টোকিয়ো, 24 মার্চ: 2020 টোকিয়ো অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার কথা বললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ কোরোনা ভাইরাসের প্রকোপ না কমলে অলিম্পিক গেমস বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন আবে ৷ বাতিল না হয়ে আপাতত একবছর পিছিয়ে যাচ্ছে "দ্য় গ্রেটেস্ট শো অন আর্থ ৷"
24 জুলাই থেকে জাপানের রাজধানী টোকিয়োতে অলিম্পিকের আসর বসার কথা ছিল ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণের জেরে বিশ্বজুড়ে যা পরিস্থিতি তাতে জুলাইয়ে অলিম্পিক শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিলই ৷ এই অবস্থায় আয়োজকরা একবছরের জন্য অলিম্পিক পিছিয়ে দিতে রাজি হয়েছে ৷ এই বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, "আমি একবছরের জন্য অলিম্পিক পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ এই প্রস্তাবে সায় দিয়েছেন ৷" তিনি আরও বলেন, এতে অ্যাথলিটদের পক্ষে সুবিধা হবে ৷ পাশাপাশি দর্শকরাও সুরক্ষিত থাকবে ৷"
কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ পিছিয়ে এসেছিল আগেই ৷ টোকিয়ো অলিম্পিকে দেশের অ্যাথলিটদের পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একমাস অপেক্ষা করবে বলে জানিয়েছিল ভারত ৷ এই পরিস্থিতিতে 2020 টোকিয়ো অলিম্পিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চার সপ্তাহ চেয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷ IOC সিদ্ধান্ত নেওয়ার আগেই পিছিয়ে এল গেমস আয়োজকরা ৷ একইভাবে পিছিয়ে গেল টোকিয়ো প্যারালিম্পিক গেমসও ৷