ETV Bharat / sports

Djokovic Leaves Australia : রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রেখে অস্ট্রেলিয়া ছাড়লেন 'হতাশ' জকোভিচ - Djokovic was scheduled to play his first match on Monday

সোমবার স্থানীয় সময় সন্ধেবেলা প্রথম ম্যাচে খেলতে নামার কথা ছিল জকোভিচের (Djokovic was scheduled to play his first match on Monday) ৷ লক্ষ্য ছিল 21তম মেজর জয় ৷ কিন্তু শুরুর আগেই সব শেষ ৷

Djokovic Leaves Australia
রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রেখে অস্ট্রেলিয়া ছাড়লেন 'হতাশ' জকোভিচ
author img

By

Published : Jan 16, 2022, 8:58 PM IST

মেলবোর্ন, 16 জানুয়ারি : রড লেভার এরিনায় টানা চতুর্থবার খেতাব জয়ের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ৷ আইনি লড়াইয়ে হেরে অস্ট্রেলিয়া ছাড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic leaves Australia after court rejects visa appeal) ৷ করোনা টিকা না নেওয়ায় সেদেশে প্রবেশের পর থেকেই সার্বিয়ান টেনিস তারকার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার ৷ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ফেডেরাল কোর্টের রায় গিয়েছিল 'জোকার'-র পক্ষেই ৷ কিন্তু দ্বিতীয় দফায় বড়সড় ধাক্কা খেলেন সার্বিয়ান ৷

সোমবার স্থানীয় সময় সন্ধেবেলা প্রথম ম্যাচে খেলতে নামার কথা ছিল জকোভিচের (Djokovic was scheduled to play his first match on Monday) ৷ লক্ষ্য ছিল রজার ফেডেরার, রাফায়েল নাদালকে ছাপিয়ে রেকর্ড 21তম মেজর জয় ৷ কিন্তু শুরুর আগেই সব শেষ ৷ সর্বকালের অন্যতম সেরা টেনিস প্লেয়ারের সঙ্গে একটি রাষ্ট্রের দিনকয়েকের আইনি লড়াই থামল বটে ৷ তবে শেষমেশ যেটা ঘটল তা টেনিস অনুরাগীদের কাছে অনাকাঙ্ক্ষিতই বলা চলে ৷

বিদায়বেলায় দেওয়া এক বিবৃতিতে 'জোকার' জানান, ফেডেরাল কোর্টের রায়ে তিনি হতাশ, তবে অস্ট্রেলিয়া ছাড়ার ব্যাপারে তিনি সমস্তরকম সহযোগিতা করতে প্রস্তুত ৷ 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমার দিকে সকলের নজর থাকায় খুব একটা স্বস্তিবোধ করছিলাম না ৷ এবার মনে হয় সকলের নজর টুর্নামেন্টে থাকবে, যে টুর্নামেন্টকে আমি বড্ড ভালবাসি ৷"

আরও পড়ুন : Novak Djokovic Visa Plea Dismissed : খারিজ জকোভিচের আবেদন, অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল আদালতে

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলা সমস্ত প্রতিযোগী, ম্যাচ অফিসিয়াল, স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানে ওঠেন নোভাক ৷ সেখান থেকে ইউরোপ ৷ প্রথম দফায় আদালতের রায় টেনিস তারকাক পক্ষে গেলেও অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজ ক্ষমতাবলে পুনরায় জকোভিচের ভিসা বাতিল করেন ৷ এ যাত্রায় আবেদন করে সাড়া পেলেন না বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকা ৷

মেলবোর্ন, 16 জানুয়ারি : রড লেভার এরিনায় টানা চতুর্থবার খেতাব জয়ের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ৷ আইনি লড়াইয়ে হেরে অস্ট্রেলিয়া ছাড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic leaves Australia after court rejects visa appeal) ৷ করোনা টিকা না নেওয়ায় সেদেশে প্রবেশের পর থেকেই সার্বিয়ান টেনিস তারকার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার ৷ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ফেডেরাল কোর্টের রায় গিয়েছিল 'জোকার'-র পক্ষেই ৷ কিন্তু দ্বিতীয় দফায় বড়সড় ধাক্কা খেলেন সার্বিয়ান ৷

সোমবার স্থানীয় সময় সন্ধেবেলা প্রথম ম্যাচে খেলতে নামার কথা ছিল জকোভিচের (Djokovic was scheduled to play his first match on Monday) ৷ লক্ষ্য ছিল রজার ফেডেরার, রাফায়েল নাদালকে ছাপিয়ে রেকর্ড 21তম মেজর জয় ৷ কিন্তু শুরুর আগেই সব শেষ ৷ সর্বকালের অন্যতম সেরা টেনিস প্লেয়ারের সঙ্গে একটি রাষ্ট্রের দিনকয়েকের আইনি লড়াই থামল বটে ৷ তবে শেষমেশ যেটা ঘটল তা টেনিস অনুরাগীদের কাছে অনাকাঙ্ক্ষিতই বলা চলে ৷

বিদায়বেলায় দেওয়া এক বিবৃতিতে 'জোকার' জানান, ফেডেরাল কোর্টের রায়ে তিনি হতাশ, তবে অস্ট্রেলিয়া ছাড়ার ব্যাপারে তিনি সমস্তরকম সহযোগিতা করতে প্রস্তুত ৷ 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমার দিকে সকলের নজর থাকায় খুব একটা স্বস্তিবোধ করছিলাম না ৷ এবার মনে হয় সকলের নজর টুর্নামেন্টে থাকবে, যে টুর্নামেন্টকে আমি বড্ড ভালবাসি ৷"

আরও পড়ুন : Novak Djokovic Visa Plea Dismissed : খারিজ জকোভিচের আবেদন, অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল আদালতে

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলা সমস্ত প্রতিযোগী, ম্যাচ অফিসিয়াল, স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানে ওঠেন নোভাক ৷ সেখান থেকে ইউরোপ ৷ প্রথম দফায় আদালতের রায় টেনিস তারকাক পক্ষে গেলেও অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজ ক্ষমতাবলে পুনরায় জকোভিচের ভিসা বাতিল করেন ৷ এ যাত্রায় আবেদন করে সাড়া পেলেন না বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.