ETV Bharat / sports

অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া - টোকিও অলিম্পিক 2020

টোকিয়ো অলিম্পিক 2020 যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া ৷ ভারতীয় এই জ্যাভলিন থ্রোয়ার দক্ষিণ আফ্রিকায় অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটে 87.86 মিটার জ্যাভলিন থ্রো করেন ৷

image
নীরজ চোপড়া
author img

By

Published : Jan 29, 2020, 2:59 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : টোকিয়ো অলিম্পিক 2020- র যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া ৷ দক্ষিণ আফ্রিকার কেনিথ ম্যাকআর্থার স্টেডিয়ামে অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটে 87.86 মিটার জ্যাভলিন থ্রো করে যোগ্যতা অর্জন করেন তিনি ৷

কনুইয়ের চোট সারিয়ে এসে এটাই নীরজের প্রথম ইভেন্ট ৷ ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফ থেকে এই ইভেন্টটার আন্তর্জাতিক মান্যতা নিয়ে খোঁজ নেওয়া হয় ৷ দক্ষিণ আফ্রিকা ফেডারেশন থেকে সম্মতি পাওয়ার পর এই বিষয়ে নিশ্চিয়তা দেওয়া হয় ৷

নীরজ ছাড়াও আরও চারজন এই ইভেন্টে অংশ নেন ৷ ভারত থেকে অংশ নেন রোহিত যাদব ৷ অন্য তিন জন প্রতিযোগীরা সবাই ফ্রান্সের ৷ নীরজের শেষ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা হল 2018 সালের জাকার্তা এশিয়ান গেমস ৷ তিনি ওই প্রতিযোগিতায় 80.06 মিটার থ্রো করে সোনা জেতেন ৷

দিল্লি, 29 জানুয়ারি : টোকিয়ো অলিম্পিক 2020- র যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া ৷ দক্ষিণ আফ্রিকার কেনিথ ম্যাকআর্থার স্টেডিয়ামে অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটে 87.86 মিটার জ্যাভলিন থ্রো করে যোগ্যতা অর্জন করেন তিনি ৷

কনুইয়ের চোট সারিয়ে এসে এটাই নীরজের প্রথম ইভেন্ট ৷ ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফ থেকে এই ইভেন্টটার আন্তর্জাতিক মান্যতা নিয়ে খোঁজ নেওয়া হয় ৷ দক্ষিণ আফ্রিকা ফেডারেশন থেকে সম্মতি পাওয়ার পর এই বিষয়ে নিশ্চিয়তা দেওয়া হয় ৷

নীরজ ছাড়াও আরও চারজন এই ইভেন্টে অংশ নেন ৷ ভারত থেকে অংশ নেন রোহিত যাদব ৷ অন্য তিন জন প্রতিযোগীরা সবাই ফ্রান্সের ৷ নীরজের শেষ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা হল 2018 সালের জাকার্তা এশিয়ান গেমস ৷ তিনি ওই প্রতিযোগিতায় 80.06 মিটার থ্রো করে সোনা জেতেন ৷

Thiruvananthapuram (Kerala), Jan 29 (ANI): Kerala Assembly began with chaos on January 29. United Democratic Front (UDF) MLAs protested against Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC) in the state assembly. MLAs also raised slogans including 'recall Governor' as Kerala Governor Arif Mohammad Khan arrived in the house. Chief Minister of Kerala, Pinarayi Vijayan also accompanied the Governor during state assembly. Due to continuous protest, state assembly marshals escorted Governor Khan to his chair. UDF MLAs walked out from the assembly as Governor Khan began to address.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.