নয়াদিল্লি, 28 মার্চ : আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন দেশের মহিলা ক্রীড়াবিদরা ৷ মিতালি রাজ, পিভি সিন্ধুরা বিদেশের মাটিতে তেরঙ্গার মান উঁচু করেছেন ৷ রবিবার 75তম 'মন কি বাত' অনুষ্ঠানে মিতালি, সিন্ধুদের ভূয়সী প্রশংসা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ৷
ভারতের মহিলা ক্রিকেট মানেই মিতালি রাজ ৷ দীর্ঘ 22 বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক মণিমুক্ত কুড়িয়েছেন মিতালি ৷ এই 38 বছরেও তাঁর ব্যাটে ধার কমেনি ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেন মিতালি ৷ এখানেই শেষ নয় ৷ সেই একই সিরিজে বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে 10 হাজার রানের মাইলস্টোন গড়েন ৷ মন কি বাত-এ মিতালির এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন, "দুই দশকের দীর্ঘ কেরিয়ারে আমাদের বারবার অনুপ্রাণিত করেছেন মিতালি ৷ শুধু মহিলা নয়, মিতালির কঠিন পরিশ্রম এবং সাফল্য পুরুষ ক্রিকেটারদের কাছেও বড় অনুপ্রেরণা ৷" ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের পর আন্তর্জাতিক ক্রিকেটে 10 হাজার রান সংগ্রহকারী দ্বিতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি ৷
-
India's Nari Shakti is excelling on the sports field. #MannKiBaat pic.twitter.com/pX6aeyTP4T
— PMO India (@PMOIndia) March 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India's Nari Shakti is excelling on the sports field. #MannKiBaat pic.twitter.com/pX6aeyTP4T
— PMO India (@PMOIndia) March 28, 2021India's Nari Shakti is excelling on the sports field. #MannKiBaat pic.twitter.com/pX6aeyTP4T
— PMO India (@PMOIndia) March 28, 2021
আরও পড়ুন : সংক্রমণ রোধে জনতা কার্ফু বিশ্বের কাছে অনুপ্রেরণা, বললেন মোদি
এরপর মোদির কথায় উঠে আসে পিভি সিন্ধুর প্রসঙ্গ ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সিন্ধু সম্প্রতি সুইস ওপেনে রূপোর পদক জিতেছেন ৷ অল ইংল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন ৷ অলিম্পিকে রূপোজয়ী শাটলারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ এরপর ভারতে চলতি আইএসএসএফ শুটিং বিশ্বকাপে দেশের শুটারদের সাফল্যে উচ্ছাস প্রকাশ করেছেন তিনি ৷ 13টি সোনা সহ 27টি পদক নিয়ে মেডেল তালিকায় সবার উপরে রয়েছে ভারত ৷ তিনি বলেন, "মার্চ মাসে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করি ৷ আর এই মাসেই দেশের মহিলা অ্যাথলিটরা পদক জিতেছেন, রেকর্ড তৈরি করেছেন ৷ নয়াদিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপে মেডেল তালিকায় সবার উপরে রয়েছে ভারত ৷ সোনার পদক জয়ের ক্ষেত্রেও ভারত পয়লা নম্বরে রয়েছে ৷ দেশের মহিলা ও পুরুষ শুটারদের দারুণ পারফরম্যান্সের কারণেই এটা সম্ভব হয়েছে ৷"