ETV Bharat / sports

কেন্দ্রের নির্দেশমতো 3 সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন

Ad Hoc Committee in WFI: রবিবার কেন্দ্রীয় সরকার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ দিয়েছিল ৷ তাতে বলা হয়েছিল ভারতীয় অলিম্পিক ফেডারশনকে কুস্তির যাবতীয় বিষয়গুলি এবার থেকে দেখতে হবে ৷ সেইমতো আজ, বুধবার তিন সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক সংস্থা ৷

অ্যাড-হক কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন
Ad Hoc Committee in WFI
author img

By PTI

Published : Dec 27, 2023, 5:38 PM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) বুধবার ডব্লিউএফআই-এর সমস্ত বিষয়গুলি দেখাশোনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করল ৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশমতো এদিন অলিম্পিক অ্যাসোসিয়েশন এই কমিটি গঠন করা হয়েছে ৷ যত দিন না নতুন পূর্ণাঙ্গ কমিটি তৈরি হচ্ছে, তত দিন একটি অ্যাড-হক কমিটিকে কাজকর্ম পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে কুস্তিগীরদের যৌন হেনস্তা কাণ্ডে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্চয় সিং ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটির সভাপতির পদে দায়িত্ব পান ৷ কিন্তু তারপরই সঞ্জয় সিংয়ের কমিটি তড়িঘড়ি অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-20 প্রতিযোগিতা ঘোষণা করেন। এই ঘোষণা নিয়ম বহির্ভূতভাবে করা হয় বলে জানানো হয়ে কেন্দ্রীয় সরকারের তরফে। কারণ কোনও প্রতিযোগিতার আগে অন্তত 15 দিনের নোটিশ দিতে হয় বলে জানিয়েছে সরকার। কুস্তিগীরদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হয়। কিন্তু কোনও নিয়মই মানা হয়নি।

3 সদস্যের অ্যাড-হক কমিটি
Ad Hoc Committee in WFI

এরপরই হস্তক্ষেপ করেছে সরাসরি ক্রীড়ামন্ত্রক। বরখাস্ত করেছে জাতীয় কুস্তি সংস্থাকেই। জানিয়ে দিয়েছে, নবনির্বাচিত প্যানেল নির্বাসিত। ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে বলা হয়েছে, কুস্তির তদারকি করার জন্য অ্যাড-হক কমিটি তৈরি করার। তারপরই এই কমিটি গঠনের জন্য 3 সদস্যের দল গঠন করা হয় ৷ পিটি ঊষার নেতৃত্বাধীন অলিম্পিক্স সংস্থা যে কমিটি ঘোষণা করেছে তার মাথায় রয়েছেন ভূপিন্দর সিংহ বাজওয়া (উশু)। বাকি দু'জন হলেন এমএম সোমায়া (হকি) ও মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন)। বিশ্ব কুস্তি সংস্থা যখন নির্বাচন না-হওয়ায় ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছিল সেই সময় যে অ্যাড-হক কমিটি তৈরি করা হয়েছিল সেখানেও এই তিন জন ছিলেন। এ বারও তাঁদের উপরেই ভরসা রাখা হয়েছে।

এছাড়াও, ব্রিজভূষণের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং নিয়োগের পরে কুস্তিগীররা ফের সরব হন ৷ টালমাটাল কুস্তি জগৎ ৷ অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক তাঁর 'সাধনা সম্মান' কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন ৷ পাশাপাশি বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ গতকাল, অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফেরাচ্ছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বীরেন্দ্র আর্য আখাড়ায় রাহুল গান্ধি, কথা বজরং পুনিয়া-সহ বাকি কুস্তিগীরদের সঙ্গে
  2. সাক্ষী-বজরংয়ের পর ভিনেশ! খেলরত্ন-অর্জুন ফেরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুস্তিগীরের
  3. টালমাটাল কুস্তি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) বুধবার ডব্লিউএফআই-এর সমস্ত বিষয়গুলি দেখাশোনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করল ৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশমতো এদিন অলিম্পিক অ্যাসোসিয়েশন এই কমিটি গঠন করা হয়েছে ৷ যত দিন না নতুন পূর্ণাঙ্গ কমিটি তৈরি হচ্ছে, তত দিন একটি অ্যাড-হক কমিটিকে কাজকর্ম পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে কুস্তিগীরদের যৌন হেনস্তা কাণ্ডে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্চয় সিং ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটির সভাপতির পদে দায়িত্ব পান ৷ কিন্তু তারপরই সঞ্জয় সিংয়ের কমিটি তড়িঘড়ি অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-20 প্রতিযোগিতা ঘোষণা করেন। এই ঘোষণা নিয়ম বহির্ভূতভাবে করা হয় বলে জানানো হয়ে কেন্দ্রীয় সরকারের তরফে। কারণ কোনও প্রতিযোগিতার আগে অন্তত 15 দিনের নোটিশ দিতে হয় বলে জানিয়েছে সরকার। কুস্তিগীরদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হয়। কিন্তু কোনও নিয়মই মানা হয়নি।

3 সদস্যের অ্যাড-হক কমিটি
Ad Hoc Committee in WFI

এরপরই হস্তক্ষেপ করেছে সরাসরি ক্রীড়ামন্ত্রক। বরখাস্ত করেছে জাতীয় কুস্তি সংস্থাকেই। জানিয়ে দিয়েছে, নবনির্বাচিত প্যানেল নির্বাসিত। ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে বলা হয়েছে, কুস্তির তদারকি করার জন্য অ্যাড-হক কমিটি তৈরি করার। তারপরই এই কমিটি গঠনের জন্য 3 সদস্যের দল গঠন করা হয় ৷ পিটি ঊষার নেতৃত্বাধীন অলিম্পিক্স সংস্থা যে কমিটি ঘোষণা করেছে তার মাথায় রয়েছেন ভূপিন্দর সিংহ বাজওয়া (উশু)। বাকি দু'জন হলেন এমএম সোমায়া (হকি) ও মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন)। বিশ্ব কুস্তি সংস্থা যখন নির্বাচন না-হওয়ায় ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছিল সেই সময় যে অ্যাড-হক কমিটি তৈরি করা হয়েছিল সেখানেও এই তিন জন ছিলেন। এ বারও তাঁদের উপরেই ভরসা রাখা হয়েছে।

এছাড়াও, ব্রিজভূষণের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং নিয়োগের পরে কুস্তিগীররা ফের সরব হন ৷ টালমাটাল কুস্তি জগৎ ৷ অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক তাঁর 'সাধনা সম্মান' কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন ৷ পাশাপাশি বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ গতকাল, অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফেরাচ্ছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বীরেন্দ্র আর্য আখাড়ায় রাহুল গান্ধি, কথা বজরং পুনিয়া-সহ বাকি কুস্তিগীরদের সঙ্গে
  2. সাক্ষী-বজরংয়ের পর ভিনেশ! খেলরত্ন-অর্জুন ফেরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুস্তিগীরের
  3. টালমাটাল কুস্তি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.