ETV Bharat / sports

বিলিয়ার্ডসে 22 বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত রেকর্ড পঙ্কজের - মায়ানমার

আজ মায়ানমারে 22তম বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ

বিলিয়ার্ডসে 22 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত রেকর্ড পঙ্কজের
author img

By

Published : Sep 15, 2019, 8:47 PM IST

নেপিদও (মায়ানমার), 15 সেপ্টেম্বর : একবার-দু'বার নয় ৷ মোট 22 বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত রেকর্ড গড়লেন পঙ্কজ আদবানি ৷ আজ মায়ানমারে 22তম বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ ৷ 2014 সালের পর থেকেই বিলিয়ার্ডস বা স্নুকারে কিংবা দুয়েতেই দেশের জন্য সম্মান এনেছেন পঙ্কজ ৷ শর্ট ফর্ম্যাটের বিলিয়ার্ডসে (150-আপ) বিশ্বমানের টুর্নামেন্টে শেষ 6 বছরে এটি তাঁর পঞ্চম জয় ৷

নিজের এই জয়কে 'বিশেষ' বলে উল্লেখ করেছেন পঙ্কজ ৷ 34 বছর বয়সি পঙ্কজ 6-2 স্কোরলাইনে হারালেন স্থানীয় ফেভারিট নে থ্য উ-কে ৷ টাচ অ্যান্ড গো ফর্ম্যাটে জিতে খুশি চ্যাম্পিয়ন ৷ বিরতির আগে 3-0-তে এগিয়ে ছিলেন তিনি ৷

পঙ্কজ বলেন, ''যতবারই আমি নতুন কোনও চ্যাম্পিয়নশিপে অংশ নিই, নতুন করে জয়ের খিদে তাড়া করে আমাকে ৷ আমি চাই জিততে ৷ আমার ভিতরের আগুন যে এখনও মরেনি, এই চ্যাম্পিয়নশিপ তার প্রমাণ ৷''

আজও ম্যাচের শুরু থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য ৷ 2014 সালে ব্রিটেনে পেশাদার সার্কিট ছাড়ার পরেও পঙ্কজের ধার একটুও কমেনি, বলছেন বিশেষজ্ঞরা ৷

নেপিদও (মায়ানমার), 15 সেপ্টেম্বর : একবার-দু'বার নয় ৷ মোট 22 বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত রেকর্ড গড়লেন পঙ্কজ আদবানি ৷ আজ মায়ানমারে 22তম বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ ৷ 2014 সালের পর থেকেই বিলিয়ার্ডস বা স্নুকারে কিংবা দুয়েতেই দেশের জন্য সম্মান এনেছেন পঙ্কজ ৷ শর্ট ফর্ম্যাটের বিলিয়ার্ডসে (150-আপ) বিশ্বমানের টুর্নামেন্টে শেষ 6 বছরে এটি তাঁর পঞ্চম জয় ৷

নিজের এই জয়কে 'বিশেষ' বলে উল্লেখ করেছেন পঙ্কজ ৷ 34 বছর বয়সি পঙ্কজ 6-2 স্কোরলাইনে হারালেন স্থানীয় ফেভারিট নে থ্য উ-কে ৷ টাচ অ্যান্ড গো ফর্ম্যাটে জিতে খুশি চ্যাম্পিয়ন ৷ বিরতির আগে 3-0-তে এগিয়ে ছিলেন তিনি ৷

পঙ্কজ বলেন, ''যতবারই আমি নতুন কোনও চ্যাম্পিয়নশিপে অংশ নিই, নতুন করে জয়ের খিদে তাড়া করে আমাকে ৷ আমি চাই জিততে ৷ আমার ভিতরের আগুন যে এখনও মরেনি, এই চ্যাম্পিয়নশিপ তার প্রমাণ ৷''

আজও ম্যাচের শুরু থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য ৷ 2014 সালে ব্রিটেনে পেশাদার সার্কিট ছাড়ার পরেও পঙ্কজের ধার একটুও কমেনি, বলছেন বিশেষজ্ঞরা ৷

Kolkata, Sep 15 (ANI): Army Eastern Command on Sep 14 condoled the death of 'Dutch', a 9-year-old dog in Kolkata. Officials paid last respects to the dog who died on September 11, by garlanding him. Dutch was instrumental in identifying Improvised Explosive Device (IED) in various operations.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.