ETV Bharat / sports

Asian Games 2023: সেইলিং ইভেন্টে দ্বিতীয় পদক ভারতের, নেহার রুপোর পর পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ এবাদ আলির

Mens 400m Medley Relay Team Advance to Asian Games Final: এশিয়াডে আরও একটি পদক ৷ এবার মেয়েদের ডিংঘি সেইলিং ইভেন্টে রুপো জিতলেন নেহা ঠাকুর ৷ 400 মিটারের মেডলি রিলে সাঁতারে জাতীয় রেকর্ড গড়লেন শ্রীহরি নটরাজ, লিখিত সেলভারাজ, সাজান প্রকাশ এবং তানিশ জর্জ ম্যাথিউরা ৷

Image Courtesy: SAI Media Twitter/X
Image Courtesy: SAI Media Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 12:32 PM IST

Updated : Sep 26, 2023, 2:27 PM IST

হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: এশিয়াডে মেয়েদের ডিংঘি সেইলিং ইভেন্টে 17 বছরের নেহা ঠাকুরের রুপোর পদকের পর, ছেলেদের ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের এবাদ আলি ৷ আইএলসিএ-4 ক্যাটাগরিতে পুরুষদের সেইলিং প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন এবাদ ৷ এটি সেইলিংয়ে ভারতের দ্বিতীয় পদক ৷ এ দিন 400 মিটারের মেডলি রিলে সাঁতারে নয়া জাতীয় রেকর্ড গড়েছে ভারতীয় সাঁতারু দল ৷

ভোপালের সেইলিং স্কুল থেকে উঠে আসা সেইলার নেহা ঠাকুর আইএলসিএ-4 ক্যাটাগরিতে ডিংঘি সেইলিং ইভেন্টের ফাইনালে মোট 32 পয়েন্ট নিয়ে শেষ করেন ৷ তবে, তাঁর সার্বিক স্কোর দাঁড়ায় 27 পয়েন্ট ৷ সেই সুবাদে দ্বিতীয় স্থানে শেষ করে রুপোর পদক নিশ্চিত করেন নেহা ৷ মেয়েদের ডিংঘি সেইলিং ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুহান ৷

আর তৃতীয় স্থানে শেষ করে সিঙ্গাপুরের কিয়েরা মারিয়ে কারলেইলে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ মোট 11 রাউন্ডের রেসে নেহা ঠাকুর মোট 32 পয়েন্ট অর্জন করেন ৷ কিন্তু, পঞ্চম রাউন্ডের রেসে পাঁচ নম্বরে শেষ করায় তাঁর স্কোর গিয়ে দাঁড়ায় 27 পয়েন্ট ৷

আরও পড়ুন: ‘মন্ধানা দ্য গডেস’! স্মৃতিকে দেখতে 1200 কিলোমিটার পাড়ি চিনা ভক্তের

এশিয়াডে 400 মিটারের মেডলি রিলে সাঁতারে পুরুষ দল ফাইনালে প্রবেশ করেছে ৷ শ্রীহরি নটরাজ, লিখিত সেলভারাজ, সাজান প্রকাশ এবং তানিশ জর্জ ম্যাথিউয়ের দল মাত্র 3 মিনিট 40 সেকেন্ড ও 84 মাইক্রো-সেকেন্ডে 400 মিটারের মেডলি রিলে সাঁতার শেষ করেন ৷ সেই সঙ্গে ন্যাশনাল রেকর্ডও ভেঙেছেন তাঁরা ৷ নটরাজ, সন্দীপ সেজওয়াল, প্রকাশ এবং অ্যারন ডি’সুজার জাকার্তা এশিয়াডের 3 মিনিট 44 সেকেন্ড ও 91 মাইক্রো-সেকেন্ডের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন শ্রীহরি, লিখিত, সাজান এবং তানিশ ৷

তবে, মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় ভারতীয় সাঁতারু পালক জোশী এবং শিবাঙ্গি শর্মা ফাইনালে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন ৷ পালক জোশী 200 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে 14 নম্বরে শেষ করেছেন ৷ আর শিবাঙ্গি শর্মা 17 নম্বরে শেষ করেছে 100 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৷

হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: এশিয়াডে মেয়েদের ডিংঘি সেইলিং ইভেন্টে 17 বছরের নেহা ঠাকুরের রুপোর পদকের পর, ছেলেদের ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের এবাদ আলি ৷ আইএলসিএ-4 ক্যাটাগরিতে পুরুষদের সেইলিং প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন এবাদ ৷ এটি সেইলিংয়ে ভারতের দ্বিতীয় পদক ৷ এ দিন 400 মিটারের মেডলি রিলে সাঁতারে নয়া জাতীয় রেকর্ড গড়েছে ভারতীয় সাঁতারু দল ৷

ভোপালের সেইলিং স্কুল থেকে উঠে আসা সেইলার নেহা ঠাকুর আইএলসিএ-4 ক্যাটাগরিতে ডিংঘি সেইলিং ইভেন্টের ফাইনালে মোট 32 পয়েন্ট নিয়ে শেষ করেন ৷ তবে, তাঁর সার্বিক স্কোর দাঁড়ায় 27 পয়েন্ট ৷ সেই সুবাদে দ্বিতীয় স্থানে শেষ করে রুপোর পদক নিশ্চিত করেন নেহা ৷ মেয়েদের ডিংঘি সেইলিং ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুহান ৷

আর তৃতীয় স্থানে শেষ করে সিঙ্গাপুরের কিয়েরা মারিয়ে কারলেইলে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ মোট 11 রাউন্ডের রেসে নেহা ঠাকুর মোট 32 পয়েন্ট অর্জন করেন ৷ কিন্তু, পঞ্চম রাউন্ডের রেসে পাঁচ নম্বরে শেষ করায় তাঁর স্কোর গিয়ে দাঁড়ায় 27 পয়েন্ট ৷

আরও পড়ুন: ‘মন্ধানা দ্য গডেস’! স্মৃতিকে দেখতে 1200 কিলোমিটার পাড়ি চিনা ভক্তের

এশিয়াডে 400 মিটারের মেডলি রিলে সাঁতারে পুরুষ দল ফাইনালে প্রবেশ করেছে ৷ শ্রীহরি নটরাজ, লিখিত সেলভারাজ, সাজান প্রকাশ এবং তানিশ জর্জ ম্যাথিউয়ের দল মাত্র 3 মিনিট 40 সেকেন্ড ও 84 মাইক্রো-সেকেন্ডে 400 মিটারের মেডলি রিলে সাঁতার শেষ করেন ৷ সেই সঙ্গে ন্যাশনাল রেকর্ডও ভেঙেছেন তাঁরা ৷ নটরাজ, সন্দীপ সেজওয়াল, প্রকাশ এবং অ্যারন ডি’সুজার জাকার্তা এশিয়াডের 3 মিনিট 44 সেকেন্ড ও 91 মাইক্রো-সেকেন্ডের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন শ্রীহরি, লিখিত, সাজান এবং তানিশ ৷

তবে, মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় ভারতীয় সাঁতারু পালক জোশী এবং শিবাঙ্গি শর্মা ফাইনালে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন ৷ পালক জোশী 200 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে 14 নম্বরে শেষ করেছেন ৷ আর শিবাঙ্গি শর্মা 17 নম্বরে শেষ করেছে 100 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৷

Last Updated : Sep 26, 2023, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.