নিউইয়র্ক, 5 সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেলেন টুর্নামেন্টের শীর্ষবাছাই কার্লোস আলকারাজ ৷ অবাছাই মাত্তেও আরনালদির বিরুদ্ধে 6-3, 6-3, 6-4 স্ট্রেট সেটে জিতেছেন 20 বছরের স্প্যানিশ তরুণ ৷ তবে, স্ট্রেট সেটে ম্যাচ জিতলেও তাঁকে কঠিন লড়াইয়ে ফেলেছিলেন মাত্তেও ৷ কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করেছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ড্যানিয়েল মেদভেদেভ ৷ চার সেটের ম্যাচে 2-6, 6-4, 6-1, 6-2 পয়েন্টে রাউন্ড ষোলোর ম্যাচে অজি প্রতিপক্ষ অ্যালেক্স দে মিনাউরের বিরুদ্ধে জয় পান 2021 যুক্তরাষ্ট্র ওপেনজয়ী তারকা ৷
রাউন্ড-16’র ম্যাচে দিনের শুরুতে অবাছাই মাত্তেও আরনালদির বিরুদ্ধে মুখোমুখি হন সদস্য উইম্বলডন জয়ী তথা যুক্তরাষ্ট্র ওপেনের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ ৷ এ দিন শুরু থেকেই ছন্দে ছিলেন কার্লোস ৷ প্রথম দুই সেট 6-3, 6-3 কার্যত হেলায় জিতে নেন তিনি ৷ তবে, ফ্ল্যাশিং মিডোসে আর্থার অ্যাশ স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডে কার্লোস আলকারাজকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন 61 নম্বর ব়্যাংকিং মাত্তেও আরনালদি ৷ শুরুতে পরপর কয়েকটি গেম হেরে কিছুটা চাপে পড়ে যান টুর্নামেন্টের শীর্ষ বাছাই ৷ এমনকি কয়েকটি গেম জিততে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে ৷
-
Daniil Medvedev surges into the quarterfinals! pic.twitter.com/0NqT1XowO3
— US Open Tennis (@usopen) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Daniil Medvedev surges into the quarterfinals! pic.twitter.com/0NqT1XowO3
— US Open Tennis (@usopen) September 5, 2023Daniil Medvedev surges into the quarterfinals! pic.twitter.com/0NqT1XowO3
— US Open Tennis (@usopen) September 5, 2023
তবে, উঠতি স্প্যানিশ তারকার সামনে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মাত্তেও আরনালদি ৷ দুরন্ত কামব্যাক করে 6-4 পয়েন্টে তৃতীয় সেটও নিজের নামে করেন কার্লোস আলকারাজ ৷ কোয়ার্টার-ফাইনালে তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টের দ্বাদশ বাছাই জার্মানির অ্যালেকজান্ডার জেভেরেভ ৷ যিনি ষষ্ঠ বাছাই জানিক সিনারের বিরুদ্ধে পাঁচ সেটের ম্যারাথন ম্যাচ জিতে কোয়ার্টারে প্রবেশ করেছেন ৷ 6-4, 3-6, 6-2, 4-6, 6-3 সেটে ম্যাচ জেতেন আলেকজান্ডার জেভেরেভ ৷
-
Alexander Zverev will meet the reigning #USOpen champ in the quarterfinals. pic.twitter.com/lFKIFOxNrc
— US Open Tennis (@usopen) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Alexander Zverev will meet the reigning #USOpen champ in the quarterfinals. pic.twitter.com/lFKIFOxNrc
— US Open Tennis (@usopen) September 5, 2023Alexander Zverev will meet the reigning #USOpen champ in the quarterfinals. pic.twitter.com/lFKIFOxNrc
— US Open Tennis (@usopen) September 5, 2023
-
Carlos keeps rolling! 💪 pic.twitter.com/UvwArcN1PK
— US Open Tennis (@usopen) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Carlos keeps rolling! 💪 pic.twitter.com/UvwArcN1PK
— US Open Tennis (@usopen) September 4, 2023Carlos keeps rolling! 💪 pic.twitter.com/UvwArcN1PK
— US Open Tennis (@usopen) September 4, 2023
আরও পড়ুন: অঘটনের ইউএস ওপেনে 'জোকার রাজ' ! ছিটকে গেলেন শিয়নটেক, প্রত্যাশিত ফর্মে শেষ আটে জকোভিচ
অন্যদিকে, 2-6, 6-4, 6-1, 6-2 চার সেটের ম্যাচে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ অ্যালেক্স দে মিনাউরকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গিয়েছেন রাশিয়ান টেনিস তারকা ড্যানিয়েল মেদভেদেভ ৷ প্রথম সেটটি ত্রয়োদশ বাছাই অজি প্রতিপক্ষের কাছে হেরে যান তিনি ৷ দ্বিতীয় রাউন্ডেও সমানে সমামে কট্টর দেন মিনাউর ৷ কিন্তু, মেদভেদেভের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাঁকে ৷ 6-4 গেমে সেট জিতে ম্যাচে ফেরেন রাশিয়ান তারকা ৷ এর পর প্রতিপক্ষকে ম্যাচে ফিরতে দেননি তিনি ৷ 6-1, 6-2 এর দুরন্ত পারফর্ম্যান্সে রাউন্ড-16’র ম্যাচ জিতে নেন তিনি ৷ কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টের অষ্টম বাছাই স্বদেশীয় আন্দ্রে রুবলেভ ৷