLaRvm8pnIndia shines brighter than ever before at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 4, 2023
With 71 medals, we are celebrating our best-ever medal tally, a testament to the unparalleled dedication, grit and sporting spirit of our athletes.
Every medal highlights a life journey of hard work and passion.
A… pic.twitter.com/lkLaRvm8pn
আরও পড়ুন: তিরন্দাজিতে ইতিহাস, সোনা জিতলেন জ্যোতি সুরেখা ওজাস দেওতালে; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
আজ জ্যাভলিন ইভেন্টের ফাইনালে নামবেন বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া ৷ এই ইভেন্টে নীরজের কঠিন প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অ্যাথলিট হাঁটুর চোটের কারণে নাম প্রত্যাহার করেছেন ৷ ফলে নীরজের সামনে সোনা জয়ের সুযোগ আরও বেড়ে গিয়েছে ৷ অন্যদিকে, কবাডিতে ভারতের পুরুষ ও মহিলাদল এই মুহূর্তে বিশ্বসেরা ৷ তাঁরাও সোনা জয়ের প্রবল দাবিদার ৷ এশিয়াডে ক্রিকেটে প্রথমবার ভারতীয় দল অংশ নিয়েছে ৷ সেখানে মেয়েদের পর, ছেলেদের সামনেও সোনা জয়ের প্রবল সম্ভাবনা আছে ৷ এর পাশাপাশি, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং এইচএস প্রণয় ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ৷ পাশাপাশি, স্কোয়াশে মিক্সড ইভেন্টে দীপিকা পাল্লিকালদের সামনে ফাইনালে সোনা জয়ের সুযোগ রয়েছে ৷