ETV Bharat / sports

French Open: লাল সুড়কিতে জোকার-রাজ, বিবর্ণ ফরাসি ওপেনে ইতিহাস সার্বিয়ান কিংবদন্তির - Novak Djokovic

ফেডেরার অবসরে । রাফায়েল নাদাল, অ্যান্ডি মারেকেও পায়নি লাল সুড়কি । ফলে খানিক বিবর্ণ ছিল এবারের ফরাসি ওপেন । শেষলগ্নে এসে তাতেই রঙ মাখালেন সার্বিয়ান কিংবদন্তি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 11, 2023, 10:11 PM IST

Updated : Jun 11, 2023, 10:44 PM IST

প্যারিস, 11 জুন: সম্রাটের সাম্রাজ্যে ঢুকে তাঁকেই টপকে গেলেন নোভাক জকোভিচ । ঘরে শুধু ফরাসি ওপেনই এল না, ফিলিপ শাতিয়ের কোর্টে লাল সুড়কির অবিসংবাদী সম্রাটকেও টপকে গেলেন জোকার । 23তম গ্র্যান্ড স্ল্যামে এখন তিনিই সেরা । রবিবারের রাতে নয়া ইতিহাস গড়লেন সার্বিয়ান তারকা । ফিলিপ শাতিয়ের কোর্টে ক্যাসপার রুডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন জোকার । ফরাসি ওপেন 2023-এর ফাইনাল জিতে নিলেন 7-6 (7-1), 6-3, 7-5 ব্যবধানে ।

রজার ফেডেরার অবসরে । ছিলেন না রাফায়েল নাদাল, নিদেনপক্ষে অ্যান্ডি মারেকেও পায়নি লাল সুড়কি । একমাত্র ছিলেন তিনিই, নোভাক জকোভিচ । ফলে খানিক বিবর্ণ ছিল এবারের ফরাসি ওপেন । শেষলগ্নে এসে তাতেই রঙ মাখালেন সার্বিয়ান কিংবদন্তি । নাদালকে টপকে এখন তাঁর ক্যাবিনেটেই রয়েছে সবচেয়ে বেসি গ্র্যান্ড স্ল্যাম ।

রবিবারের ফাইনালে শুরুতেই জকোভিচকে লড়াই দিয়েছিলেন ক্যাসপার রুড । প্রথম সেটে একসময় 2-0 গেমে এগিয়ে গিয়েছিলেন । রীতিমতো ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন জোকার । ফলে কেউ ভাবতেই পারেননি, ওই অবস্থা থেকে স্ট্রেট সেটে ম্যাচ জিতবেন জকোভিচ । শেষপর্যন্ত প্রথম সেট 7-6 (7-1) ব্যবধানে জিতে নেন । দ্বিতীয় সেটে কার্যত আত্মসমর্পণ করেন রুড । 6-3 ব্যবধানে ওই সেট জিতে নেন জকোভিচ ।

আরও পড়ুন: খেতাব ধরে রেখে প্যারিসের রানি সেই শিয়নতেক

তিন নম্বর সেটে ফের প্রতিরোধ গড়ে তোলেন নরওয়ের তারকা । যদিও জকোভিচকে বিপদে ফেলতে তা যথেষ্ট ছিল না । অসাধারণ ফোরহ্যান্ডের সৌজন্যে কেরিয়ারের 3 নম্বর ফরাসি ওপেন ঘরে তুললেন জকোভিচ । অন্যদিকে পুরুষদের ডবলসে জিতেছে ইভান ডোডিগ ও অস্টিন ক্রাজিচেকের জুটি । 6-3, 6-1 ব্যবধানে স্ট্রেট সেটে তাঁরা হারিয়েছেন জর্গ্যান ভ্লিয়েগেন ও সান্ডার গিলির জুটিকে ।

আরও পড়ুন: দাদাদের ব্যর্থতার দিনে সফল বোনেরা, জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতল ভারতীয় দল

প্যারিস, 11 জুন: সম্রাটের সাম্রাজ্যে ঢুকে তাঁকেই টপকে গেলেন নোভাক জকোভিচ । ঘরে শুধু ফরাসি ওপেনই এল না, ফিলিপ শাতিয়ের কোর্টে লাল সুড়কির অবিসংবাদী সম্রাটকেও টপকে গেলেন জোকার । 23তম গ্র্যান্ড স্ল্যামে এখন তিনিই সেরা । রবিবারের রাতে নয়া ইতিহাস গড়লেন সার্বিয়ান তারকা । ফিলিপ শাতিয়ের কোর্টে ক্যাসপার রুডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন জোকার । ফরাসি ওপেন 2023-এর ফাইনাল জিতে নিলেন 7-6 (7-1), 6-3, 7-5 ব্যবধানে ।

রজার ফেডেরার অবসরে । ছিলেন না রাফায়েল নাদাল, নিদেনপক্ষে অ্যান্ডি মারেকেও পায়নি লাল সুড়কি । একমাত্র ছিলেন তিনিই, নোভাক জকোভিচ । ফলে খানিক বিবর্ণ ছিল এবারের ফরাসি ওপেন । শেষলগ্নে এসে তাতেই রঙ মাখালেন সার্বিয়ান কিংবদন্তি । নাদালকে টপকে এখন তাঁর ক্যাবিনেটেই রয়েছে সবচেয়ে বেসি গ্র্যান্ড স্ল্যাম ।

রবিবারের ফাইনালে শুরুতেই জকোভিচকে লড়াই দিয়েছিলেন ক্যাসপার রুড । প্রথম সেটে একসময় 2-0 গেমে এগিয়ে গিয়েছিলেন । রীতিমতো ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন জোকার । ফলে কেউ ভাবতেই পারেননি, ওই অবস্থা থেকে স্ট্রেট সেটে ম্যাচ জিতবেন জকোভিচ । শেষপর্যন্ত প্রথম সেট 7-6 (7-1) ব্যবধানে জিতে নেন । দ্বিতীয় সেটে কার্যত আত্মসমর্পণ করেন রুড । 6-3 ব্যবধানে ওই সেট জিতে নেন জকোভিচ ।

আরও পড়ুন: খেতাব ধরে রেখে প্যারিসের রানি সেই শিয়নতেক

তিন নম্বর সেটে ফের প্রতিরোধ গড়ে তোলেন নরওয়ের তারকা । যদিও জকোভিচকে বিপদে ফেলতে তা যথেষ্ট ছিল না । অসাধারণ ফোরহ্যান্ডের সৌজন্যে কেরিয়ারের 3 নম্বর ফরাসি ওপেন ঘরে তুললেন জকোভিচ । অন্যদিকে পুরুষদের ডবলসে জিতেছে ইভান ডোডিগ ও অস্টিন ক্রাজিচেকের জুটি । 6-3, 6-1 ব্যবধানে স্ট্রেট সেটে তাঁরা হারিয়েছেন জর্গ্যান ভ্লিয়েগেন ও সান্ডার গিলির জুটিকে ।

আরও পড়ুন: দাদাদের ব্যর্থতার দিনে সফল বোনেরা, জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতল ভারতীয় দল

Last Updated : Jun 11, 2023, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.