ETV Bharat / sports

Neeraj Chopra : নীরজের জ্বর, করোনা রিপোর্ট নেগেটিভ - জ্বর

অসুস্থতার জন্য হরিয়ানা সরকারের সংবর্ধনায় হাজির হতে পারেননি নীরজ চোপড়া ৷ তাই তিনি কি আজ রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন ? রয়েছে ধোঁয়াশা ৷

neeraj-chopra-suffering-from-high-fever-tests-covid-negative
Neeraj Chopra : নীরজের জ্বর, তবে করোনা রিপোর্ট নেগেটিভ
author img

By

Published : Aug 14, 2021, 5:36 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট : টোকিয়ো অলিম্পিক্স (Tokyo Olympics) থেকে সোনার পদক জিতে আসা নীরজ চোপড়া (Neeraj Chopra) অসুস্থ ৷ গত দু’দিন ধরে তাঁর জ্বর ৷ সোনার ছেলে নীরজ এখন গোটা দেশের মধ্যমণি ৷ তাই তাঁর জ্বরের খবর সামনে আসতেই উদ্বিগ্ন আসমুদ্রহিমাচল ৷ কারও কারও প্রশ্ন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি তো !

আরও পড়ুন : National Javelin Day : নীরজের সোনা জয়ে 7 অগস্ট জাতীয় জ্যাভলিন দিবস ঘোষণা এএফআইয়ের

জানা গিয়েছে যে তিনি চিকিৎসকের পরামর্শ মতো করোনা পরীক্ষা করিয়েছেন ৷ তাঁর রিপোর্ট নেগেটিভ (Covid Negative) এসেছে ৷ ফলে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ নীরজের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, গতকাল তাঁর শরীরের তাপমাত্রা ছিল 103 ৷ কিন্তু এখন তিনি সুস্থ বোধ করছেন ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷

গত সোমবার দেশে ফিরেছেন নীরজ ৷ তার পর থেকে তাঁকে ঘিরে উন্মাদনা অব্যাহত ৷ দেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই তাঁকে সংবর্ধনা জানানো হচ্ছে ৷ শুক্রবার হরিয়ানা সরকারের (Hariyana Government) তরফে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল ৷ সেই কারণে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ কিন্তু তিনি সেখানে উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য ৷

আরও পড়ুন : Neeraj Chopra Hairstyle : স্টাইল পরেও করা যাবে, আগে অলিম্পিকস

আগামিকাল স্বাধীনতা দিবস ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Naredra Modi) সঙ্গে এবারের অলিম্পিকের সমস্ত খেলোয়াড়দের উপস্থিত থাকার কথা ৷ সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ এবারের অলিম্পিকের পদকজয়ীরা ৷ আর সেই তালিকায় এক নম্বরে রয়েছেন নীরজ চোপড়া ৷ তার আগে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhawan) অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ৷ প্রশ্ন উঠছে, এই অনুষ্ঠানগুলিতে তিনি উপস্থিত থাকতে পারবেন তো ?

নীরজের ওই ঘনিষ্ঠ জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে নীরজ সম্ভবত উপস্থিত থাকবেন ৷ তিনি সরাসরি ওই অনুষ্ঠানে যোগ দেবেন ৷ বাকি খেলোয়াড়রা দিল্লির অশোকা হোটেলে রয়েছে ৷ সেখান থেকেই তাঁরা রাষ্ট্রপতি ভবনে যাবেন ৷

আরও পড়ুন : Felicitation of Tokyo Olympics Medalist : প্রতিপক্ষকে ভয় পেলে চলবে না, সংবর্ধনায় বললেন নীরজ

নয়াদিল্লি, 14 অগস্ট : টোকিয়ো অলিম্পিক্স (Tokyo Olympics) থেকে সোনার পদক জিতে আসা নীরজ চোপড়া (Neeraj Chopra) অসুস্থ ৷ গত দু’দিন ধরে তাঁর জ্বর ৷ সোনার ছেলে নীরজ এখন গোটা দেশের মধ্যমণি ৷ তাই তাঁর জ্বরের খবর সামনে আসতেই উদ্বিগ্ন আসমুদ্রহিমাচল ৷ কারও কারও প্রশ্ন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি তো !

আরও পড়ুন : National Javelin Day : নীরজের সোনা জয়ে 7 অগস্ট জাতীয় জ্যাভলিন দিবস ঘোষণা এএফআইয়ের

জানা গিয়েছে যে তিনি চিকিৎসকের পরামর্শ মতো করোনা পরীক্ষা করিয়েছেন ৷ তাঁর রিপোর্ট নেগেটিভ (Covid Negative) এসেছে ৷ ফলে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ নীরজের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, গতকাল তাঁর শরীরের তাপমাত্রা ছিল 103 ৷ কিন্তু এখন তিনি সুস্থ বোধ করছেন ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷

গত সোমবার দেশে ফিরেছেন নীরজ ৷ তার পর থেকে তাঁকে ঘিরে উন্মাদনা অব্যাহত ৷ দেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই তাঁকে সংবর্ধনা জানানো হচ্ছে ৷ শুক্রবার হরিয়ানা সরকারের (Hariyana Government) তরফে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল ৷ সেই কারণে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ কিন্তু তিনি সেখানে উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য ৷

আরও পড়ুন : Neeraj Chopra Hairstyle : স্টাইল পরেও করা যাবে, আগে অলিম্পিকস

আগামিকাল স্বাধীনতা দিবস ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Naredra Modi) সঙ্গে এবারের অলিম্পিকের সমস্ত খেলোয়াড়দের উপস্থিত থাকার কথা ৷ সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ এবারের অলিম্পিকের পদকজয়ীরা ৷ আর সেই তালিকায় এক নম্বরে রয়েছেন নীরজ চোপড়া ৷ তার আগে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhawan) অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ৷ প্রশ্ন উঠছে, এই অনুষ্ঠানগুলিতে তিনি উপস্থিত থাকতে পারবেন তো ?

নীরজের ওই ঘনিষ্ঠ জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে নীরজ সম্ভবত উপস্থিত থাকবেন ৷ তিনি সরাসরি ওই অনুষ্ঠানে যোগ দেবেন ৷ বাকি খেলোয়াড়রা দিল্লির অশোকা হোটেলে রয়েছে ৷ সেখান থেকেই তাঁরা রাষ্ট্রপতি ভবনে যাবেন ৷

আরও পড়ুন : Felicitation of Tokyo Olympics Medalist : প্রতিপক্ষকে ভয় পেলে চলবে না, সংবর্ধনায় বললেন নীরজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.