ভাস্কো, 7 ফেব্রুয়ারি : বারবার তিনবার । ওড়িশা এফসির বিরুদ্ধে হারের হ্যাটট্রিক অব্যাহত এসসি ইস্টবেঙ্গলের । শেষ দুই সাক্ষাতে গোলের উৎসব হলেও ব্যবধান আগের দু'বারে ছিল এক এবং দু'গোলের ৷ তৃতীয় সাক্ষাতে ইতিহাস বদলাতে মরিয়া ছিল মারিওর ছেলেরা ৷ কিন্তু এবারও লাল-হলুদ ব্রিগেড কলিঙ্গ জয়ে ব্যর্থ । ম্যাচের ফল ওড়িশা এফসির পক্ষে 2-1 (SC East Bengal beaten by Odisha FC)।
ওড়িশার হয়ে গোল করেন জোনাথাস এবং জাভি হার্নান্দেজ । ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি করেন পেরোসেভিচ । পরিসংখ্যান বলছে গোলমুখী শট নেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন মার্সেলোরা । কিন্তু লক্ষ্যভেদে বাজিমাত করেছেন জোনাথাস-আরিদেরা । ম্যাচের 23 মিনিটেই জোনাথাসের গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ ।
-
.@javih89 fires @OdishaFC into the lead! 🔥#SCEBOFC #HeroISL #LetsFootball pic.twitter.com/W71mPw5SrK
— Indian Super League (@IndSuperLeague) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@javih89 fires @OdishaFC into the lead! 🔥#SCEBOFC #HeroISL #LetsFootball pic.twitter.com/W71mPw5SrK
— Indian Super League (@IndSuperLeague) February 7, 2022.@javih89 fires @OdishaFC into the lead! 🔥#SCEBOFC #HeroISL #LetsFootball pic.twitter.com/W71mPw5SrK
— Indian Super League (@IndSuperLeague) February 7, 2022
আরও পড়ুন : ATKMB vs HYD FC : হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে প্রতি আক্রমণ হাতিয়ার জুয়ান ফেরান্দোর
তারপরে আক্রমনের ঝড় তুললেও প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে ব্যর্থ পেরোসেভিচ-মার্সেলোরা । ওড়িশা এফসির ডিফেন্ডারদের পায়ের জঙ্গলে লাল-হলুদ আক্রমন পথ হারিয়েছে বারবার । 64 মিনিটে পর্চের বাড়ানো বল ধরে পেরোসেভিচ সমতা ফেরালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি । 75 মিনিটের মাথায় ফের ওড়িশাকে এগিয়ে দেন জাভি হার্নান্দেজ । শেষ মুহূর্তে হিরার অসাধারণ গোল লাইন সেভ না হলে লজ্জা আরও বাড়ত পদ্মাপাড়ের ক্লাবের ৷