ETV Bharat / sports

Neeraj Chopra: বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট, কমনওয়েলথ গেমস থেকে নাম তুললেন নীরজ

চোটের কারণে গেমস থেকে নাম তুলে নিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra pulls out of Commonwealth Games due to an injury) ৷ অর্থাৎ, 2018 গোল্ড কোস্ট কমনওয়েলথে সোনাজয়ী পানিপথের জ্যাভলিন থ্রোয়ার খেতাব ধরে রাখার লক্ষ্যে নামতে পারছেন না ৷

author img

By

Published : Jul 26, 2022, 1:17 PM IST

Updated : Jul 26, 2022, 1:39 PM IST

Neeraj Chopra
কমনওয়েলথ গেমস থেকে নাম তুললেন নীরজ

নয়াদিল্লি, 26 জুলাই: কমনওয়েলথ গেমস শুরুর কয়েকঘণ্টা আগে হঠাতই আঁধার ঘনিয়ে এল ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে গেমস থেকে নাম তুলে নিলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া (Neeraj Chopra pulls out of Commonwealth Games due to an injury) ৷ অর্থাৎ, 2018 গোল্ড কোস্ট কমনওয়েলথে সোনাজয়ী পানিপথের জ্যাভলিন থ্রোয়ার খেতাব ধরে রাখার লক্ষ্যে নামতে পারছেন না বার্মিংহ্যামে ৷ 48 ঘণ্টা আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপোর পদক এনে দেওয়া নীরজের থেকে কমনওয়েলথে আবারও সোনার প্রত্যাশী ছিল দেশ ৷ কিন্তু সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে চোট পেয়েই কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের স্বপ্ন চুরমার হল অলিম্পিকসে সোনাজয়ীর ৷ স্বভাবতই তাঁর ছিটকে যাওয়া ভারতীয় দলের কাছে বড় ধাক্কা ৷

মঙ্গলবার সোশাল মিডিয়া বিবৃতিতে বার্মিংহ্যাম গেমস থেকে নীরজের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে আইওএ ৷ তারা লিখেছে, "ফিটনেসে ঘাটতির জেরে অলিম্পিকস চ্যাম্পিয়নস নীরজ চোপড়া বার্মিংহ্যামে তাঁর খেতাব ধরে রাখার লড়াইয়ে নামতে পারবেন না ৷ কঠিন সময়ে আমরা তাঁর পাশে সবসময় রয়েছি একইসঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন নীরজ

নীরজ জানিয়েছেন, ইউজিনে গত রবিবার যো থ্রো-টি তাঁকে রুপো এনে দিয়েছে, সেই থ্রো'য়ের সময়ই কুঁচকিতে চোট পেয়েছেন তিনি ৷ এক সংবাদসংস্থাকে আইওএ-র সাধারণ সচিব বলেছেন, "এমআরআই-তে স্পষ্ট যে নীরজের কুঁচকিতে চোট রয়েছে ৷ তাঁকে চিকিৎসকেরা একমাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন ৷"

টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ী বছর চব্বিশের বর্শাবাহক নীরজ দ্বিতীয় অ্যাথলিট হিসেবে গত রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক এনে দিয়েছেন দেশকে ৷ 88.13 মিটার ছুড়ে পোডিয়াম ফিনিশ করেছেন তিনি ৷ স্বভাবতই শুরু হতে চলা কমনওয়েলথ গেমসে নীরজের হাতে নিশ্চিত পদক দেখছিলেন ক্রীড়া অনুরাগীরা ৷ কিন্তু 'ভিলেন' কুঁচকির চোটে সে গুড়ে বালি ৷ এখন দেখার কীভাবে এই ঝটকা সামাল দেয় ভারতীয় দল ৷

নয়াদিল্লি, 26 জুলাই: কমনওয়েলথ গেমস শুরুর কয়েকঘণ্টা আগে হঠাতই আঁধার ঘনিয়ে এল ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে গেমস থেকে নাম তুলে নিলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া (Neeraj Chopra pulls out of Commonwealth Games due to an injury) ৷ অর্থাৎ, 2018 গোল্ড কোস্ট কমনওয়েলথে সোনাজয়ী পানিপথের জ্যাভলিন থ্রোয়ার খেতাব ধরে রাখার লক্ষ্যে নামতে পারছেন না বার্মিংহ্যামে ৷ 48 ঘণ্টা আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপোর পদক এনে দেওয়া নীরজের থেকে কমনওয়েলথে আবারও সোনার প্রত্যাশী ছিল দেশ ৷ কিন্তু সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে চোট পেয়েই কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের স্বপ্ন চুরমার হল অলিম্পিকসে সোনাজয়ীর ৷ স্বভাবতই তাঁর ছিটকে যাওয়া ভারতীয় দলের কাছে বড় ধাক্কা ৷

মঙ্গলবার সোশাল মিডিয়া বিবৃতিতে বার্মিংহ্যাম গেমস থেকে নীরজের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে আইওএ ৷ তারা লিখেছে, "ফিটনেসে ঘাটতির জেরে অলিম্পিকস চ্যাম্পিয়নস নীরজ চোপড়া বার্মিংহ্যামে তাঁর খেতাব ধরে রাখার লড়াইয়ে নামতে পারবেন না ৷ কঠিন সময়ে আমরা তাঁর পাশে সবসময় রয়েছি একইসঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন নীরজ

নীরজ জানিয়েছেন, ইউজিনে গত রবিবার যো থ্রো-টি তাঁকে রুপো এনে দিয়েছে, সেই থ্রো'য়ের সময়ই কুঁচকিতে চোট পেয়েছেন তিনি ৷ এক সংবাদসংস্থাকে আইওএ-র সাধারণ সচিব বলেছেন, "এমআরআই-তে স্পষ্ট যে নীরজের কুঁচকিতে চোট রয়েছে ৷ তাঁকে চিকিৎসকেরা একমাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন ৷"

টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ী বছর চব্বিশের বর্শাবাহক নীরজ দ্বিতীয় অ্যাথলিট হিসেবে গত রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক এনে দিয়েছেন দেশকে ৷ 88.13 মিটার ছুড়ে পোডিয়াম ফিনিশ করেছেন তিনি ৷ স্বভাবতই শুরু হতে চলা কমনওয়েলথ গেমসে নীরজের হাতে নিশ্চিত পদক দেখছিলেন ক্রীড়া অনুরাগীরা ৷ কিন্তু 'ভিলেন' কুঁচকির চোটে সে গুড়ে বালি ৷ এখন দেখার কীভাবে এই ঝটকা সামাল দেয় ভারতীয় দল ৷

Last Updated : Jul 26, 2022, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.