হায়দরাবাদ, 6 এপ্রিল : বিয়ে করছেন অলিম্পিকে পদকজয়ী শুটার গগন নারাং ৷ 37 বছর বয়সে বিয়েটা সেরে ফেলার সিদ্ধান্ত নিলেন তিনি ৷ তাও আবার একসময়ের সতীর্থের সঙ্গে ৷ পাত্রী অন্নু রাজ সিং একজন শুটার ৷ চলতি মাসের শেষদিকে নিজামের শহর হায়দরাবাদে বসছে বিয়ের আসর ৷
গগন এবং অন্নু একে অপরকে দুই দশকের বেশি সময় ধরে চেনেন ৷ ভারতীয় শুটিং দলের হয়ে একসঙ্গে বহু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৷ 2012 সালে লন্ডন অলিম্পিকসে 10 মিটার এয়ার রাইফেলসে ব্রোঞ্জ জেতেন গগন ৷ অঞ্জুর ঝুলিতেও রয়েছে কমনওয়েলথ গেমস জয়ের পদক ৷ বলা যায়, বন্দুকের প্রতি প্রেম দু'জনকে কাছে নিয়ে এসেছে ৷ এই বিষয়ে অন্নু রাজ সিং বলেছেন, "2002 সাল থেকে আমরা টিমমেট ৷ আর বন্ধুত্বের শুরুটা তখন থেকেই ৷ দুজনে দীর্ঘসময় ধরে একসঙ্গে রয়েছি ৷ একে অপরের ভালো ও খারাপ সময়ে পাশে থেকেছি ৷ তারপরই বিয়ের সিদ্ধান্ত ৷"
আরও পড়ুন : কলকাতা ময়দানে একবছর পর শুরু বাস্কেটবল লিগ
আর গগন বলছেন, "এটা লাভ এবং অ্যারেঞ্জ দুটোই ৷ কারণ আমার মা অন্নুকে খুব স্নেহ করেন ৷ ওর মা-বাবাও আমাকে ভালোবাসেন ৷ তাই দেখেশুনে বিয়ে হচ্ছে তা বলাই যায় ৷" 37 বছরের এই শুটার লকডাউনের সময় বাবা-মার সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন ৷ তখনই বিয়ের সিদ্ধান্ত নেন ৷
তবে বর্তমানে শুটিং থেকে অবসর নিয়েছেন অন্নু ৷ অভিজ্ঞ এই শুটার এখন ধারাভাষ্যের ভূমিকা পালন করেন ৷ দিল্লিতে সদ্য সমাপ্ত শুটিং বিশ্বকাপে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিয়েছেন ৷ এদিকে হায়দরাবাদে রয়েছে গগনের শুটিং অ্যাকাডেমি 'গান ফর গ্লোরি' ৷